পানাজি, 25 অক্টোবর : একটা নতুন ইনিংস । মমতার নেতৃত্বেই গোয়ায় অলআউট ঝাঁপাতে চাইছে তৃণমূল । যারা মনে করছেন এই মুহূর্তে তৃণমূলের গোয়া জয়ের স্বপ্ন বাতুলতা মাত্র তাদের জন্য সাবধান বাণী দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্র ডেরেক ও'ব্রায়েন । হোয়াটসঅ্যাপ বার্তায় এদিন তিনি ইটিভি ভারতকে লিখেছেন 'লড়াই হবে' । লড়াই হবে চোখে চোখ রেখে । উল্লেখ্য, 28 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় গোয়ায় উড়ে যাবেন । কিন্তু তার আগে আজকেই গোয়ায় পৌঁছে গিয়েছেন টিম মমতার দুই গুরুত্বপূর্ণ সদস্য সৌগত রায় এবং বাবুল সুপ্রিয় । এদিন বাবুল সুপ্রিয়র সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "সবে তো খেলা শুরু হয়েছে । আগে আগে দেখো হোতা হ্যায় কেয়া ।"
পশ্চিমবঙ্গের শাসক দল ইতিমধ্যেই দলের ক্যাথলিক মুখ ডেরেক ও'ব্রায়েনকে পাঠিয়েছে গোয়ায় । তিনি রাজ্যে প্রায় দু'সপ্তাহ কাটিয়েছেন । গোয়ার রাজধানী পানাজিতে একটি অফিসও খুলেছে তৃণমূল । পাশাপাশি গ্রামীণ এলাকায় দলের বার্তা পৌঁছে দিতে আরও একটি অফিস ভাড়া নিয়েছে জোড়াফুল শিবির । এই রাজ্যে নির্দলদের সঙ্গে জোট করার বদলে দীর্ঘমেয়াদী খেলোয়াড়ের খোঁজে রয়েছে তারা । গোয়ার হিন্দু ভোটারদের মন জয় করতে ইতিমধ্যেই গোয়া ফরোয়ার্ড পার্টির সঙ্গে জোটের কথা চললেও আম আদমি পার্টি থেকে আপাতত দূরেই থাকতে চাইছে তৃণমূল । আগে যেখানে তৃণমূল সর্বভারতীয় দলের তকমার জন্যে বিভিন্ন রাজ্যে লড়ত, এখন সেই দলই বিভিন্ন রাজ্যে বিজেপিকে চ্যালেঞ্জ জানাতে ছক কষছে । যা আরও বেশি অক্সিজেন জোগাচ্ছে এই রাজ্যের শাসক দলকে ৷
আরও পড়ুন : Mamata Banerjee : "গোয়ায় এক নতুন ভোরের সূচনা করব", টুইট মমতার