পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

TMC in Tripura : ত্রিপুরায় ফের আক্রান্ত তৃণমূল, হামলার মুখে আশিসলাল সিংহের সমর্থকরা - বিপ্লব দেব

পড়শি রাজ্যেও এবার পৌরভোটে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল । এই অবস্থায় জনসংযোগ বাড়িয়ে মানুষের দরজায় যাচ্ছে এই রাজ্যের শাসকদল । কিন্তু অভিযোগ, পদ্মশিবিরের তরফে লাগাতার তৃণমূলকে আক্রমণ করা হচ্ছে ।

TMC in Tripura
ত্রিপুরায় ফের আক্রান্ত তৃণমূল , হামলার মুখে আশিসলাল সিংহের সমর্থকরা

By

Published : Oct 25, 2021, 10:10 AM IST

আগরতলা, 25 অক্টোবর : দিন দুয়েক আগেই ত্রিপুরায় হামলার মুখে পড়েছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ সুস্মিতা দেব ৷ সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই পড়শি রাজ্যে ফের হামলার শিকার তৃণমূল কংগ্রেস ৷ রবিবার ত্রিপুরায় ফের হয়েছেন আক্রান্ত তৃণমূলের প্রতিনিধিরা । এবার আক্রান্ত হলেন তৃণমূল-কংগ্রেসের স্টিয়ারিং কমিটির সদস্য আশিসলাল সিংহের সমর্থকরা ।

জানা গিয়েছে, রবিবার ত্রিপুরার তেলিয়ামুড়া ও হাওয়াইবাড়ি এলাকায় প্রচার কর্মসূচি ছিল তৃণমূলের । গাড়ি করে যখন তেলিয়ামুড়া যাচ্ছিলেন আশিসলাল সিং-সহ দলের কর্মী-সমর্থকরা, তখন তাঁদের বাধা দেওয়া হয় বলে অভিযোগ । ভাঙচুর চলে গাড়িতে, বেধড়ক মারধরও করা হয় দলের কর্মীদের ।

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের মতো ত্রিপুরাতেও আগরতলা কর্পোরেশন-সহ বেশ কয়েকটি পৌর পরিষদ এবং নগর পঞ্চায়েতের মেয়াদ শেষ হয়ে গিয়েছে । কিন্তু করোনা পরিস্থিতির কারণে এখনও নির্বাচন হয়নি । চলতি বছরের শেষে ভোট হতে পারে বলে মনে করা হচ্ছে । পড়শি রাজ্যেও এবার পৌরভোটে লড়ার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল । এই অবস্থায় জনসংযোগ বাড়িয়ে মানুষের দরজায় যাচ্ছে এই রাজ্যের শাসকদল । কিন্তু অভিযোগ, পদ্মশিবিরের তরফে লাগাতার তৃণমূলকে আক্রমণ করা হচ্ছে ।

এদিন আশিসলাল সিং বলেন, 'ত্রিপুরায় গণতন্ত্র বলে কিছু নেই । বিপ্লব দেবের নেতৃত্বে সেখানে গণতন্ত্রের রক্তক্ষরণ চলছে । এই অবস্থায় ত্রিপুরার মানুষ দ্রুত বদল চাইছে । তারা মনে করছে, তৃণমূল-কংগ্রেস ত্রিপুরায় বদল আনতে পারে । তাই ভয় পেয়েছেন বিপ্লব দেব । সে কারণেই আমাদের ওপর লাগাতার হামলা চলছে ।'

আরও পড়ুন:Mann Ki Baat : চাইলে অসাধ্য সাধন করতে পারে ভারত, 100 কোটি টিকাই তার প্রমাণ, ‘মন কি বাত’-এ মোদি

ABOUT THE AUTHOR

...view details