আগরতলা, 25 নভেম্বর : বৃহস্পতিবার ত্রিপুরায় পৌরভোটের (Tripura Municipal Election) দিন আগরতলায় আটক হলেন 40 জন তৃণমূল কংগ্রেস সমর্থক (Supporters of Trinamool Congress)৷ ভোটে তাঁদের প্রার্থী ও এজেন্টদের উপর হামলা হয়েছে এই অভিযোগ তুলে স্বচ্ছ নির্বাচনের দাবিতে এদিন তৃণমূল নেতা-কর্মীরা আগরতলা পূর্ব থানার (East Agartala Police station ) সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন সেসময় তাঁদের আটক করা হয় ৷
ত্রিপুরায় তৃণমূলের স্টিয়ারিং কমিটির আহ্বায়ক সুবল ভৌমিকের (Subal Bhowmik) অভিযোগ, এদিন সকাল থেকেই তৃণমূল এজেন্টদের বুথে যেতে বাধা দেয় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ৷ আক্রমণ করা হয় তাঁদের উপর ৷ তাঁর কথায়, "বুধবার রাত থেকেই একের পর এক হামলা চালিয়েছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ৷ আমাদের প্রার্থীদের উপর নৃশংসভাবে আক্রমণ করা হয়েছ৷ তাঁদেরও ভোট দিতে দেওয়া হয়নি ৷ সুপ্রিম কোর্ট (Supreme Court) সুষ্ঠ,অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছিল ৷ কিন্তু পুলিশ তা করতে ব্যর্থ হয়েছে, তাঁরা নিরব দর্শকের ভূমিকা পালন করেছে ৷ বাইরে থেকে বহিরাগতরা এসেছে কিন্তু পুলিশ তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি ৷ পুলিশ বিজেপিকে সাহায্য করেছে ৷ ভোটের নামে প্রহসন হয়েছে ৷ রাজ্যে এরকম পরিস্থিতি আমরা এর আগে দেখিনি ৷ আমরা এটা মেনে নেব না ৷"