আগরতলা, 2 অগস্ট : ত্রিপুরার গণতন্ত্র উদ্ধার করাই তৃণমূল (Trinamool)-এর লক্ষ্য ৷ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়ে প্রথমবার ত্রিপুরায় গিয়ে এই বার্তাই দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ৷ সেই সঙ্গে ত্রিপুরার মুখ্য়মন্ত্রী বিপ্লব দেব (Biplab Deb)-কে তাঁর চ্যালেঞ্জ, ক্ষমতা থাকলে তাঁকে আটকে দেখাক বিজেপি ৷ এদিন ত্রিপুরেশ্বরী মন্দিরে যাওয়ার পথে অভিষেকের গাড়িতে হামলার ঘটনা নিয়েও বিজেপির সরকারকে নিশানা করেন তিনি ৷ তাঁর প্রশ্ন, ত্রিপুরায় একজন সাংসদ নিরাপদ নয়, সেখানে সাধারণ মানুষ কতটা নিরাপদ ?
সর্বভারতীয় স্তরে সংগঠনকে ছড়িয়ে দিতে আজ থেকে মাঠে নেমে পড়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ যার সূচনা করলেন বিজেপিশাসিত রাজ্য ত্রিপুরা থেকে ৷ যেখানে পৌঁছে তিনি আজ সোজা ত্রিপুরেশ্বরী মন্দিরে যান মা-এর আর্শীবাদ নিতে ৷ কিন্তু, মাঝপথে অভিষেকের গাড়ি উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে ৷ লাঠি দিয়ে তাঁর গাড়ির সামনের কাঁচে বাড়ি মারা হয় ৷ যে ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে পোস্টও করেছেন অভিষেক ৷ আর সেই হামলার ঘটনাকে হাতিয়ার করেই এবার বিপ্লব দেবের প্রশাসনকে একহাত নিলেন অভিষেক ৷ ‘‘অতিথি দেব ভব...’’ স্লোগানে গোটা সাংবাদিক সম্মেলনে বিপ্লব দেব এবং ত্রিপুরা বিজেপিকে বিঁধে গেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷
অভিষেক অভিযোগ করলেন, তাঁকে বাধা দেওয়ার সবরকম চেষ্টা করেছিল বিজেপি ৷ কখনও তাঁর কনভয় আটকে, কখনও বা তাঁর গাড়িতে লাঠি, রড দিয়ে হামলা চালিয়ে ৷ এমনকি তাঁর নিরাপত্তা রক্ষীরা আহত হয়েছেন বলে অভিযোগ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তবু তাঁকে আটকাতে পারেনি ৷ প্রসঙ্গত, ত্রিপুরেশ্বরী মন্দিরে যাওয়ার পথে তাঁকে বাধা দেওয়া নিয়েও বিজেপিকে বিঁধলেন তিনি ৷ অভিযোগ করলেন, ভারতবর্ষে নিজেদের হিন্দুধর্মের ধারক ও বাহক হিসেবে পরিচয় দেওয়া বিজেপি আজ তাঁকে ত্রিপুরেশ্বরী মন্দিরে যেতে বাধা দিয়েছে ৷