পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

প্রথমবার জাতীয় পতাকা উড়ল এই গ্রামে - DANTEWADA

মাওবাদীদের দৌরাম্তে একটা সময় ভয়ে কাঁপত এই এলাকা ৷ সবরকম সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত ছিলেন সেখানকার বাসিন্দারা ৷ তবে এবার ছবিটা একেবারেই উলটো ৷

Chhatisgarh
Chhatisgarh

By

Published : Jan 27, 2021, 11:09 AM IST

দান্তেওয়াড়া, 27 জানুয়ারি : 70 বছরে প্রথমবার । সাধারণতন্ত্র দিবসে উড়ল জাতীয় পতাকা ৷ গ্রামবাসীরা সম্মিলিতভাবে গাইলেন দেশাত্মবোধক গান ৷ দান্তেওয়াড়ার ইন্দ্রাবতী নদীর পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারা প্রথমবার জাতীয় পতাকা উত্তোলন করতে পেরে খুশি ৷

দান্তেওয়াড়ার ইন্দ্রাবতী নদীর তীরবর্তী এলাকা মাওবাদী অধ্যুষিত হিসেবেই পরিচিত ৷ মাওবাদীদের ভয়ে তটস্থ হয়ে থাকতেন এখানকার বাসিন্দারা ৷ প্রতি বছর এই দিনে কালো পতাকা ওড়ানো হত ৷ গ্রামবাসীদের সামনেই কালো পতাকা ওড়াত মাওবাদীরা ৷ তবে এবছর প্রশাসনের হাত ধরেই জাতীয় পতাকা উত্তোলনের সাক্ষী থাকলেন গ্রামের বাসিন্দারা ৷

আরও পড়ুন :18 বছর পর পাকিস্তানের জেল থেকে মুক্তি পেয়ে 'স্বর্গে' ফিরলেন হাসিনা

এই এলাকার বাসিন্দারা একসময় সরকারের সবরকম সুবিধা থেকে বঞ্চিত ছিল ৷ এমনকী গ্রাম পঞ্চায়েত প্রধান সরকারি প্রকল্প রূপায়ণের চেষ্টা করেন ৷ এর ফলে মাওবাদীদের হাতে খুন হতে হয় তাঁকে ৷ প্রশাসনের তরফে তাঁর ছেলের হাত দিয়েই পতাকা উত্তোলন করানো হয় ৷

এবিষয়ে পুলিশ সুপার অভিষেক পল্লভ বলেন, "স্বাধীনতা দিবস ও সাধারণতন্ত্র দিবসে মাওবাদীরা গ্রামবাসীদের সামনেই কালো পতাকা উত্তোলন করত ৷ কিন্তু এবছর তার ব্যতিক্রম হল ৷ এটা দান্তেওয়াড়ার পরিবর্তনের ছবি ৷ নদীর ওপর একটা সেতু তৈরি করা হয়েছে ৷ যার মাধ্যমে শহরের সঙ্গে এই এলাকার মানুষের যোগাযোগ বাড়বে ৷ পরিবর্তন হওয়ায় খুশি এলাকার বাসিন্দারা ৷"

অনুষ্ঠান শেষে গ্রামের শিশুদের মধ্যে পড়াশোনার সামগ্রী বিলি করা হয় ৷ গ্রামবাসীদের প্রয়োজনীয় সামগ্রী বিলি করা হয় প্রশাসনের তরফে ৷ পাশাপাশি, পুলিশে চাকরির ক্ষেত্রেও গ্রামবাসীদের সুযোগ দেওয়ার কথা ঘোষণা করা হয় ৷

For All Latest Updates

TAGGED:

RUPUBLIC DAY

ABOUT THE AUTHOR

...view details