নয়াদিল্লি, 18 সেপ্টেম্বর: গত 75 বছর ধরে দেশের গণতন্ত্রের হৃদস্পন্দনের সাক্ষী পুরনো সংসদ ভবন ৷ শেষ অধিবেশনে একটি যুগের সমাপ্তি অধ্যায়ে দেশের সংসদের 75 বছরের ইতিহাস তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
সোমবার পুরনো সংসদ ভবনে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন যে, "ভারতীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছিল সেই সময় থেকে যখন নেহরু বলেছিলেন – অ্যাট দ্য স্ট্রোক অফ মিডনাইট ৷ তার বহু বছর পরে যখন অটল বিহারী বাজপেয়ি বলেছিলেন সরকার আসবে ও যাবে, দলগুলি তৈরি হবে ও ধ্বংস হবে, কিন্তু দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে, এর থেকে বোঝা যায় কীভাবে গণতন্ত্রের প্রতি বিশ্বাস প্রতিটি ভারতীয়ের আখ্যানে বোনা হয়েছে । ভারতীয় রাজনীতির দুই অদম্য ব্যক্তির দ্বারা উচ্চারিত এই কথাগুলি এই গৌরবময় অধ্যায়ের সমাপ্তিতে সকলকে আমাদের গণতন্ত্রের চেতনার স্থায়িত্বের কথা মনে করিয়ে দেয় ।"
মোদি আরও বলেন, "সংসদে একটি হামলা হয়েছিল এবং আমি তাঁদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই যাঁরা আমাদের এবং আমাদের গণতন্ত্রকে বাঁচাতে বুকে গুলি খেয়েছিলেন ।" মোদির কথায়, এই অচেনা নায়ক, যাঁরা তাঁদের জীবনকে উৎসর্গ করেছিলেন, তাঁরা গণতন্ত্রের আদর্শ রক্ষায় অগণিত ব্যক্তির অটল অঙ্গীকারের প্রতীক । এই দেশের উন্নয়নে যাঁরা অবদান রেখেছেন তাঁদের সকলের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী ৷
তিনি বলেন, "একটি ছোট কাগজ নিয়ে আসা ব্যক্তি থেকে চা প্রস্তুতকারক এবং পরিবেশের যত্ন নেওয়া বাগানের মালিক সবার প্রতি জানাই কৃতজ্ঞতা ।" তাঁর মতে, জাতির বৃদ্ধি একটি সম্মিলিত প্রচেষ্টা, প্রতিটি ব্যক্তি তার বিকাশে অনন্য ভূমিকা পালন করে ।
সংসদ এ দেশের মানুষের অভিব্যক্তি হয়ে উঠেছে বলে মনে করেন প্রধানমন্ত্রী । তাঁর মতে, বছরের পর বছর ধরে এটি জাতির আকাঙ্ক্ষার প্রতীক হিসাবে বিকশিত হয়েছে ৷ সংসদ এমন একটি জায়গা যেখানে ভারতের সমস্ত কোণ থেকে কণ্ঠস্বর প্রতিনিধিত্ব পেয়েছিল ৷