পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

গাছে আইসোলেশন থাকা যুবক করোনা মুক্ত - Covid Positive B Tech Student

ঘটনাটি 15 দিনের আগের ৷ খবর পেয়ে প্রশাসনের তরফে তাঁকে আইসোলেশন সেন্টারে পাঠানো হয় ৷ যদিও ততদিনে 9 দিন কেটে গিয়েছে ৷ সেখান থেকে মঙ্গলবার তিনি ফিরে আসেন বাড়িতে ৷

গাছে আইসোলেশন থাকা যুবক করোনা মুক্ত
গাছে আইসোলেশন থাকা যুবক করোনা মুক্ত

By

Published : May 18, 2021, 7:29 PM IST

হায়দরাবাদ, 18 মে : করোনায় আক্রান্ত হলে আগেই নিজেকে সকলের থেকে আলাদা করে রাখতে হবে ৷ গত বছর থেকে বারবার এই পরামর্শ দিয়ে আসছেন চিকিৎসকরা ৷ কিন্তু আমাদের দেশে এমন অনেক পরিবার আছে, যে পরিবারের সদস্যরা একটি ঘরে থাকতে বাধ্য হন ৷ তাঁরা কীভাবে আইসোলেশনে থাকবেন ?

পুলিশ-প্রশাসনের আধিকারিকদের সঙ্গে ওই যুবক

এই প্রশ্ন গত এক বছরে বারবার ঘুরে ফিরে এসেছে ৷ সম্প্রতি করোনা আক্রান্ত হয়ে পশ্চিমবঙ্গের এক যুবক বাথরুমে ঠাঁই নিয়েছিলেন ৷ কারণ, ঘরে তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী ছিলেন ৷ এবার তেলাঙ্গানার নালগোনায় জেলায় এমনই একটি খবর সামনে এসেছে ৷ জানা গিয়েছে যে সেখানকার কোঠা নন্দীকোন্ডা গ্রামের এক যুবক করোনায় আক্রান্ত হন ৷ বি টেকের ছাত্র ওই যুবকের বাড়িতে একটিমাত্র ঘর ৷ তাই তিনি গাছেই নিজেকে আইসোলেশন করে নেন ৷

আরও পড়ুন :সিঙ্গাপুরের নতুন স্ট্রেনে শিশুদের আক্রান্তের আশঙ্কা, বিমান বন্ধের আবেদন কেজরিওয়ালের

যদিও ঘটনাটি 15 দিনের আগের ৷ খবর পেয়ে প্রশাসনের তরফে তাঁকে আইসোলেশন সেন্টারে পাঠানো হয় ৷ যদিও ততদিনে 9 দিন কেটে গিয়েছে ৷ সেখান থেকে মঙ্গলবার তিনি ফিরে আসেন বাড়িতে ৷ কারণ, তাঁর সাম্প্রতিক করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে ৷

ABOUT THE AUTHOR

...view details