নয়াদিল্লি, 3 জানুয়ারি: ট্রাকচালকদের কাজে ফিরে যাওয়ার নির্দেশ দিল দেশের মোটর ট্রান্সপোর্ট কংগ্রেস ৷ ভারতীয় ন্যায় সংহিতার 106/2 নম্বর ধারার বিরুদ্ধ ট্রাকচালকরা দেশজুড়ে প্রতিবাদে নেমেছে ৷ এর মধ্যে মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে বৈঠক করে অল ইন্ডিয়া মোটর ট্রান্সপোর্ট কংগ্রেস ৷ বৈঠকের পরপরই এই সংগঠনের পক্ষ থেকে বুধবার ট্রাকচালকদের কাজে যোগ দেওয়ার আবেদন জানানো হয় ৷ সরকারি সূত্রের খবর, দু'পক্ষের মধ্যে এই বৈঠক সফল হয়েছে ৷ পাশাপাশি পরিবহণ সংগঠনকে জানানো হয়েছে, ভারতীয় ন্যায় সংহিতার বিতর্কিত আইনটি এখনই কার্যকর করা হচ্ছে না ৷
বৈঠক শেষে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা বলেন, "অল ইন্ডিয়া মোটর ট্রান্সপোর্ট কংগ্রেসের প্রতিনিধিদের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে ৷ সরকার জানিয়েছে, নতুন নিয়ম এখনই বলবৎ হয়নি ৷ ভারতীয় ন্যায় সংহিতার 106/2 আইন কার্যকর করার আগে অল ইন্ডিয়া মোটর ট্রান্সপোর্ট কংগ্রেসের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করা হবে ৷ তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ৷" সরকারি সূত্রের খবর, আইনের 106(2) ধারা নিয়ে কোনও রকম সংশয় থাকলে কেন্দ্রীয় সরকার তা খোলা মনে পর্যালোচনা করে দেখবে ৷