ম্যাঙ্গালুরু, 12 ফেব্রুয়ারি:ধীরে ধীরে রূপান্তরকামীরা সমাজের আর পাঁচটা মানুষের মতো নিজেদের জন্য আলাদা জায়গা তৈরি করার সুযোগ পাচ্ছেন ৷ চাকরি থেকে অন্যান্য ক্ষেত্র, বাকিদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন তাঁরা ৷ কিন্তু এখনও সমাজের একটা বড় অংশই রূপান্তরকামীদের অন্য চোখে দেখে ৷ তাঁদেরকে রাখা হয় সমাজের মূল স্রোতের বাইরে ৷ তবে তাঁরা হাল ছাড়তে নারাজ ৷ তাই কর্ণাটকে একদল রূপান্তরকামী নতুন করে তাদের জীবন শুরু করেছেন ৷ এর অংশ হিসাবে কর্ণাটকের উদুপি জেলায় রূপান্তরকামীরা এক নয়া উদ্যোগ গ্রহণ করেছেন ৷ অন্য জেলার বাসিন্দা হওয়ার সত্ত্বেও একদল রূপান্তরকামী রাতে খাবার সন্ধানকারীদের জন্য উদুপিতে বানিয়ে ফেললেন আস্ত একটি ক্যান্টিন।
পূর্বী, বৈষ্ণবী এবং চন্দনা- তিন রূপান্তরকামী আগে উদুপির রাস্তায় ভিক্ষা করতেন ৷ এখন তাঁরা উদুপি বাসস্ট্যান্ডের কাছে একটি ক্যান্টিন নিয়ে সাবলম্বী হয়ে জীবনযাপন করার সিদ্ধান্ত নিয়েছেন । রাত 1 টা থেকে সকাল 7 টা পর্যন্ত খোলা থাকে তাঁদের ক্যান্টিন ৷ রাতের অন্ধকারে শহরের এ প্রান্ত থেকে সে প্রান্তে খাবারের সন্ধানে ঘুরে বেড়ান অনেকেই ৷ তাদের মুখে খাবার তুলে দেওয়ায় উদ্দেশ্য পূর্বী, বৈষ্ণবী এবং চন্দনার ৷
মূলত, যারা রাতের শিফটে কাজ করেন, মাঝরাতে যাদের কর্মস্থল থেকে বেরোতে হয়; তারা এই ক্যান্টিনে এসে স্ন্যাকস খান এবং চা পান করেন । শহরের বেশিরভাগ হোটেল রাতের বেলা বন্ধ থাকায় সাধারণ মানুষের কাছে এখন রূপান্তরকামীদের দ্বারা পরিচালিত এই ক্যান্টিনই একমাত্র ভরসাস্থল ৷ (Transgenders start new life to open canteen) ।