পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Transformers Theft in Bihar: চুরি গেল ট্রান্সফর্মার, অন্ধকারে দিন কাটাচ্ছেন 5টি গ্রামের বাসিন্দারা - বিহারের 5টি গ্রাম থেকে ট্রান্সফর্মার চুরি

বিহারের পাঁচটি গ্রাম থেকে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির ঘটনায় চাঞ্চল্য (Transformers Theft from 5 Villages in Bihar) ৷ রবিবার রাতে ঘটনাটি ঘটেছে বিহাররে সিওয়ান জেলার রঘুনাথপুর ব্লকে ৷

Transformers Theft from 5 Villages in Bihar
Transformers Theft from 5 Villages in Bihar

By

Published : Dec 13, 2022, 1:53 PM IST

সিওয়ান (বিহার), 13 ডিসেম্বর: বিহারের সিওয়ান জেলার 5টি গ্রাম থেকে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির ঘটনায় চাঞ্চল্য (Transformers Theft from 5 Villages in Bihar) ৷ সোমবার সকালে বিষয়টি ওই গ্রামগুলির বাসিন্দাদের নজরে আসে ৷ যার জেরে সিওয়ান জেলার রঘুনাথপুর ব্লকের ওই পাঁচটি গ্রামের বিদ্যুৎ পরিষেবা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে ৷ মূলত রঘুনাথপুরের 12 ও 14 নং ওয়ার্ডের মধ্যে পরে এই গ্রামগুলি ৷

এই ঘটনার পর গ্রামবাসীরা আশঙ্কা করছে, আগামী দিনে বড় কোনও চুরির ঘটনা ঘটতে চলেছে ওই এলাকায় ৷ সেই কারণেই একসঙ্গে আশেপাশের সব গ্রামের ট্রান্সফর্মার চুরি করা হয়েছে ৷ এই বিদ্যুতের ট্রান্সফর্মারগুলি চুরি হয়েছে, রঘুনাথপুর বাজা, পঞ্জওয়ার, কৃষি ফার্ম, আমাভারি, মুরারিপট্টি গ্রাম থেকে ৷ পুরো বিষয়টি ইতিমধ্যে বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাকে জানানো হয়েছে ৷ পুলিশেও একটি অভিযোগ দায়ের করা হয়েছে স্থানীয় প্রশাসনের তরফে ৷

আরও পড়ুন:খোদ বিহার পুলিশের আইজি'র বন্দুক খোয়া গেল বাড়ি থেকে

ট্রান্সফর্মার চুরির ঘটনায় বিদ্যুৎ সংস্থার জুনিয়র ইঞ্জিনিয়ার অমিত মৌর্য জানিয়েছেন, বিষয়টি নিয়ে তারা স্থানীয় পুলিশ স্টেশনে একটি অভিযোগ জানিয়েছেন ৷ অভিযোগের বিষয়টি নিয়ে স্থানীয় পুলিশ স্টেশনের এসএইচও তনবীর আলম বলেন, ‘‘আমার কাছে চুরির ঘটনার বিষয়টি মৌখিকভাবে জানানো হয়েছে ৷ লিখিত অভিযোগ দায়ের করা হলে, আমরা পদক্ষেপ নেব ৷’’

ABOUT THE AUTHOR

...view details