পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

পাকিস্তানে দুটি এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ , নিহত কমপক্ষে 30 - মিল্লাত এক্সপ্রেস

পাকিস্তানের দারকি শহরের কাছে দুটি এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষের জেরে এখনও পর্যন্ত নিহত 30 ৷ আহত কমপক্ষে 50 জন ৷ রাইতি রেলওয়ে স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটে ৷ আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷

পাকিস্তানে দুটি এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ
পাকিস্তানে দুটি এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ

By

Published : Jun 7, 2021, 11:13 AM IST

ইসলামাবাদ , 7 জুন : পাকিস্তানে দুটি যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন কমপক্ষে 30 জন ৷ আহত হয়েছেন অন্তত 50 জন ৷ সোমবার সকালে সিন্ধুর ঘোটকি জেলার দারকি শহরের কাছে এই দুর্ঘটনা ঘটে ৷

রেল সূত্রে খবর , লাহোর থেকে করাচি ফিরছিল স্যার সৈয়দ এক্সপ্রেসটি ৷ অন্যদিকে মিল্লাত এক্সপ্রেসটি করাচি থেকে সারগোদা যাচ্ছিল ৷ সেইসময় মিল্লাত এক্সপ্রেসটি রাইতি রেলওয়ে স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে যায় ৷ এরফলেই মুখোমুখি সংঘর্ষ হয় দুটি ট্রেনের মধ্যে ৷

ঘোটকির ডেপুটি কমিশনার জানিয়েছেন , ঘটনার জেরে কমপক্ষে 13-14 টি কামরা লাইনচ্যুত হয়েছে ৷ তার মধ্যে ছয়টি থেকে আটটি কামরা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ৷ পাশপাশি তিনি জানিয়েছেন , নিকটবর্তী সমস্ত হাসপাতালগুলিতে জরুরি সতর্কতা জারি করা হয়েছে ৷

আরও পড়ুন :অ্যান্টিগার পুলিশের কাছে অপহরণকারীদের নাম বললেন চোক্সি

এখনও ধ্বংসস্তূপের মধ্যে আটকে আছেন বহু যাত্রী ৷ আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details