ইসলামাবাদ , 7 জুন : পাকিস্তানে দুটি যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন কমপক্ষে 30 জন ৷ আহত হয়েছেন অন্তত 50 জন ৷ সোমবার সকালে সিন্ধুর ঘোটকি জেলার দারকি শহরের কাছে এই দুর্ঘটনা ঘটে ৷
রেল সূত্রে খবর , লাহোর থেকে করাচি ফিরছিল স্যার সৈয়দ এক্সপ্রেসটি ৷ অন্যদিকে মিল্লাত এক্সপ্রেসটি করাচি থেকে সারগোদা যাচ্ছিল ৷ সেইসময় মিল্লাত এক্সপ্রেসটি রাইতি রেলওয়ে স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে যায় ৷ এরফলেই মুখোমুখি সংঘর্ষ হয় দুটি ট্রেনের মধ্যে ৷