চণ্ডীগড়, 18 জুলাই:নেশাগ্রস্ত অবস্থায় ট্রাফিক আইন ভাঙলে এবার থেকে রক্ত দিতে হবে ৷ এমনই অভিনব শাস্তির ব্যবস্থা হল পঞ্জাবে ৷ কেউ রক্ত দিতে না চাইলে তাঁকে হাসপাতালে গিয়ে পরিষেবা দিতেই হবে (Traffic violators will have to give Community Service) ৷ তাছাড়া বাড়ির কাছের স্কুলে গিয়ে পড়ুয়াদের ক্লাসও নিতে হবে ৷
এসবের পাশাপাশি দিতে হবে নিয়মমাফিক জরিমানাও ৷ লাইসেন্সও সাময়িক সময়ের জন্য বাজেয়াপ্ত করবে সংশ্লিষ্ট দফতর ৷ জরিমানা-সহ বাকি নিয়মে কোনও পরিবর্তন করা হচ্ছে না ৷ কেউ যদি একাধিকবার আইন ভাঙে তবে জরিমানার পরিমাণ বাড়বে ৷ তার সঙ্গে প্রতিবারই স্থানীয় হাসপাতালে গিয়ে পরিষেবা দিতে হবে ৷
আরও পড়ুন: লড়াইয়ে 'বিজেপি' বনাম 'প্রাক্তন বিজেপি'! রাইসিনা হিলসের কুর্সি কার ?
প্রথমবার নির্ধারিত মাত্রার চেয়ে বেশি গতিতে গাড়ি চালিয়ে আইন ভাঙলে 1 হাজার টাকা জরিমানা দিতে হবে ৷ তার সঙ্গে তিন মাসের জন্য লাইসেন্স বাজেয়াপ্ত হবে ৷ মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ধরা পড়লে প্রথমবারে দিতে হবে 5 হাজার টাকা ৷ এরপরও একই অপরাধ করলে জরিমানা বাবদ দিতে হবে 10 হাজার টাকা ৷
শাস্তি যে এটুকুতেই মিটে যাবে তা মোটেই নয় ৷ যারা আইন ভাঙছে তাদের ট্রাফিক সংক্রান্ত নিয়ম বোঝাতে বিশেষ কোর্সেরও আয়োজন করা হচ্ছে ৷ পাশাপাশি প্রতিবার আইন ভাঙার পর কম করে 2 ঘণ্টার জন্য বাড়ির কাছের স্কুলে গিয়ে নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের পড়াতেও হবে ৷ ছাত্র সংখ্যাও কম করে 20 হতেই হবে ৷ এই ক্লাস নেওয়ার পর প্রত্যেককে শংসাপত্র দেবে প্রশাসন ৷ ট্রাফিকের জরিমানা দেওয়ার সময় সেই শংসাপত্র দেখাতে হবে বলে জানা গিয়েছে ৷