আগরতলা, 22 অগস্ট : কংগ্রেসের সঙ্গ ত্যাগ, একেবারে রাজনীতি থেকে অবসর গ্রহণের কথা ঘোষণা করেছিলেন পীযূষ কান্তি বিশ্বাস (Pijush Kanti Biswas) ৷ কিন্তু গতকালের সেই সিদ্ধান্তের পরও ত্রিপুরার কংগ্রেস সভাপতি (Tripura unit acting president) পীযূষকান্তি তাঁর ইস্তফাপত্র ফিরিয়ে নিলেন ৷ তাঁর ক্ষোভের কারণগুলি খতিয়ে দেখার নাকি আশ্বাস মিলেছে দলের তরফে ৷ তাই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন কংগ্রেস নেতা ৷ ত্রিপুরা কংগ্রেসের কর্মকর্তা অজয় কুমারও তাঁর দলে ফেরার কথা জানিয়ে টুইট করেছেন ৷
প্রাথমিকভাবে তিনি ব্যক্তিগত কারণে পদত্যাগ করছেন বলে জানিয়েছিলেন ৷ কিন্তু দিনের শেষে পুরোপুরি উল্টো সুরে বললেন, "ত্রিপুরা কংগ্রেসের কর্মকর্তা (Tripura in-charge of the Congress) অজয় কুমার (Ajoy Kumar) আমার সঙ্গে কথা বলেছেন ৷ আমি এখানে যে সমস্যাগুলির সম্মুখীন হচ্ছি, আমার সঙ্গে দেখা করে তা সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি ৷ যদি তিনি সেগুলো মিটিয়ে দিতে পারেন, তাহলে আমার আর টিপিসিসি প্রধান হিসেবে কাজ করতে কোনও অসুবিধে থাকবে না ৷"