পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Pijush Kanti Withdrawal : দলের তরফে আশ্বাস, ইস্তফা প্রত্যাহার পীযূষ কান্তির

গতকাল টুইটারে কংগ্রেস তো বটেই এমনকি রাজনীতিকে বিদায় জানানোর কথা জানিয়েছিলেন ত্রিপুরা কংগ্রেসের সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস ৷

ইস্তফা প্রত্যাহার পীযূষকান্তির
ইস্তফা প্রত্যাহার পীযূষকান্তির

By

Published : Aug 22, 2021, 9:43 AM IST

Updated : Aug 22, 2021, 10:10 AM IST

আগরতলা, 22 অগস্ট : কংগ্রেসের সঙ্গ ত্যাগ, একেবারে রাজনীতি থেকে অবসর গ্রহণের কথা ঘোষণা করেছিলেন পীযূষ কান্তি বিশ্বাস (Pijush Kanti Biswas) ৷ কিন্তু গতকালের সেই সিদ্ধান্তের পরও ত্রিপুরার কংগ্রেস সভাপতি (Tripura unit acting president) পীযূষকান্তি তাঁর ইস্তফাপত্র ফিরিয়ে নিলেন ৷ তাঁর ক্ষোভের কারণগুলি খতিয়ে দেখার নাকি আশ্বাস মিলেছে দলের তরফে ৷ তাই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন কংগ্রেস নেতা ৷ ত্রিপুরা কংগ্রেসের কর্মকর্তা অজয় কুমারও তাঁর দলে ফেরার কথা জানিয়ে টুইট করেছেন ৷

প্রাথমিকভাবে তিনি ব্যক্তিগত কারণে পদত্যাগ করছেন বলে জানিয়েছিলেন ৷ কিন্তু দিনের শেষে পুরোপুরি উল্টো সুরে বললেন, "ত্রিপুরা কংগ্রেসের কর্মকর্তা (Tripura in-charge of the Congress) অজয় কুমার (Ajoy Kumar) আমার সঙ্গে কথা বলেছেন ৷ আমি এখানে যে সমস্যাগুলির সম্মুখীন হচ্ছি, আমার সঙ্গে দেখা করে তা সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি ৷ যদি তিনি সেগুলো মিটিয়ে দিতে পারেন, তাহলে আমার আর টিপিসিসি প্রধান হিসেবে কাজ করতে কোনও অসুবিধে থাকবে না ৷"

আরও পড়ুন : Pijush Kanti Biswas : দল ছাড়লেন ত্রিপুরার কংগ্রেসের কার্যনির্বাহী সভাপতি, তৃণমূলে যোগের জল্পনা

কংগ্রেসের কর্মকর্তা অজয় কুমার জানিয়েছেন, বর্ষীয়ান নেতা পীযূষ কান্তি যে বিষয়গুলির কথা তুলেছেন, সেগুলো মিটমাট করে নেওয়া হবে ৷ 29 অগস্ট সত্তরোর্ধ্ব এই নেতার সঙ্গে দেখা করার কথা জানিয়েছেন তিনি ৷

গতকাল টুইটারে পীযূষ কান্তি বিশ্বাস লেখেন, "আজ আমি সভাপতির পদ থেকে ইস্তফা দিলাম আর একই সঙ্গে রাজনীতি থেকে অবসর গ্রহণ করলাম ৷ কংগ্রেস নেত্রী শ্রীমতি সোনিয়া গান্ধিকে আমার শ্রদ্ধা জানাই ৷" এরপর তিনি সাংবাদিকদের বলেন, "কেন এই সিদ্ধান্ত নিলাম, তা বলা যাবে না ৷ শুধু এটুকু বলতে পারি যে আমি ব্যক্তিগত কারণে পদত্যাগ করছি ৷ অন্য কোনও দলে যোগ দেওয়ার কোনও পরিকল্পনা নেই ৷"

Last Updated : Aug 22, 2021, 10:10 AM IST

ABOUT THE AUTHOR

...view details