পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কাশীর রমাপতি মন্দির থেকে খেলনা অর্পণ করা হবে অযোধ্যার রামলালাকে - খেলনা

Ayodhya Ram Mandir: বেনারসে শিশু রূপ প্রতিষ্ঠিত হচ্ছে রামলালার মূর্তি । এখানে কাশীর রাম রমাপতি ব্যাঙ্ক মন্দির থেকে খেলানা দেওয়া হচ্ছে শিশুরামকে ৷ খেলনা তৈরির প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Jan 1, 2024, 10:56 PM IST

বারাণসী, 1 জানুয়ারি:কাশী থেকে খেলনা পাঠানোর প্রস্তুতি চলছে অযোধ্যার নবনির্মিত রামমন্দিরে ৷ শিশু রামলালার কাছে দেওয়া হবে এই খেলনা ৷ খেলনাটি কাশীর রমাপতি ব্যাঙ্ক মন্দিরের পক্ষ থেকে অর্পণ করা হবে রামলালাকে। যার মধ্যে তীর-ধনুক থেকে শুরু করে খেলনা হাতি, কাঠের ঘোড়া রয়েছে ৷ রাম ভক্ত হুমমানও আছে শিশু রামের খেলনার তালিকায় ৷ ইতিমধ্যেই কাশীর রমাপতি ব্যাঙ্ক মন্দিরে কারিগররা খেলনা তৈরির প্রক্রিয়া শুরু করে দিয়েছন । কিছু খেলনা রমাপতি ব্যাঙ্ক মন্দিরের ভক্তরা দান করেছেন ।

22 জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরে গর্ভগৃহে বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা হবে । যা নিয়ে বেশ উৎসাহী দেশবাসী ৷ অযোধ্যার রাম মন্দিরের এই অনুষ্ঠান চাক্ষুষ করতে দেশ-বিদেশ থেকে প্রচুর মানুষ উপস্থিত হচ্ছেন ৷ বারাণসীর কাশীতে অবস্থিত রমাপতি ব্যাঙ্ক মন্দিরে রামলালার (শিশুরাম) মূর্তি পূজিত হয় ৷ কাশীর এই রমাপতি ব্যাঙ্ক মন্দিরে ভগবান রাম শিশু রূপে পূজিত হন শিশু রাম ৷ তাই এই মন্দিরে ভগবান রামকে দেওয়া হয় বিভিন্ন ধরনের খেলনা ।

বেনারসে রামের শিশুরূপ পূজিত হয়:এই প্রসঙ্গেইরমাপতি ব্যাঙ্ক মন্দিরের এক সদস্য সুনীল বলেন, " অযোধ্যায় রামলালার একটি বিশাল মন্দির তৈরি হতে চলেছে । তা সমগ্র দেশের কাছে গৌরব ৷ সমগ্র বিশ্ব এই মন্দির নিয়ে উৎসাহী ৷ তা ভাষায় প্রকাশ করা যায় না। প্রতিটি দেশবাসী এবার অযোধ্যার মন্দিরে গিয়ে শিশু রামলালাকে দেখতে পাবেন।" তিনি আর উল্লেখ করেন রামলালা একটি শিশু ৷ মনুষ্য শিশুর মতো রামলালও খেলতে চায় ৷ তাই এই খেলনা পাঠানোর উদ্য়োগ ৷ এই মন্দিরে যেহেতু শিশু রামের মূর্তি পূজিত হয়, তাই মন্দিরের ভক্তরাও খেলনা দেন রামলালাকে ৷ সেই সমস্ত খেলনাও অযোধ্যার রামলালার মন্দিরে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন রমাপতি ব্যাঙ্ক মন্দিরের সদস্য সুনীল ৷ রামলালার জন্য কাঠ, প্লাস্টিক, রাবার এবং অন্যান্য ধাতব বস্তু দিয়ে খেলনা বানানো হচ্ছে ৷

19 বিলিয়নেরও বেশি রাম নাম সংগ্রহ:রমাপতি ব্যাঙ্ক মন্দিরের ওই সদস্য আরও জানান, যে রকম খেলনা দিয়ে শিশুরা বেশি খেলতে পছন্দ করে সেই ধরনের খেলনা দেওয়া হবে অযোধ্যার রামলালাকে ৷ রাম রমাপতি ব্যাঙ্ক গত 96 বছর ধরে কাশীতে অবস্থিত। এই রমাপতি ব্যাঙ্ক মন্দিরটি মন্দিরের সদস্য সুনীলের দাদার দাদা ছান্নুলাল জি প্রতিষ্ঠা করেছিলেন ৷ তাঁরা পঞ্চম প্রজন্ম। গত 96 বছর ধরে এই মন্দিরে রাম নামের সংগ্রহ এখানে যা হাতে লেখা আছে । কথিত আছে, ইচ্ছা পূরণের জন্য ভক্তরা রামের নাম লিখে যান । তাদের সেই ইচ্ছাপূরণ হয় ৷ এই রকম নামের সংখ্যা 19 বিলিয়ন অতিক্রম করেছে ইতিমধ্যেই । রামের নামের এত বড় সংগ্রহ আর কোথাও নেই তিনি উল্লেখ করেন ৷ এখানকার কারিগররা প্রভু রামের দরবার ও রাম মন্দিরের মডেল তৈরির নির্দেশ পেয়েছেন। এর পাশাপাশি, এখানকার কারিগররাও অযোধ্যায় ভগবান রামের জন্য কিছু না কিছু প্রস্তুত করতে ব্যস্ত। খেলনাগুলি রাম রামপতি ব্যাঙ্কের মাধ্যমে শ্রী রাম মন্দির ট্রাস্টকে দান করা হবে, যা ভগবান শ্রী রামের দরবারে সজ্জিত হবে।

আরও পড়ুন:

  1. অযোধ্যা সফরের মাঝেই হঠাৎ বস্তিতে প্রধানমন্ত্রীর কনভয়, চা চাইলেন মোদি !
  2. অযোধ্যার দীপ উৎসবকে 'অদ্ভূত, অলৌকিক ও অবিস্মরণীয়' বলে ব্যাখ্যা প্রধানমন্ত্রীর
  3. রামমন্দিরের উদ্বোধনে পাকিস্তানের হিন্দুদেরও আমন্ত্রণ জানানো হবে, জানালেন চম্পত রাই

ABOUT THE AUTHOR

...view details