পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

পর্যটকদের বাস উলটে বিশাখাপত্তনমে মৃত অন্তত 8 - অন্তত 8 জনের মৃত্যু

ভয়ঙ্কর বাস দুর্ঘটনা ঘটল অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম জেলায়৷ শুক্রবার সন্ধ্যায় ওই দুর্ঘটনাটি ঘটে৷ পর্যটকদের একটি বাস উল্টে যায়৷ আর পড়ে যায় একটি খালে৷ এর ফলে অন্তত 8 জন পর্যটক মারা যান৷

পর্যটকদের বাস উল্টে বিশাখাপত্তনমে অন্তত 8 জনের মৃত্যু
পর্যটকদের বাস উল্টে বিশাখাপত্তনমে অন্তত 8 জনের মৃত্যু

By

Published : Feb 12, 2021, 10:01 PM IST

Updated : Feb 12, 2021, 10:11 PM IST

হায়দরাবাদ, 12 ফেব্রুয়ারি : ভয়ঙ্কর বাস দুর্ঘটনা ঘটল অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম জেলায়৷ শুক্রবার সন্ধ্যায় ওই দুর্ঘটনাটি ঘটে৷ পর্যটকদের একটি বাস উলটে যায়৷ আর পড়ে যায় একটি খালে৷ এর ফলে অন্তত 8 জন পর্যটক মারা যান৷

ঘটনাটি এদিন সন্ধ্যায় বিশাখাপত্তনম জেলার ঘাট রোডে দুর্ঘটনাটি ঘটে৷ ওই বাসে 24 জন পর্যটক ছিল৷ তাঁদের অধিকাংশই তেলেঙ্গানার হায়দরাবাদ থেকে গিয়েছিলেন বলে জানা গিয়েছে৷

আরও পড়ুন :তামিলনাড়ুতে বাজি কারখানায় ভয়ংকর বিস্ফোরণ, মৃত 15

দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সেখানে পুলিশ পৌঁছায়৷ বাসটিকে উদ্ধারের কাজ শুরু হয়৷ যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়৷ কীভাবে দুর্ঘটনা ঘটল, তা বিস্তারিত ভাবে খতিয়ে দেখছে পুলিশ৷ তবে প্রাথমিক ভাবে জানা গিয়েছে যে ব্রেকফেল হওয়ার জন্য এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে৷

Last Updated : Feb 12, 2021, 10:11 PM IST

ABOUT THE AUTHOR

...view details