দিল্লি, 30 ডিসেম্বর : ব্রিটেন ফেরত 20 জনের শরীরে কোরোনার নতুন স্ট্রেন । তার মধ্যে গত 24 ঘণ্টায় 14 জনের শরীরে নতুন স্ট্রেনের হদিস মেলে । আক্রান্তদের মধ্যে পশ্চিমবঙ্গের কল্যাণীর একজন রয়েছেন । বাকি আক্রান্তদের মধ্যে 9 জন দিল্লির, পুনের 1 জন, বেঙ্গালুরুতে 7 জন, হায়দরাবাদের 2 জন । আজ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক একথা জানিয়েছে ।
নতুন স্ট্রেনের হদিস মিলেছে উত্তরপ্রদেশের 2 বছরের এক শিশুর শরীরেও । ওই শিশুর বাবা-মাও কোরোনায় আক্রান্ত । কিন্তু তারা নতুন স্ট্রেনে আক্রান্ত কি না তার রিপোর্ট এখনও আসেনি । সম্প্রতি ওই পরিবার ব্রিটেন থেকে উত্তরপ্রদেশের মেরঠে আসে । স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, ওই শিশুর পরিবারের 4 জনের কোরোনা পরীক্ষা করা হয় । তাঁদের প্রত্যেকের শরীরেই ভাইরাসের হদিস মিলেছে । তবে তা নতুন স্ট্রেন কি না তার পরীক্ষার জন্য নমুনা দিল্লিতে পাঠানো হয়েছে ।
আরও পড়ুন : ব্রিটেন ফেরত 6 জনের শরীরে মিলল কোরোনার নতুন স্ট্রেন