গুয়াহাটি, 14 সেপ্টেম্বর : গ্রেফতার হলেন নৌকার মালিক ৷ অসমের জোড়হাটে (Jorhat district) ব্রহ্মপুত্র (Brahmaputra) নদের নিমাটি ঘাটের (Nimati Ghat) কাছে দু'টি নৌকার মুখোমুখি সংঘর্ষে 2 জন মারা যান এবং এখনও নিখোঁজ একজন ৷ 8 সেপ্টেম্বরের মর্মান্তিক এই দুর্ঘটনায় একটি নৌকা ডুবে যায় ৷ পুলিশের এক উচ্চ আধিকারিক জানিয়েছেন, সোমবার সেই ডুবে যাওয়া নৌকার মালিককে ডিব্রুগড় (Dibrugarh) থেকে গ্রেফতার করা হয়েছে ৷
এ নিয়ে এই দুর্ঘটনায় জড়িত 12 জনকে গ্রেফতার করা হল ৷ এর মধ্যে ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট দফতরের (Inland Water Transport (IWT) Department) 6 জন কর্মী রয়েছেন ৷ কর্তব্যে গাফিলতির অভিযোগে রবিবার তাদের গ্রেফতার করা হয় ৷
স্পেশ্যাল ডিরেক্টর জেনারেল (Special Director General of Police) জি পি সিং (GP Singh) নৌকা মালিকের গ্রেফতারের ঘটনাটি টুইট করেন ৷ তিনি জানান যে, "মা কমলা" (Maa Kamala) নামের নৌকার মালিক পানি রাম কালিতা (Pani Ram Kalita) ডিব্রুগড়ের একটি হাসপাতালে ভর্তি হওয়ার চেষ্টা করছিলেন ৷ সেই সময় তাঁকে গ্রেফতার করা হয়েছে ৷ জোড়হাট পুলিশ এর তদন্ত চালাচ্ছে ৷ রবিবার জোড়হাট পুলিশ আরও অনেকের বক্তব্য রেকর্ডের জন্য তাদের ডেকে পাঠায় ৷