1. Tokyo Olympics 2020 : সোনা নিশ্চিত না হওয়া পর্যন্ত নিশ্চিন্ত ছিলেন না নীরজ
অলিম্পিকসে সবসময় নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন তিনি ৷ জ্যাভলিনে সোনা জেতার পর সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া ভার্চুয়াল সাক্ষাৎকারে এমনই জানালেন নীরজ চোপড়া ৷
2. Al Qaeda threat : আল কায়দার নামে হুমকি মেল, দিল্লি বিমানবন্দরে কড়া নিরাপত্তা
বার বার একই নাম থেকে হুমকির মেল আসছে ৷ মেলে জানানো হয়েছে, জঙ্গি সংগঠন আল কায়দা উড়িয়ে দিতে পারে দিল্লির আইজিআই (Indira Gandhi International Airport) বিমানবন্দর ৷ তার পরে নিরাপত্তা বাড়ানো হয়েছে বিমানবন্দরে ৷
3. Abhishek Banerjee : ত্রিপুরায় অভিষেক, শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়ার ডাক
দেবাংশু, জয়াদের উপর যে হামলা হয়েছে, তার প্রতিবাদে আজ ত্রিপুরা পৌঁছালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ বেলা 11 টা নাগাদ আগরতলা বিমানবন্দরে পৌঁছান অভিষেক ৷
4. Rahul's Twitter account : বাতিল নাকি লকড ? রাহুলের টুইটার অ্যাকাউন্ট ঘিরে ধোঁয়াশা
রাহুল গান্ধির একটি টুইট ঘিরে বিতর্ক তৈরি হওয়ায় টুইটার কর্তৃপক্ষ তা সরিয়ে দেয় ৷ এর পর থেকে কিছু সময়ের জন্য তাঁর অ্যাকাউন্টটি ঠিকঠাক ব্যবহার করতে পারছিলেন না কংগ্রেস এই নেতা ৷ তাতে টুইটারের বিরুদ্ধে সরব হয় কংগ্রেস ৷
5. Corona in India : ফের বাড়ল দৈনিক সংক্রমণ, কিছুটা কমল মৃত্যু
দেশে কিছুটা বাড়ল দৈনিক সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 39 হাজার 70 জন ৷ গতকাল সংখ্যাটা ছিল 38 হাজার 628 ৷ সংক্রমণ বাড়লেও মৃত্যুর কমেছে ৷ গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 491 জনের ৷ গতকাল মৃত্যুর সংখ্যা ছিল 617 ৷