পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

টপ নিউজ় @ দুপুর 1 টা - দিনের বাছাই করা খবর

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধূলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

দিনের সেরা খবর
দিনের সেরা খবর

By

Published : Aug 7, 2021, 1:05 PM IST

1. Tokyo Olympics : একটুর জন্য পদক হাতছাড়া, চার নম্বরে শেষ করা অদিতিকে কুর্নিশ নেটিজেনদের

মেয়েদের গল্ফ স্ট্রোক প্লে-র ফাইনালে চতুর্থ স্থানে শেষ করলেন দেশের গল্ফার অদিতি অশোক ৷

2. Covid Update in India : একদিনে 6 হাজার কমল দৈনিক সংক্রমণ

দেশে বেশ কিছুটা কমল দৈনিক সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 38 হাজার 628 জন ৷ গতকাল সংখ্যাটা ছিল 44 হাজার 643 জন ৷ সংক্রমণ কমলেও মৃত্যুর সংখ্যা 600 ছাড়িয়েছে ৷ গতকাল মৃত্যু হয়েছিল 464 জনের ৷

3. Tokyo Olympics : অলিম্পিকসেও ভারত বনাম পাকিস্তান, নীরজকে চ্যালেঞ্জ জানাচ্ছেন নাদিম

খেলার মাঠে প্রতিদ্বন্দ্বী হলেও নীরজকে আদর্শ মনে করেন আরশাদ নাদিম ৷ 2018 সালের জাকার্তা এশিয়ান গেমসে সোনা জিতেছিলেন ভারতের নীরজ চোপড়া ৷ পোডিয়াম ফিনিশ করেছিলেন নাদিমও ৷

4. 17 হাজার আবেদন, ভোট পরবর্তী হিংসার ক্ষতিপূরণ দিতে নাজেহাল বঙ্গ বিজেপি

দলীয় সূত্রে খবর, যে সমস্ত অভিযোগ জমা পড়েছে, প্রত্যেককে আর্থিক সাহায্য করতে দলের 3-5 কোটি টাকার প্রয়োজন । সেই টাকার জন্য দিল্লির কাছে ইতিমধ্যেই আবেদন জানিয়েছে বঙ্গ বিজেপি । তবে, দিল্লি থেকে এখনও সবুজ সংকেত আসেনি ।

5. Twitter on Rahul Gandhi : রাহুলের টুইটে বিতর্ক, পোস্ট সরাল টুইটার

দিল্লিতে মৃত 9 বছরের মেয়েটির পরিবারের সঙ্গে দেখা করেছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ তার পর পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর তোলা ছবি শেয়ার করেছিলেন টুইটারে ৷ বিতর্ক তৈরি হয় সেই পোস্ট ঘিরে ৷

6. Weather Update : সকাল থেকে মুখ ভার আকাশের, কমবে বৃষ্টির দাপট

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী দুদিন দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে। কোথাও কোথাও বজ্র বিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের আগামী 48 ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে ।

7. Khel Ratna Rename : মোদি ও জেটলি স্টেডিয়ামের নামও পরিবর্তন করা হোক, টুইটারে উঠল দাবি

2020 সালের ফেব্রুয়ারি মাসে আমেদাবাদের সর্দার প্যাটেল স্টেডিয়াম, যা পৃথিবীর বৃহত্তম, তার নাম পরিবর্তন করে নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়াম করা হয় ৷ কারণ এক সময় গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন তিনি ৷ 2019 সালের সেপ্টেম্বরে দিল্লি ও জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশন ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামের নাম পরিবর্তন করে দেশের প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলির নামানুসারে করা হয় অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়াম ৷

8. মুখ ফসকালেন মুকুল, তরজা জারি ঘাস-পদ্মে

এ-হেন ভুল কি কোনও রাজনৈতিক কৌশল ? নাকি নিছক ভুল করে এমন বলেছেন মুকুল ? তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা । রাজনীতিতে চাণক্য বলে খ্যাত মুকুল রায়ের কাছে এমন ভুল অপ্রত্যাশিত । আর তাই প্রশ্ন উঠছে, এ কি জেনে শুনে ভুল !

9. Banshihari Fire : শর্ট সার্কিটের জেরে আগুন, পুড়ে ছাই 6 টি দোকান

রাত প্রায় বারোটা ৷ একটি দোকানে আগুনের ফুলকি মুহূর্তে ছড়িয়ে পড়ে পাশের দোকানগুলিতে ৷ স্থানীয় দমকলে খবর দেওয়া হলেও আসতে দেরি হওয়ায় 1টি থেকে 6টি দোকান জ্বলছে দাউ দাউ করে ৷ অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছিল ৷


10. Mukul Roy : কৃষ্ণনগরে বেফাঁস মুকুল, উপনির্বাচনে পর্যুদস্ত হবে তৃণমূল !

কৃষ্ণনগরে এসে বেফাঁস মন্তব্য মুকুল রায়ের ৷ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বললেন, উপনির্বাচনে পর্যুদস্ত হবে তৃণমূল, জিতবে বিজেপি ! এর একটু পরেই অবশ্য নিজেকে সংশোধন করে নেন তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details