1. জম্মু ও কাশ্মীরকে ফের ভারতের মানচিত্রের বাইরে দেখাল টুইটার
ফের ভারতের মানচিত্র বিকৃতির অভিযোগ টুইটারের বিরুদ্ধে ৷ টুইটারের কেরিয়ার সেকশন ‘টুইপ লাইফ’এ প্রকাশিত মানচিত্রে জম্মু ও কাশ্মীর এবং লাদাখকে ভারতের বাইরে দেখানো হয়েছে বলে অভিযোগ উঠেছে ৷
2. ফিলিপিন্সে 85 সেনাকর্মী নিয়ে ভেঙে পড়ল সেনাবিমান, মৃত কমপক্ষে 17
আজ সকালে দক্ষিণ ফিলিপিন্সে ভেঙে পড়ে বিমানটি ৷ ধ্বংসাবশেষ থেকে এখনও পর্যন্ত 40 জনকে উদ্ধার করা হয়েছে ৷
3. কুয়োয় পড়লেন বৃদ্ধা, বাঁচাতে ঝাঁপ ব্যক্তির
প্রতিদিনের মতো বাড়ির মালিক নিমাই দাস কাজে বেরিয়েছেন ৷ স্ত্রী বাড়ির কাজ করছেন ৷ হঠাৎ একটা শব্দ ৷ জলে কেউ পড়ে গেলে যেমন শব্দ হয় ৷ সেরকম শব্দ ৷ সেইসঙ্গে গোঙানির আওয়াজ ৷ ইঁদারার মধ্যে পড়ে রয়েছেন বৃদ্ধা শাশুড়ি ৷ চিৎকার করে পাড়া-প্রতিবেশীদের ডাকেন নিমাইবাবুর স্ত্রী ৷ এরই মধ্যে নিমাই দাসের বন্ধুও ইঁদারাতে ঝাঁপ দেন ৷
4. বেলঘরিয়ায় তৃণমূলের পার্টি অফিসে চলল গুলি, জখম দুই কর্মী
গুলি চালনা এবং বোমবাজির জেরে উত্তপ্ত হল বেলঘরিয়া ৷ শনিবার রাতে 22 নম্বর ওয়ার্ড তৃণমূলের কার্যালয়ে দুষ্কৃতী হামলার অভিযোগ তুললেন মদন মিত্র ৷ তাঁর অভিযোগ, ঘটনায় তাঁদের দু'জন কর্মী গুরুতর জখম হয়েছেন ৷ এলাকা সূত্রে অবশ্য খবর, প্রোমোটারি রাজের জেরেই এই অশান্তি ৷ এখনও পর্যন্ত পুলিশ 6 জনকে গ্রেফতার করেছে ৷
5. Saina on UP Polls : জেলা পঞ্চায়েত নির্বাচনে বিজেপি ঝড়, যোগীকে অভিনন্দন জানিয়ে তোপের মুখে সাইনা
উত্তরপ্রদেশে জেলা পঞ্চায়েত চেয়ারপার্সন নির্বাচনে (UP Zila Panchayat Chairperson Election) বিজেপি ঝড় ৷ 75টির মধ্যে 67টিতেই জয়ী গেরুয়া শিবির ৷ এই জয়ের পর যোগী আদিত্যনাথকে (Yogi Adityanath) অভিনন্দন জানিয়ে তোপের মুখে পড়লেন সাইনা নেহওয়াল (Saina Nehwal) ৷