1. রাজ্যপালের সঙ্গে দেবাঞ্জনের দেহরক্ষীর ছবি, সরব তৃণমূল
তৃণমূলের সঙ্গে রাজ্যপালের সংঘাত চড়ল সপ্তমে । এবার রাজ্যপালের সঙ্গে দেবাঞ্জন দেবের দেহরক্ষীর ছবি প্রকাশ করলেন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় । একই সঙ্গে জৈন-হাওয়ালা মামলার মূল অভিযুক্ত সুরেন্দ্র জৈনের মৃত্যু নিয়েও প্রশ্ন তোলেন তিনি ।
2. Post Poll Violence : রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি নিয়ে কেন্দ্রের মত জানতে চাইল সুপ্রিম কোর্ট
পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি নিয়ে কেন্দ্রের মত জানতে চাইল সুপ্রিম কোর্ট ৷ পাঠানো হল নোটিস ৷ একই ইস্যুতে নোটিস পাঠানো হয়েছে পশ্চিমবঙ্গ সরকার ও জাতীয় নির্বাচন কমিশনকে ৷ বৃহস্পতিবার এই সংক্রান্ত একটি জনস্বার্থ মামলার শুনানিতে সম্মতি দেয় শীর্ষ আদালত ৷ তার প্রেক্ষিতেই এই পদক্ষেপ সংশ্লিষ্ট ডিভিশন বেঞ্চের ৷
3. শীতলকুচি গুলিকাণ্ডে তৎকালীন পুলিশ সুপারের বয়ান ও ফরেন্সিক রিপোর্টে বিস্তর ফারাক
শীতলকুচি গুলিকাণ্ডে সিআইডি’র গোয়েন্দারা জিজ্ঞাসাবাদের জন্য একাধিকবার তলব করেছিলেন কোচবিহারের প্রাক্তন পুলিশ সুপার দেবাশিস ধরকে । তখন তিনি সিআইডি’কে যে বয়ান দিয়েছিলেন, তার সঙ্গে ফরেন্সিকের ব্যালেস্টিক রিপোর্টে যে তথ্য উঠে এসেছে তার কোনও মিল নেই বলে জানা যাচ্ছে ৷
4. ফের দেড় হাজারে দৈনিক সংক্রমণ, কমল মৃত্যু
স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, বর্তমানে রাজ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা 20 হাজার 170 জন ৷ মোট মৃত্যু হয়েছে 17 হাজার 735 জনের ৷
5. করোনার ঠেলা, হুগলির বেহালাবাদক শুরু করেছেন কলা বিক্রি !
করোনার ঠেলায় বেহালা বাজানো লাটে উঠেছে ৷ সংসার টানতে শুরু করতে হয়েছে কলা বিক্রি ৷ কোদালিয়ার কৃষ্ণপুরের বাসিন্দা বেহালাবাদক শ্যামল অধিকারী করোনা পরিস্থিতির আগে পর্যন্ত শুধু এ-রাজ্যেই মধ্যেই নয়, অসম-ত্রিপুরাতেও অনুষ্ঠানে ডাক পেয়েছেন ৷ তা থেকেই হত উপার্জন ৷ তবে লকডাউনের পর থেকেই ছবিটা বদলে গিয়েছে ৷ এখন সংসার টানতে শুরু করতে হয়েছে কলা বিক্রি ৷