পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

টপ নিউজ় @ রাত 9 টা

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

TOP NEWS
TOP NEWS

By

Published : Jul 1, 2021, 9:01 PM IST

1. রাজ্যপালের সঙ্গে দেবাঞ্জনের দেহরক্ষীর ছবি, সরব তৃণমূল

তৃণমূলের সঙ্গে রাজ্যপালের সংঘাত চড়ল সপ্তমে । এবার রাজ্যপালের সঙ্গে দেবাঞ্জন দেবের দেহরক্ষীর ছবি প্রকাশ করলেন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় । একই সঙ্গে জৈন-হাওয়ালা মামলার মূল অভিযুক্ত সুরেন্দ্র জৈনের মৃত্যু নিয়েও প্রশ্ন তোলেন তিনি ।

2. Post Poll Violence : রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি নিয়ে কেন্দ্রের মত জানতে চাইল সুপ্রিম কোর্ট

পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি নিয়ে কেন্দ্রের মত জানতে চাইল সুপ্রিম কোর্ট ৷ পাঠানো হল নোটিস ৷ একই ইস্যুতে নোটিস পাঠানো হয়েছে পশ্চিমবঙ্গ সরকার ও জাতীয় নির্বাচন কমিশনকে ৷ বৃহস্পতিবার এই সংক্রান্ত একটি জনস্বার্থ মামলার শুনানিতে সম্মতি দেয় শীর্ষ আদালত ৷ তার প্রেক্ষিতেই এই পদক্ষেপ সংশ্লিষ্ট ডিভিশন বেঞ্চের ৷

3. শীতলকুচি গুলিকাণ্ডে তৎকালীন পুলিশ সুপারের বয়ান ও ফরেন্সিক রিপোর্টে বিস্তর ফারাক

শীতলকুচি গুলিকাণ্ডে সিআইডি’র গোয়েন্দারা জিজ্ঞাসাবাদের জন্য একাধিকবার তলব করেছিলেন কোচবিহারের প্রাক্তন পুলিশ সুপার দেবাশিস ধরকে । তখন তিনি সিআইডি’কে যে বয়ান দিয়েছিলেন, তার সঙ্গে ফরেন্সিকের ব্যালেস্টিক রিপোর্টে যে তথ্য উঠে এসেছে তার কোনও মিল নেই বলে জানা যাচ্ছে ৷

4. ফের দেড় হাজারে দৈনিক সংক্রমণ, কমল মৃত্যু

স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, বর্তমানে রাজ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা 20 হাজার 170 জন ৷ মোট মৃত্যু হয়েছে 17 হাজার 735 জনের ৷

5. করোনার ঠেলা, হুগলির বেহালাবাদক শুরু করেছেন কলা বিক্রি !

করোনার ঠেলায় বেহালা বাজানো লাটে উঠেছে ৷ সংসার টানতে শুরু করতে হয়েছে কলা বিক্রি ৷ কোদালিয়ার কৃষ্ণপুরের বাসিন্দা বেহালাবাদক শ্যামল অধিকারী করোনা পরিস্থিতির আগে পর্যন্ত শুধু এ-রাজ্যেই মধ্যেই নয়, অসম-ত্রিপুরাতেও অনুষ্ঠানে ডাক পেয়েছেন ৷ তা থেকেই হত উপার্জন ৷ তবে লকডাউনের পর থেকেই ছবিটা বদলে গিয়েছে ৷ এখন সংসার টানতে শুরু করতে হয়েছে কলা বিক্রি ৷

6. তিনি ধন্বন্তরী, পশ্চিমবঙ্গের রূপকার; 'পথের পাঁচালী' তৈরির পিছনেও তিনি

1 জুলাই যে জাতীয় চিকিৎসক দিবস ৷ তা কিংবদন্তি চিকিৎসক ডাঃ বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুদিনকে স্মরণ করেই ৷ 1 জুলাই, 1882 সালে পাটনার বাঁকিপুরে জন্ম এই কৃতি বাঙালির ।1909 সালে ইংল্যান্ড গিয়ে লন্ডনের বার্থোলোমিউ হাসপাতালে উচ্চশিক্ষার আবেদন করেন । এশিয়া মহাদেশের ছাত্র বলে প্রথমে তাঁর আবেদন গ্রাহ্য হয়নি । জানা যায়, নাছোড়বান্দা বিধানচন্দ্র 30 বার আবেদন করে সাফল্য পান ।

7. অস্বস্তি বাড়াতে বিধানসভায় শুভেন্দুর পাশের সারিতেই কি মুকুল, তুঙ্গে জল্পনা

মুকুল রায় বিজেপির বিধায়ক ৷ অথচ তিনি এখন তৃণমূলে ৷ এই পরিস্থিতি বিধানসভায় তিনি কোথায় বসবেন, তাঁর কী ভূমিকা হবে, তা নিয়ে নানা জল্পনা চলছে ৷

8 . প্রত্যেক দেশকে সেপ্টেম্বরের ভিতরে জনসংখ্যার 10%-এর টিকাকরণ করতে বলল হু

সেপ্টেম্বর মাসের মধ্যে প্রত্যেক দেশকে তাদের জনসংখ্যার 10 শতাংশের টিকাকরণ (Covid Vaccine) করাতে বললেন হু-এর (WHO) প্রধান টেড্রস আধানম ঘেব্রেয়েসাস ৷

9. ভ্যাকসিন নেওয়ার পরও করোনা আক্রান্ত হওয়ার ফল কী, সামনে এল সমীক্ষা রিপোর্ট

করোনার ভ্যাকসিন ৷ কেউ নিয়েছেন ৷ কেউ আবার নেননি৷ ভ্যাকসিন নেওয়ার পরও অনেকে করোনা আক্রান্ত হয়েছেন ৷ এর ফল ঠিক কী হয়েছে ? সামনে এল সমীক্ষা রিপোর্ট ৷

10 . রাস্তায় নেই বেসরকারি বাস, সুযোগে খেয়াল-খুশির দর অটোয়

সরকারি ও বেসরকারি বাস পরিষেবা চালু হলেও, রাস্তায় দেখা নেই বাসের ৷ বিশেষ করে অধিকাংশ বেসরকারি বাস মালিকরা ক্ষতির আশঙ্কায় বাস না নামানোর সিদ্ধান্ত নিয়েছে ৷ আর সেই সুযোগে ইচ্ছে মতো ভাড়া নিচ্ছে কলকাতার অধিকাংশ অটোচালকরা ৷ এমনকি অভিজ্ঞতার কথা শোনালেন জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত বেসরকারি সংস্থার কর্মী অর্ঘ ঘোষ ৷

ABOUT THE AUTHOR

...view details