পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

টপ নিউজ় @ রাত 9 টা

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

দিনের সেরা খবর
দিনের সেরা খবর

By

Published : Jun 29, 2021, 9:04 PM IST

1. Corona in Bengal : দেড় হাজারের ঘরে নামল দৈনিক সংক্রমণ

কলকাতা ও উত্তর 24 পরগনা -- দুই জেলাতেই সবথেকে বেশি লাগামছাড়া হয়েছিল করোনা । দৈনিক সংক্রমণ দুই জেলাতেই 5 হাজারের উপর দিয়ে যাচ্ছিল করোনার বিধি-নিষেধ চালু হওয়ার আগে । কিন্তু কার্যত লকডাউনের পর থেকে তা চোখে পড়ার মতো কমে এসেছে । সোমবার স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, কলকাতায় দৈনিক সংক্রমণ 131 এবং উত্তর 24 পরগনায় 176 ।

2. Covid Vaccine : ডিসিজিআইয়ের চূড়ান্ত ছাড়পত্র পেল মডার্না

কোভিশিল্ড, কোভ্যাকসিন ও স্পুটনিকের পর মডার্নার টিকা ভারতে আপৎকালীন ব্যবহারের জন্য করোনার চতুর্থ টিকা হিসেবে ছাড়পত্র পেল ৷

3. করোনায় বিপন্ন বাংলার লোকশিল্প, কর্মহীন চন্দননগর ব্রতচারীর শিল্পীরাও

করোনা শুধু মানুষের জীবনই নেয়নি । সেই সঙ্গে শিক্ষা ব্যবস্থা এবং বাংলার সংস্কৃতির উপর ব্যাপক প্রভাব ফেলেছে । বাংলার লোকশিল্প নষ্ট হতে বসেছে । 1932 সালে লোকশিল্পের প্রসারের জন্য গুরু সদয় দত্তের হাত ধরে জন্ম হয়েছিল ব্রতচারীর । করোনার প্রভাবে সেই ব্রতচারীর অবস্থাও খুবই খারাপ ৷

4. মহামারি পীড়িত পৃথিবীতে রাশিবিজ্ঞানের প্রয়োজনীয়তায় আরও বেশি করে প্রাসঙ্গিক মহলানবিশ

কলকাতার 201 কর্নওয়ালিস স্ট্রিটে প্রশান্তচন্দ্র মহালানবিশের জন্ম হয় 1893 সালের 29 জুন ৷ প্রেসিডেন্সি কলেজ থেকে 1912 সালে পদার্থবিজ্ঞানে অনার্স সহ স্নাতক হন । পরবর্তী পড়াশোনার জন্য 1913 সালে ইংল্যান্ডে যান । 1915 সালে কেমব্রিজের পদার্থবিদ্যার পাঠ শেষ করেন ৷ কিন্তু, দেশে ফেরার পথে লন্ডনের কিংস কলেজের লাইব্রেরিতে ‘বায়োমেট্রিকা’ নামের সেই সময়কার বিখ্যাত স্ট্যাটিসটিক্স জার্নাল চোখে পড়ে প্রশান্তচন্দ্রের ৷

5. Fake IAS : ভুয়ো নথি তৈরির খুঁটিনাটি জানতে ইন্টারনেটে পড়াশুনা করত দেবাঞ্জন

জেরায় দেবাঞ্জন দেব গোয়েন্দাদের জানিয়েছে, কীভাবে আইপিএস, আইএএস অফিসাররা সাধারণ মানুষ থেকে শুরু করে নেতা, মন্ত্রীদের সঙ্গে কথা বলেন তা রপ্ত করেছিল সে ৷ আইএএস অফিসারদের লাইফস্টাইল হুবহু নকল করে নিজের জীবনে কপি-পেস্ট করেছিল দেবাঞ্জন ।

6. আগামী মঙ্গলে প্রাথমিক শিক্ষক নিয়োগের তথ্য প্রকাশ পর্ষদের সাইটে

প্রাথমিক বিভাগে শিক্ষক-শিক্ষিকার নিয়োগের (Primary Teachers Appointment) তথ্য আগামী মঙ্গলবার পর্ষদের ওয়েবসাইটে প্রকাশ করা হবে ৷ জারি হবে নির্দেশিকা ৷ একথা জানালেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য ।

7.বঙ্গ বিজেপির বৈঠকে অনুপস্থিত কৈলাস-রাজীব, বাড়ছে জল্পনা

বিধানসভা নির্বাচনে হারের পর কার্যকারিণী সমিতির প্রথম বৈঠকে বসেছে পশ্চিমবঙ্গ বিজেপি ৷ সেই বৈঠকে অনুপস্থিত কৈলাস বিজয়বর্গীয় ও রাজীব বন্দ্যোপাধ্যায় ৷

8. সিবিআই তদন্তের দাবিতে জনস্বার্থ মামলা গ্রহণ হাইকোর্টের, কাল শুনানি

কসবা টিকা কেলেঙ্কারিতে রুজু জনস্বার্থ মামলা ৷ সিবিআই তদন্তের দাবিতে রুজু হল জনস্বার্থ মামলা ৷ মামলাটি গ্রহণ করেছে কলকাতা হাইকোর্ট ৷ শুনানি হবে আগামিকাল অর্থাৎ বুধবার ৷

9. 31 জুলাইয়ের মধ্যে ‘এক দেশ, এক রেশন কার্ড’ চালু করার নির্দেশ সুপ্রিম কোর্টের

এক রাজ্য থেকে অন্য রাজ্য়ে রোজগারের উদ্দেশ্য়ে পাড়ি দেন শ্রমিকেরা ৷ কিন্তু মহামারির কারণে তাঁরা চরম দুরবস্থার মধ্যে রয়েছেন ৷ কিন্তু এবার দেশের যেখানেই থাকুন না কেন, সরকারের কোনও জনকল্যাণমূলক প্রকল্প থেকে তাঁরা বঞ্চিত হবেন না, এই রায় দিল সুপ্রিম কোর্ট ৷

10. নিখিল-ত্রিধার পোস্টে আশ্চর্য মিল, নয়া সমীকরণ ?

নুসরত জাহানের (Nusrat Jahan) 'লিভ-ইন পার্টনার' নিখিল জৈনের (Nikhil Jain) সঙ্গে নাম জড়াল ত্রিধা চৌধুরীর (Tridha Chowdhury) ৷ জড়িয়ে ধরা নিয়ে তাঁদের একই ধরনের দুটি পোস্ট সেই জল্পনাকে আরও উসকে দিয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details