পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

টপ নিউজ় @ রাত 9 টা

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

দিনের সেরা খবর
দিনের সেরা খবর

By

Published : Jun 28, 2021, 9:04 PM IST

1. 2 জুলাই রাজ্যপাল কি মমতার সরকারের দেওয়া ভাষণ পাঠ করবেন ?

রাজ্যপাল জগদীপ ধনকড়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ অন্যদিকে বিধানসভার অধিবেশনে তাঁর ভাষণের কিছু জায়গায় আপত্তি তুলেছেন রাজ্যপাল ৷ এই নিয়ে শুরু হয়েছে চাপানউতোর ৷ এই পরিস্থিতিতে আগামী শুক্রবার ঠিক কী হতে চলেছে বিধানসভায় ?

2. Corona in Bengal : একদিনে আক্রান্ত 1 হাজার 761, বাড়ল মৃত্যু

গতকালের চেয়ে উত্তর 24 পরগনা জেলায় সংক্রমণ সামান্য কমেছে ৷ গত 24 ঘণ্টায় জেলায় নতুন করে আক্রান্ত হয়েছেন 186 জন ৷

3. "ছোটবোন" মমতার অভিযোগ ওড়ালেন "দাদা" ধনকড়

"আমার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী । এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক ।" সাংবাদিক বৈঠকে বললেন রাজ্যপাল জগদীপ ধনকড় ।

4. কাল রাজ্য কমিটির বৈঠকে ভাগ্য নির্ধারণ হতে পারে কৈলাসদের

এই রাজ্য কমিটির বৈঠকে দিলীপ ঘোষ ছাড়াও বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারিকে সমান গুরুত্ব দিচ্ছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব । তাই এবারের এই বৈঠকে শুভেন্দু অধিকারীর নাম বক্তাদের তালিকায় রয়েছে । যদিও, শুভেন্দু অধিকারী নিজেও তৃণমূল থেকে আসা একজন নেতা । তবুও অন্য দলবদলুদের থেকে একটু আলাদা করেই তাঁকে দেখছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ৷

5. Kasba Vaccine Controversy : অনলাইন কোচিং ক্লাসের চেইন খুলে আইএএস তৈরি করতে চেয়েছিল দেবাঞ্জন

অনলাইন কোচিং ক্লাসের চেইন খুলে ভবিষ্যতের আইএএস তৈরি করতে চেয়েছিল দেবাঞ্জন দেব ! করোনা ও লকডাউনের আবহে সেই মতো কাজও শুরু করেছিল সে ৷ পুলিশের তদন্তে উঠে এসেছে এমনই চাঞ্চল্য়কর তথ্য ৷


6. ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে পুলিশ ও পৌরনিগম দায় এড়াতে পারে না : মমতা

ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে (Kasba Fake Vaccination Case) মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায় । ঘটনায় ধৃত দেবাঞ্জন দেবকে 'জঙ্গির থেকেও ভয়ঙ্কর' বলে মন্তব্য করেন তিনি । একইসঙ্গে রাজ্যের নেতা-মন্ত্রীদের সঙ্গে দেবাঞ্জনের ছবি নিয়ে বিজেপির খোঁচারও জবাব দিলেন । দেবাঞ্জন দেবের শিবির থেকে ইঞ্জেকশন প্রাপ্তদের স্বাস্থ্যের দিকে বিশেষজ্ঞ কমিটি খেয়াল রাখছে বলেও জানান তিনি ।

7. হাওয়ালা-জৈন কেলেঙ্কারির চার্জশিটে নাম ছিল ধনকড়ের, অভিযোগ মমতার

এবার রাজ্যপালকে দুর্নীতিগ্রস্ত বলে সরাসরি আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর অভিযোগ, 1996 সালের হাওয়ালা-জৈন কেলেঙ্কারির চার্জশিটে নাম ছিল জগদীপ ধনকড়ের ৷

8. Justice Rajesh Bindal : অশোকের চিঠির পাল্টা চিঠি পাঠালেন কাউন্সিলের অন্য সদস্যরা

কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছেন রাজ্য বার কাউন্সিলের চেয়ারম্য়ান তথা তৃণমূল বিধায়ক অশোককুমার দেব ৷ দেশের প্রধান বিচারপতিকে চিঠি পাঠিয়ে বিচারপতি বিন্দালের অপসারণ দাবি করেছেন তিনি ৷ এবার এর পাল্টা চিঠি পাঠালেন কাউন্সিলের অন্য সদস্যরা ৷ তাঁদের অভিযোগ, অন্যদের সঙ্গে আলোচনা না করেই এই চিঠি পাঠানো হয়েছে ৷ তাই প্রধান বিচারপতি যেন অশোকের চিঠি গ্রহণ না করেন ৷


9. পথে নামছে বাস, খুলছে জিম-পার্লার ; আর কীসে কীসে ছাড় দেখে নিন

1 জুলাই থেকে রাজ্য সরকারে বিধিনিষেধে আরও কিছুটা শিথিল করা হল । 50 শতাংশ যাত্রী নিয়ে চলবে বাস । এর পাশাপাশি চলবে অটো ও টোটো ।

10. Fake IAS : অর্থনৈতিক অধোগতি এবং শাসকের পরোক্ষ সহায়তা জন্ম দেয় দেবাঞ্জনদের, মত বিশেষজ্ঞদের

ভুয়ো ভ্যাকসিন-কাণ্ড নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল । রাজ্যের শাসক এবং বিরোধী পক্ষ পরস্পরের প্রতি এই নিয়ে কাদা ছোড়াছুড়িতে ব্যস্ত । আসলে এমতাবস্থায় এটাই সবচেয়ে বড় প্রশ্ন যে ভ্যাকসিন এর মত একটি জীবনদায়ী বিষয় নিয়ে প্রতারণা কীভাবে পুলিশ প্রশাসনের চোখ এড়িয়ে সম্পন্ন হল । এখন প্রশ্ন উঠেছে, কতদিন আর পশ্চিমবঙ্গ হয়ে থাকবে সুদীপ্ত সেন, গৌতম কুণ্ডু এবং দেবাঞ্জন দেবের মতো প্রতারক এবং ভুঁইফোঁড়দের আঁতুর ?

ABOUT THE AUTHOR

...view details