1. কসবা ভুয়ো ভ্যাকসিন-কাণ্ডে সিবিআই তদন্তের দাবিতে হাইকোর্টে জনস্বার্থ মামলা
কসবা ভুয়ো ভ্যাকসিন-কাণ্ডে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা ৷ সিবিআই তদন্তের দাবিতে এই জনস্বার্থ মামলা দায়ের করছেন এক আইনজীবী ৷ যদিও এই মামলার শুনানির দিন ধার্য হয়নি ৷
2. ত্রিপুরায় বিজেপির বিধায়ক দলে একাধিক আইনজ্ঞ, তবু বিধানসভার অধ্যক্ষ মাধ্যমিক পাশ !
ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রেবতীমোহন দাসকে মাঝেমধ্যেই হোঁচট খেতে হয় । কখনও নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে কথা বলতে গিয়ে হোঁচট খান । তো আবার কখনও নোটবন্দির মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে কথা বলতে গিয়ে হোঁচট খেতে হয় । মাঝে তো একবার ত্রিপুরার এক স্থানীয় সংবাদমাধ্যমে কথা বলতে গিয়ে রামায়ণ, মহাভারতকে পর্যন্ত ধর্মগ্রন্থ বানিয়ে ফেলেছিলেন । কোনটা মহাকাব্য, কোনটা ধর্মগ্রন্থ... তাই এখনও স্পষ্ট নয় রেবতীর কাছে ।
3. Kolkata Metro : সোমবার থেকে বাড়ছে মেট্রো রেলের মেন্টেন্য়ান্স স্পেশালের সংখ্যা
সোমবার থেকে বাড়ছে মেট্রো রেলের মেন্টেন্য়ান্স স্পেশালের সংখ্যা ৷ সারাদিনে আপ ও ডাউন মিলিয়ে মোট 62টি (আপ 31 ও ডাউন 31) ট্রেন চলাচল করবে ৷ পরিষেবা পাবেন জরুরি পেশার সঙ্গে যুক্ত ব্য়ক্তিরা ৷
4. Kasba Vaccine Controversy : কসবা টিকা কেলেঙ্কারি নিয়ে সরব শুভেন্দু, স্বাস্থ্য ভবনে জমা স্মারকলিপি
কসবা টিকা কেলেঙ্কারি নিয়ে সরব শুভেন্দু অধিকারী ৷ স্বাস্থ্য ভবনে স্মারকলিপি জমা দিলেন তিনি ৷ তুললেন সিবিআই তদন্তের দাবি ৷
5. কোভিডের জেরে দৃষ্টিশক্তি হারাচ্ছেন গায়িকা পরমা ?
কোভিডমুক্ত হওয়ার পরই এক চোখে 80 শতাংশ দৃষ্টি হারিয়েছেন তিনি ৷ ফেসবুক পোস্টে এ কথা জানান গায়িকা পরমা বন্দ্যোপাধ্যায় ৷ কোভিড নিয়ে মানুষকে সতর্কও করেন তিনি ৷ পরে যদিও সেই পোস্ট ডিলিট করে দেন ৷