1.Sovan-Baishakhi : সোশ্যাল মিডিয়াতেও তাঁরা আর একা নন, বৈশাখীর সঙ্গে জুড়ল শোভনের নাম
মঙ্গলবার মধ্যরাত থেকে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের (Baishakhi Banerjee) ফেসবুক অ্যাকাউন্টে (Facebook) জুড়ে গেল শোভন চট্টোপাধ্যায়ের (Sovan Chatterjee) নাম ৷ নতুন নাম হল বৈশাখী শোভন বন্দ্যোপাধ্যায় (Baisakhi Sovan Banerjee) ৷ বৈশাখী জানান, শোভন চট্টোপাধ্যায়ের কোনও ফেসবুক অ্যাকাউন্ট নেই ৷ তাই সোশ্যাল মিডিয়ায় শোভন আপাতত তাঁর অ্যাকাউন্টের মাধ্যমেই উপস্থিত হবেন ৷
2.উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে মিঠুন চক্রবর্তীকে ভার্চুয়ালি জিজ্ঞাসাবাদ
মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগ ৷ আর সেই অভিযোগের ভিত্তিতে অভিনেতাকে ভার্চুয়ালি জিজ্ঞাসাবাদ করছে মানিকতলা থানার পুলিশ ৷ আজ সকাল 10টা 5 মিনিট থেকে তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন তদন্তকারীরা ৷
3.মমতাকে হুঁশিয়ারি দিয়ে ভিডিয়ো বার্তা কেএলও প্রধান জীবন সিংহের
ভিডিয়োর শুরুতে কোচ কামতাপুরি বাসিন্দাদের দণ্ডবত, প্রণাম এবং সালাম জানিয়ে বক্তব্য শুরু করেন জীবন সিংহ । ভিডিয়ো বার্তায় ‘মহারাজা’ নামে পরিচিত গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের নেতা অনন্ত রায়কে মিথ্যা অভিযোগে ফাঁসানোর অভিযোগ তোলেন তিনি ।
4.মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্ররোচনা দিচ্ছেন প্রধান উপদেষ্টা ! পিকে-র বিরুদ্ধে 'ক্ষোভ'...
তিনি নাকি প্রশান্ত কিশোর ৷ পঞ্জাবের মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা ৷ কিন্তু তিনিই পঞ্জাবের বিভিন্ন নেতাকে ফোন করে অমরিন্দর সিংয়ের বিরোধিতা করতে উৎসাহ দিচ্ছেন ৷ এমনিতেই পঞ্জাবের রাজনীতির হাওয়া গরম ৷ তার মধ্য়ে প্রশান্ত কিশোরের নামে এমন ভুয়ো ফোনে পঞ্জাবের তাপমাত্রার পারদ চড়ছে বইকি ৷
5.WTC Final : ডিউক বলে কী করণীয়, রোহিতকে বোঝালেন সচিন
প্রায় এক দেড় বছর টেস্টে ওপেনিং করছেন রোহিত শর্মা ৷ তবে ইংল্যান্ডের মাটিতে কখনও টেস্ট খেলেননি রোহিত ৷ তাই ডিউক বলের বিরুদ্ধে রোহিতের কোনও অভিজ্ঞতা নেই ৷ সচিন মানেন ইংল্যান্ডের মাটিতে ওপেনিং করা সব সময় কঠিন ৷ তবে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে রোহিতের আক্রমণাত্মক মানসিকতা কাজে দেবে বলে মত তাঁর ৷