পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

টপ নিউজ় @ রাত 9 টা - টপ নিউজ় @ রাত 9 টা

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

টপ নিউজ় @ রাত 9 টা
টপ নিউজ় @ রাত 9 টা

By

Published : May 27, 2021, 9:17 PM IST

1.আর পঞ্চায়েতের মাধ্যমে নয়, দুয়ারে দুয়ারে ত্রাণ পৌঁছাবে সরকার

বৃহস্পতিবার নবান্নে যশ পরবর্তী রিভিউ বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী ৷ সেখানেই তিনি দুয়ারে ত্রাণ প্রকল্পের কথা ঘোষণা করেন ৷ ক্ষতিগ্রস্তদের বাড়ি বাড়ি ত্রিপল, চাল-ডাল পৌঁছে দেওয়ার জন্য সরকারি আধিকারিকদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী । এখানে কোনও রাজনৈতিক হস্তক্ষেপের সুযোগ থাকবে না ।

2. একদিনে সংক্রমণ কমল 3 হাজার, নিম্নগামী মৃত্যু হারও

আজ সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে মোট 57 হাজার 165 জনের ৷ এই নিয়ে মোট 1 কোটি 21 লাখ 79 হাজার 113টি সোয়াবের নমুনা পরীক্ষা করা হল ৷ আজ পরীক্ষা করা মোট নমুনার 10.93 শতাংশ লোক করোনা আক্রান্ত হয়েছেন ৷

3. রোজগার নেই, তবু হাসি মুখে করোনা সচেতনতার প্রচার শুভঙ্করের

লকডাউনে কর্মহীন হয়েও পেটে গামছা বেঁধে করোনা সচেতনতার প্রচার চালিয়ে যাচ্ছেন জলপাইগুড়ির ময়নাগুড়ির স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য শুভঙ্কর চক্রবর্তী। নিজের লেখা গান গেয়ে প্রচার চালাচ্ছেন শুভঙ্করবাবু। গান গেয়ে প্রচার করে মানসিক শান্তি পেলেও বাড়িতে গেলেই সংসারের অবস্থা দেখে চোখে জল আসে তাঁর।

4. রাজ্যে 15 জুন পর্যন্ত বাড়ল করোনা সংক্রান্ত বিধিনিষেধ

করোনার দ্বিতীয় ঢেউ আটকাতে কার্যত হিমশিম খাচ্ছে পশ্চিমবঙ্গ সহ গোটা দেশ ৷ তাই নানা বিধি আচরণ বিধি জারি করা হয়েছে ৷ কড়াকড়ি করা হয়েছে একাধিক ক্ষেত্রে ৷ এবার সেই কড়াকড়ি আরও 15 দিন বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার ।

5. কেন্দ্রকে মিথ্যেবাদী বলায় রাহুলকে শকুন বলে কটাক্ষ হর্ষ বর্ধনের

কোভিড পরিসংখ্যান নিয়ে কেন্দ্রকে মিথ্যেবাদী বলায় রাহুল গান্ধিকে শকুন বলে কটাক্ষ করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন ৷ রাগার বিরুদ্ধে মৃতদেহ নিয়ে রাজনীতি করারও অভিযোগ করেন তিনি ৷

6. তিন দফতরের কাজে বেজায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, নিশানায় কি দলবদলু প্রাক্তন মন্ত্রীরা !

এদিন নবান্নে ভার্চুয়াল প্রশাসনিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভের সঙ্গে বলেন, এত টাকা খরচ করে বাঁধ তৈরি করা হল, আর সব ভেঙে গেল? হয় কী করে? পাশাপাশি বন ও পরিবেশ দফতরের আধিকারিকদেরও বিঁধেছেন তিনি ৷ বলেন, কোটি কোটি টাকা খরচ করে ম্যানগ্রোভ লাগানোর কথা ছিল । সেই ম্যানগ্রোভের কী হল ?

7. অসুস্থ অনুব্রত মণ্ডল, নিয়ে আসা হল কলকাতায়

নির্বাচনের ফল প্রকাশের কয়েক দিন পর থেকেই অসুস্থতা বোধ করছিলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল । "শরীরটা ভালো নেই", বলতেও শোনা যাচ্ছিল সাংবাদিক বৈঠকগুলিতে ।

8. 30টি জায়গায় বাঁধ ভেঙে বানভাসি কুলতলি, ত্রাণ শিবিরে ঠাঁই নেই

ঘূর্ণিঝড় যশের প্রভাবে দক্ষিণ 24 পরগনার বারুইপুর মহকুমার সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কুলতলি ব্লক ৷ প্লাবিত হয়েছে গোটা ব্লক ৷ বহু মানুষকে আশ্রয় দেওয়া হয়েছে সরকারি ত্রাণ শিবিরে ৷ তবে সরকারি এই ত্রাণ শিবিরে যেতে পারেননি অনেকেই ৷ কারণ সেখানে জায়গা কম ৷ লোক বেশি ৷ নিজেদের উদ্যোগে তাই ত্রাণ শিবির খুলেছেন তাঁরা ৷ সরকারিভাবে সাহায্য পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে ৷

9. আগামীকাল কলাইকুন্ডায় মুখ্য়মন্ত্রীর সঙ্গে যশের ক্ষয়ক্ষতি নিয়ে বৈঠক প্রধানমন্ত্রীর

রাজ্য সরকারের থেকে যশের ক্ষয়ক্ষতি নিয়ে প্রাথমিক রিপোর্ট নিয়েছে কেন্দ্র ৷ সেইমতো আগামীকাল রাজ্যের ক্ষতিগ্রস্ত এলাকা আকাশপথে পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী ৷ আগামীকাল কলাইকুন্ডায় মুখ্যমন্ত্রী এবং শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী ৷

10. পিঠে বেলুন বেঁধে ওড়ালেন পোষ্য কুকুরকে, গ্রেফতার ইউটিউবার

পিঠে বেলুন বেঁধে পোষ্য কুকুরকে উড়িয়ে তার ভিডিয়ো পোস্ট করলেন এক ইউটিউবার ৷ পশুদের প্রতি নৃশংসতার অভিযোগে পুলিশ তাঁকে গ্রেফতার করেছে ৷

ABOUT THE AUTHOR

...view details