পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

টপ নিউজ় @ সন্ধে 7 টা

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

দিনের সেরা খবর
দিনের সেরা খবর

By

Published : May 9, 2021, 7:02 PM IST

1. টিকায় কেন কর, 16টি টুইটে মমতাকে জবাব নির্মলার

করোনাকালে কোভিড টিকা, মেডিক্য়াল অক্সিজেন এবং করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য ব্য়বহৃত ওষুধের উপর থেকে সম্পূর্ণ কর প্রত্য়াহারের দাবি তোলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লেখেন তিনি ৷ তারই জবাবে রবিবার 16 টি টুইট করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ তাঁর বক্তব্য়, করোনার টিকা, ওষুধ এবং মেডিক্য়াল অক্সিজেনের দাম নাগালে রাখতেই টিকার উপর 5 শতাংশ কর এবং ওষুধ ও অক্সিজেনের উপর 12 শতাংশ কর ধার্য করা জরুরি ৷

2. বারাসতে করোনা সন্দেহে মৃতের দেহ পড়ে রইল 16 ঘণ্টা

করোনা সন্দেহে আক্রান্তের দেহ পড়ে রইল 16 ঘণ্টারও বেশি সময় ধরে ৷ ভয়ে কাছে ঘেঁষলেন না প্রতিবেশীরা ৷ ওয়ার্ড কাউন্সিলরও প্রথমে তেমন গা করেননি ৷ বাড়িতে স্বামী-স্ত্রী ছাড়া আর কেউ নেই ৷ একা মৃত স্ত্রীর দেহ আগলে বসে থাকেন স্বামী ৷ তবে খবর পেয়ে সংবাদমাধ্যম পৌঁছলে তাঁদের হস্তক্ষেপে দেহ উদ্ধার করে পৌরসভা ৷ ঘটনাটি ঘটেছে বারাসতের 15 নম্বর ওয়ার্ডের বাণীকণ্ঠ নগরে ৷

3. দিল্লিতে আরও এক সপ্তাহ বাড়ল লকডাউন, এবার বন্ধ মেট্রো

করোনাভাইরাসের সংক্রমণ রুখতে দিল্লিতে আরও এক সপ্তাহ বাড়ল লকডাউনের মেয়াদ ৷

4. 17 মে পর্যন্ত বাড়ানো হল উত্তরপ্রদেশের আংশিক করোনা কার্ফু

উত্তরপ্রদেশে করোনা সংক্রমণ বৃদ্ধি এবং মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় ফের একবার আংশিক করোনা কার্ফুর সময়সীমা বাড়ানোর কথা ঘোষণা করল রাজ্য সরকার ৷

5.করোনায় আক্রান্ত সন্ধ্যা রায়, অবস্থা স্থিতিশীল

প্রবীণ অভিনেত্রী সন্ধ্যা রায়ের অবস্থা স্থিতিশীল রয়েছে ৷ হাসপাতালের তরফে এ খবর জানা গিয়েছে ৷

6. কবিগুরুর জন্মজয়ন্তীতে শ্রদ্ধা মোদি-মমতার

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

7. কোভিড সংকটে স্বাস্থ্য ও ফ্রন্টলাইন কর্মীদের কুর্নিশ, ভিডিয়ো বার্তা বিরুষ্কার

কোভিড সংকটের সময়ে নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে অন্যের প্রাণরক্ষায় ঝাঁপিয়ে পড়েছেন স্বাস্থ্য ও ফ্রন্টলাইন কর্মীরা ৷

8. আইপিএলে অভিষেকেই নজর কেড়েছিলেন, করোনায় পিতৃহারা চেতন সাকারিয়া

করোনায় আক্রান্ত বাবা কাঞ্জিভাই সাকারিয়ার গত 11 দিন ধরে চিকিৎসা চলছিল ৷

9. অসমের পরবর্তী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, কাল শপথ

আজ বেলা 12টার সময় বিধায়কদের নিয়ে একটি বৈঠক হয় ৷ বৈঠক শুরুর আগে মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন সর্বানন্দ সোনোওয়াল ৷

10. যান্ত্রিক ত্রুটিতে বন্ধ নিমতলা মহাশ্মশানের বৈদ্যুতিক চুল্লি

কোভিড দেহ প্লাস্টিকে মোড়ানো থাকায় দাহকার্যের সময় যে তরল পদার্থ তৈরি হচ্ছে, তাতে চুল্লির যন্ত্রাংশ বিকল হয়ে যাচ্ছে ।

ABOUT THE AUTHOR

...view details