1. টিকায় কেন কর, 16টি টুইটে মমতাকে জবাব নির্মলার
করোনাকালে কোভিড টিকা, মেডিক্য়াল অক্সিজেন এবং করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য ব্য়বহৃত ওষুধের উপর থেকে সম্পূর্ণ কর প্রত্য়াহারের দাবি তোলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লেখেন তিনি ৷ তারই জবাবে রবিবার 16 টি টুইট করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ তাঁর বক্তব্য়, করোনার টিকা, ওষুধ এবং মেডিক্য়াল অক্সিজেনের দাম নাগালে রাখতেই টিকার উপর 5 শতাংশ কর এবং ওষুধ ও অক্সিজেনের উপর 12 শতাংশ কর ধার্য করা জরুরি ৷
2. বারাসতে করোনা সন্দেহে মৃতের দেহ পড়ে রইল 16 ঘণ্টা
করোনা সন্দেহে আক্রান্তের দেহ পড়ে রইল 16 ঘণ্টারও বেশি সময় ধরে ৷ ভয়ে কাছে ঘেঁষলেন না প্রতিবেশীরা ৷ ওয়ার্ড কাউন্সিলরও প্রথমে তেমন গা করেননি ৷ বাড়িতে স্বামী-স্ত্রী ছাড়া আর কেউ নেই ৷ একা মৃত স্ত্রীর দেহ আগলে বসে থাকেন স্বামী ৷ তবে খবর পেয়ে সংবাদমাধ্যম পৌঁছলে তাঁদের হস্তক্ষেপে দেহ উদ্ধার করে পৌরসভা ৷ ঘটনাটি ঘটেছে বারাসতের 15 নম্বর ওয়ার্ডের বাণীকণ্ঠ নগরে ৷
3. দিল্লিতে আরও এক সপ্তাহ বাড়ল লকডাউন, এবার বন্ধ মেট্রো
করোনাভাইরাসের সংক্রমণ রুখতে দিল্লিতে আরও এক সপ্তাহ বাড়ল লকডাউনের মেয়াদ ৷
4. 17 মে পর্যন্ত বাড়ানো হল উত্তরপ্রদেশের আংশিক করোনা কার্ফু
উত্তরপ্রদেশে করোনা সংক্রমণ বৃদ্ধি এবং মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় ফের একবার আংশিক করোনা কার্ফুর সময়সীমা বাড়ানোর কথা ঘোষণা করল রাজ্য সরকার ৷
5.করোনায় আক্রান্ত সন্ধ্যা রায়, অবস্থা স্থিতিশীল
প্রবীণ অভিনেত্রী সন্ধ্যা রায়ের অবস্থা স্থিতিশীল রয়েছে ৷ হাসপাতালের তরফে এ খবর জানা গিয়েছে ৷