1. চারিদিকে প্রাণবায়ুর হাহাকার ! দায় কার ?
যদি দেশের দৈনিক উৎপাদিত অক্সিজেনের গোটাটাই যদি চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার করা হয়, তাহলেও দিনে 800 মেট্রিক টন ঘাটতি । যে 162 টি প্ল্যান্ট তৈরির পরিকল্পনার কথা হয়েছে, সেগুলি যদি সময়মতো তৈরি হয়ে যেত, তাহলে দিনে আরও 158 মেট্রিক টন অক্সিজেন উৎপাদিত হত । ঘাটতি তাতেও থাকত, তবে কিছুটা কমত ।
2. করোনার ভারতীয় ভ্যারিয়ান্টের সংক্রমণ রুখতে সক্ষম কোভ্যাকসিন, দাবি মার্কিন মেডিকেল অফিসারের
মঙ্গলবার নিউ ইয়র্ক টাইমস প্রকাশ করেছে, রোগ প্রতিরোধকারী ক্ষমতাকে এমন ভাবে গড়ে তোলে যাতে কোভ্যাক্সিন সার্স-কোভ-2 করোনাভাইরাসের বিরুদ্ধে লড়ার জন্য অ্যান্টিবডি তৈরি হয় শরীরে ৷ এই অ্যান্টিবডিগুলি ভাইরাল প্রোটিন মানে তথাকথিত স্পাইরাল প্রোটিনের সঙ্গে যুক্ত হয়, যা ঢাল হিসেবে কাজ করে ৷
3. কমিশনকে কাঠগড়ায় তুলে পুলিশে অভিযোগ দায়ের করলেন করোনায় মৃত তৃণমূল প্রার্থীর স্ত্রী
উত্তর 24 পরগনার খড়দা বিধানসভা আসনে কাজল সিনহাকে প্রার্থী করে তৃণমূল কংগ্রেস ৷ প্রচার চলাকালীন তিনি করোনা আক্রান্ত হন ৷ তার পর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন ৷ কয়েকদিন আগে হাসপাতালেই তাঁর মৃত্যু হয় ৷ যদিও ততদিনে ভোটপর্ব শেষ হয়ে যায় খড়দায় ৷
সিরাম ইনস্টিটিউটের তরফে রাজ্যগুলির জন্য কোভিশিল্ডের দাম ডোজ় পিছু 400 টা থেকে কমিয়ে 300 টাকা করা হয়েছে ।
5. শেষ দফার নির্বাচনে তৃণমূলের কাঁটা মুর্শিদাবাদ, মালদা আর বীরভূমের কিছু আসন
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে সংখ্যাতত্বের দিক থেকে দেখতে গেলে মূলত তৃণমূল কংগ্রেস এবং কিছুটা কংগ্রেস বা সংযুক্ত মোর্চা এগিয়ে বিজেপির থেকে । তবে তাঁরা এটাও মনে করেন যে এই সব সংখ্যাতত্ব বহুসময় ওলটপালট হয়ে যায় যখন প্রবল পরিবর্তনের হওয়া বইতে থাকে ।