পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

টপ নিউজ় @ রাত 9 টা - Top news of the day

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

টপ নিউজ়
টপ নিউজ়

By

Published : Apr 28, 2021, 9:06 PM IST

1. চারিদিকে প্রাণবায়ুর হাহাকার ! দায় কার ?

যদি দেশের দৈনিক উৎপাদিত অক্সিজেনের গোটাটাই যদি চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার করা হয়, তাহলেও দিনে 800 মেট্রিক টন ঘাটতি । যে 162 টি প্ল্যান্ট তৈরির পরিকল্পনার কথা হয়েছে, সেগুলি যদি সময়মতো তৈরি হয়ে যেত, তাহলে দিনে আরও 158 মেট্রিক টন অক্সিজেন উৎপাদিত হত । ঘাটতি তাতেও থাকত, তবে কিছুটা কমত ।

2. করোনার ভারতীয় ভ্যারিয়ান্টের সংক্রমণ রুখতে সক্ষম কোভ্যাকসিন, দাবি মার্কিন মেডিকেল অফিসারের

মঙ্গলবার নিউ ইয়র্ক টাইমস প্রকাশ করেছে, রোগ প্রতিরোধকারী ক্ষমতাকে এমন ভাবে গড়ে তোলে যাতে কোভ্যাক্সিন সার্স-কোভ-2 করোনাভাইরাসের বিরুদ্ধে লড়ার জন্য অ্যান্টিবডি তৈরি হয় শরীরে ৷ এই অ্যান্টিবডিগুলি ভাইরাল প্রোটিন মানে তথাকথিত স্পাইরাল প্রোটিনের সঙ্গে যুক্ত হয়, যা ঢাল হিসেবে কাজ করে ৷

3. কমিশনকে কাঠগড়ায় তুলে পুলিশে অভিযোগ দায়ের করলেন করোনায় মৃত তৃণমূল প্রার্থীর স্ত্রী

উত্তর 24 পরগনার খড়দা বিধানসভা আসনে কাজল সিনহাকে প্রার্থী করে তৃণমূল কংগ্রেস ৷ প্রচার চলাকালীন তিনি করোনা আক্রান্ত হন ৷ তার পর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন ৷ কয়েকদিন আগে হাসপাতালেই তাঁর মৃত্যু হয় ৷ যদিও ততদিনে ভোটপর্ব শেষ হয়ে যায় খড়দায় ৷


4. দাম কমল কোভিশিল্ডের

সিরাম ইনস্টিটিউটের তরফে রাজ্যগুলির জন্য কোভিশিল্ডের দাম ডোজ় পিছু 400 টা থেকে কমিয়ে 300 টাকা করা হয়েছে ।

5. শেষ দফার নির্বাচনে তৃণমূলের কাঁটা মুর্শিদাবাদ, মালদা আর বীরভূমের কিছু আসন

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে সংখ্যাতত্বের দিক থেকে দেখতে গেলে মূলত তৃণমূল কংগ্রেস এবং কিছুটা কংগ্রেস বা সংযুক্ত মোর্চা এগিয়ে বিজেপির থেকে । তবে তাঁরা এটাও মনে করেন যে এই সব সংখ্যাতত্ব বহুসময় ওলটপালট হয়ে যায় যখন প্রবল পরিবর্তনের হওয়া বইতে থাকে ।

6. বিকল কো-উইন অ্য়াপ, থমকে করোনার টিকারকরণে নাম নথিভুক্তকরণ

আজ বিকালে হঠাৎই বিকল হয়ে পড়ল কো উইন অ্য়াপ ৷ যার ফলে থমকে গেল করোনা টিকারকরণে নাম নথিভুক্তকরণ ৷

7. টুইট করে অক্সিজেন চেয়েছিলেন, যুবকের বিরুদ্ধে মামলা দায়ের যোগীরাজ্য়ে

শশাঙ্ক গতরাতে নিজের টুইটারে হ্য়ান্ডেলে একটি টুইট করেন ৷ সেখানে তিনি লেখেন যত দ্রুত সম্ভব অক্সিজেন প্রয়োজন ৷ তার সঙ্গে বলিউড অভিনেতা সোনু সুদকে ট্য়াগ করেন তিনি ৷ এরপরেই উত্তরপ্রদেশ পুলিশের তরফে তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয় ৷

8. মহারাষ্ট্রে 18 থেকে 44 বিনামূল্যে করোনার টিকা, তবে চালু হচ্ছে না 1 মে থেকে

বুধবার বিকেল তিনটে নাগাদ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর দফতরের তরফে টুইট করে ঘোষণা করা হয় রাজ্যে 18 থেকে 44 বছর বয়সীদের জন্য করোনা টিকা বিনামূল্যে দেওয়ার কথা ৷ অবশ্য কথা মতো আগামী 1 মে থেকে চালু হচ্ছে না এই ভ্যাকসিনেশন ৷

9. মালদার ভারত-বাংলাদেশ সীমান্তের 'ব্রাত্য' ভোটাররা চাইছেন উন্নয়ন

মালদা কেন্দ্রের মোট দু’লাখ 45 হাজার 305 জন ভোটারের মধ্যে 37 হাজার 324 জন এই তিনটি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা ৷ ফলে এই তিন গ্রাম পঞ্চায়েতের ভোট এই কেন্দ্রের ফলে বেশ ভালই ভূমিকা নেয় ৷ কিন্তু কোনও ভোটেই সীমান্ত গ্রামগুলিতে কোনও দল বড়সড় কোনও প্রচার করে না ৷ তারকা প্রচারকদের এখানে দেখতে পায় না কেউই ৷

10. নতুন সরকার গঠনের পরই বিনামূল্যে মিলবে টিকা

মে মাসের 5 তারিখের পর শুরু হবে বিনামূল্যে টিকাকরণ প্রক্রিয়া ৷ রাজ্যে সরকার গঠনের পর এই টিকাকরণই হতে পারে ওই নতুন সরকারের প্রথম সিদ্ধান্ত ৷

ABOUT THE AUTHOR

...view details