পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

টপ নিউজ় @ বিকেল 5 টা - টপ নিউজ় @ বিকেল 5 টা

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

টপ নিউজ় @ বিকেল 5 টা
টপ নিউজ় @ বিকেল 5 টা

By

Published : Apr 24, 2021, 5:09 PM IST

1.সস্তা হচ্ছে অক্সিজেন

করোনার ভ্যাকিসন ও অক্সিজেন আমদানির উপর কর ও হেল্থ সেসে আগামী তিন মাসের জন্য ছাড়ের সিদ্ধান্ত নিল কেন্দ্র ।

2. আশঙ্কাজনক রোগী ছাড়া সিসিইউতে নয়, স্পষ্ট করল নবান্ন

যে রোগীদের অক্সিজেনের প্রয়োজন নেই, তাঁদের জেনেরাল বেডে রাখার নির্দেশ দিয়েছেন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা । অন্যথায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন ।

3. অক্সিজানের ঘাটতি মেটাতে ব্যবস্থা স্বাস্থ্য দফতরের, জানালেন মুখ্যমন্ত্রী

রাজ্যে করোনার পরিস্থিতিতে অক্সিজানের ঘাটতি মেটাতে সরকার ব্যবস্থা গ্রহণ করছে বলে জানালেন মুখ্যমন্ত্রী ৷ যেখানে রাজ্য সরকার নিজের উদ্যোগে 5 হাজার অক্সিজেন সিলিন্ডার কিনছে বলে জানালেন তিনি ৷ সেই সঙ্গে অক্সিজেনের ঘাটতি নিয়ে কেন্দ্রকেও তোপ দাগলেন মমতা বন্দ্য়োপাধ্যায় ৷

4. এবার কেষ্টকে নজরবন্দি করলে কোর্টে যেতে বলেছি : মমতা

এদিন বোলপুর গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে ভার্চুয়াল সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । ছিলেন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, সাংসদ শতাব্দী রায়-সহ 11 টি বিধানসভা কেন্দ্রের প্রার্থীরা ।

5. কোভিড হাসপাতালে যত্রতত্র পড়ে আছে পিপিই কিট-চিকিৎসার সরঞ্জাম, আতঙ্ক ঘুসুড়িতে

হাওড়ার ঘুসুড়ির টিএল জয়সওয়াল হাসপাতালে যত্রতত্র পড়ে থাকতে দেখা গেল পরিত্যক্ত পিপিই কিট, চিকিৎসায় ব্যবহৃত সামগ্রী ৷ ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় আতঙ্ক ছড়িয়েছে ৷ রোগীদের পরিজনদের তরফে অভিযোগ জানানো হয়েছে ৷ হাওড়ার মুখ্য স্বাস্থ্য আধিকারিক হাসপাতাল সুপারকে ওই জঞ্জাল দ্রুত পরিষ্কারের নির্দেশ দেন ৷

6. করোনায় 'ব্রাত্য' অধ্যাপকের দেহ সাত ঘণ্টা বাড়িতে, মুখ ফেরালো কলকাতার পুলিশও

মৃত অধ্যাপকের নাম আদিত্য চট্টোপাধ্যায় । তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সংখ্যাতত্ত্ব (স্ট্যাটিস্টিকস) বিভাগের অধ্যাপক ।

7. দেওয়া হচ্ছে না স্যানিটাইজার ও মাস্ক, ক্ষুব্ধ বাসচালক-কন্ডাক্টর

গত বছর করোনা সংক্রমনের ঢেউ আছড়ে পড়তেই পরিবহন দফতর থেকে সরকারি বাস ডিপোতে সব বাস স্যানিটাইজ করা হত । এর পাশাপাশি বাসের চালক, কন্ডাক্টরদের হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্ক দেওয়া হয়েছিল । কিন্তু এবারে এখনও পর্যন্ত কিছু দেওয়া হয়নি বলে অভিযোগ সরকারি বাসের চালক এবং কনডাক্টরদের ।

8. করোনায় ডেথ সার্টিফিকেট নিয়ে জটিলতা কাটাতে নয়া গাইডলাইন

রাজ্য স্বাস্থ্য দফতরের ওই গাইডলাইনে জানানো হয়েছে, করোনা উপসর্গ রয়েছে এমন কোনও রোগীর মৃত্যু যদি‌ ‌বাড়িতেই হয়, তাহলে যে চিকিৎসকের অধীনে ওই রোগী ছিলেন, সেই চিকিৎসক তাঁর ডেথ সার্টিফিকেট ইস্যু করতে পারবেন ।

9. হোয়াটসঅ্যাপ চ্যাট প্রকাশ করে কমিশনকে তোপ মমতার

নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিজেপির হয়ে তাবেদারি করার অভিয়োগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এদিনের কর্মিসভায় একাধিক কাগজ সঙ্গে নিয়ে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ যেগুলি নির্বাচন কমিশন এবং জেলার ডিএম ও এসপিদের হোয়াটস অ্যাপ গ্রুপ চ্য়াটের তথ্য বলে দাবি করলেন তিনি ৷

10. অক্সিজেন ও স্বাস্থ্য় পরিষেবার দিকে নজর দিন, কেন্দ্রকে অনুরোধ রাহুলের

আজ নিজের টুইটার হ্য়ান্ডেলে রাহুল গান্ধি লেখেন, "কেন্দ্রীয় সরকারের কাছে আমার অনুরোধ এই মুহূর্তে করোনা ভ্য়াকসিনের উপর নজর দিন ৷ বিভিন্ন জনসংযোগ ও অনান্য় প্রকল্পে জোর না দিয়ে আপাতত অক্সিজেন ও স্বাস্থ্য় পরিষেবা উন্নতিতে বেশি করে খরচ করুন ৷ আগামী দিনে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হতে পারে ৷ সেই পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করার জন্য় তৈরি থাকতে হবে ৷ "

ABOUT THE AUTHOR

...view details