পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

টপ নিউজ় @ দুপুর 1 টা - top news 1 pm

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

টপ নিউজ় @ দুপুর 1 টা
টপ নিউজ় @ দুপুর 1 টা

By

Published : Feb 25, 2021, 4:40 PM IST

1.মনীষীদের দর্শনেই সোনার বাংলা গড়ার ডাক নাড্ডার

বাংলাকে সোনার বাংলা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তিনি বলেন, বিজেপি ক্ষমতায় এলে এখানে সপ্তম বেতন কমিশন চালু হবে।

2.বিজেপিতে যোগ দিলেন অভিনেত্রী পায়েল সরকার

বিজেপিতে যোগ দিলেন অভিনেত্রী পায়েল সরকার। তাঁর হাতে গেরুয়া পতাকা তুলে দেন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।

3.মহারাষ্ট্রে 8000 ছাড়াল দৈনিক সংক্রমণ, ওয়াসিম হস্টেলে আক্রান্ত 190

মহারাষ্ট্রে চিন্তা বাড়াচ্ছে করোনাভাইরাস। গত 24 ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছেন 8000-এরও বেশি মানুষ। এ দিকে, ওয়াসিম এলাকার হস্টেলে 190 জন কোভিডে আক্রান্ত হয়েছেন।

4.সৌমিত্রর 'রক্তচোষা গোপাল ভাঁড়' বিদ্রুপের পালটা দাম্পত্যের খোঁচা অনুব্রতর

ভোটের হাওয়া গরম । চলছে আক্রমণ, পালটা আক্রমণ । ভোটযুদ্ধ শুরুর আগে বাগযুদ্ধে তপ্ত বঙ্গ রাজনীতি । লেগেই আছে ঠোকাঠুকি ।

5."2017 থেকে খেলা আরম্ভ হয়ে গিয়েছে", ব্যাটে-বলে অনুব্রত

ব্যাট হাতে পিচে নামতে দেখা গেল বীরভূমের জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডলকে । চলতি সপ্তাহের শুরুতে, সোমবার জেলা তৃণমূল স্পোর্টস সেলের তরফে তিন দিনের একটি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল ।

6.আরও দামি রান্নার গ্যাস, এক মাসে তিন বারে বাড়ল 100 টাকা

আবারও বাড়ল এলপিজি-র দাম । বুধবার মধ্যরাত থেকে সিলিন্ডারপিছু দাম আরও 25 টাকা করে বাড়ানো হয়েছে । চলতি মাসে এই নিয়ে তিন বারে 100 টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম ।

7.বিধানসভায় জয়ের হ্যাটট্রিক করতে মমতার হাতিয়ার নারীশক্তি

হুগলি নদীর তীরে ঢেউ তোলার চেষ্টায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতিয়ার নারী শক্তি । এর পর মমতা একেএকে আক্রমণ করেন মোদি-শাহকে ।

8.আরও কাছে ওপার বাংলা,চালু হতে চলেছে এনজেপি থেকে ঢাকা রেল পরিষেবা

আরও কাছাকাছি চলে এল ওপার বাঙলা ৷ বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে চালু হতে চলেছে ভারত-বাংলাদেশ রেল পরিষেবা ৷ 26 মার্চ ওই রেল পরিষেবার সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

9.অজয়ের সঙ্গে 22 বছর, বিবাহবার্ষিকীর পোস্টে রোম্যান্সের মুডে কাজল

22 বছরের বিবাহবার্ষিকীতে হাবির সঙ্গে তাঁর সম্পর্কের রসায়ন বোঝালেন কাজল। অজয় দেবগণের সঙ্গে তাঁর একটি পুরনো ছবি পোস্ট করেছেন তিনি।

10.ইকুয়েডরের জেলে রক্তক্ষয়ী সংঘর্ষ, প্রাণ গেল 75 জনের

ইকুয়েডরের তিনটি শহরের জেলে রক্তক্ষয়ী সংঘর্ষ ৷ প্রাণ গেল 75 জন জেলবন্দির ৷ প্রশাসনের দাবি, জেলে লুকোনো আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক খুঁজতেই সোমবার জেলের ভিতর অভিযান চালায় পুলিশ ৷ তখনই গন্ডগোল শুরু হয় ৷

ABOUT THE AUTHOR

...view details