পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

টপ নিউজ় @ রাত 9 টা - top news

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধূলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

টপ নিউজ়
টপ নিউজ়

By

Published : Feb 20, 2021, 9:00 PM IST

1.নামখানায় অমিত শাহকে কালো পতাকা দেখানো মহিলা কে ?

নামখানায় বিজেপির সভায় গিয়েছিলেন শিক্ষিকা ঐক্যমঞ্চের প্রথম সারির 4 নেত্রী । এদের মধ্যে ছিলেন শিক্ষক ঐক্যমঞ্চের সভানেত্রী ছবি চাকিদাস হাজরা, পার্শ্ব শিক্ষিকা মিলি বিশ্বাস, কম্পিউটার শিক্ষকা আফতেমা কানিজা ও অনিমা নাথ ।

2.কৈলাস-ঘনিষ্ঠ নেতা ফাঁসাচ্ছেন ? সিআইডি তদন্তের আর্জি পামেলার

কৈলাস-ঘনিষ্ঠ রাকেশ সিং তাঁকে ফাঁসানোর চেষ্টা করছেন বলে অভিযোগ করছেন পামেলা গোস্বামী ।

3. বাংলা নিজের মেয়েকেই চায়, "বহিরাগত"-দের মোকাবিলায় নতুন স্লোগান তৃণমূলের

শুরুটা ছিল "দিদিকে বলো" দিয়ে। এবার "বাংলা নিজের মেয়েকেই চায়"। নতুন স্লোগান অস্ত্র তৃণমূলের। গ্রান্ড লঞ্চ হল আজ। এত জাঁকজমক করে স্লোগান লঞ্চ বাংলা রাজনীতিতে এই প্রথম। কিন্তু কেন ?

4.গুরুঙের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু রাজ্য সরকারের

বিমল গুরুং সহ একাধিক গোর্খা জনমুক্তি মোর্চার নেতার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করল রাজ্য সরকার ৷ 2017 সালে পাহাড়ে অশান্তির ঘটনায় বিমল গুরুং সহ একাধিক গোর্খা নেতার বিরুদ্ধে 70 টি মামলা দায়ের করে রাজ্য পুলিশ ৷ যার মধ্যে ইউএপিএ ধারাও যুক্ত ছিল ৷

5. মিনাখাঁয় দিলীপের নেতৃত্বে চলা পরিবর্তন যাত্রায় হামলা

রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের উপস্থিতিতেই বিজেপির পরিবর্তন যাত্রার রথে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ৷ ঘটনায় বিজেপি কর্মীদের বিরুদ্ধে পালটা তৃণমূলের কার্যালয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে ৷

6. বিজেপি নিজেদের রথে হামলা করে প্রচারে আসার চেষ্টা করছে : জ্যোতিপ্রিয়

মিনাখাঁয় দিলীপ ঘোষের রথে হামলা বিজেপিই করেছে । শনিবার হাবড়ায় এমনই মন্তব্য করলেন তৃণমূল নেতা ও খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি বলেন, ‘‘বিজেপির মিটিং মিছিলে মানুষ যেতে চাইছে না। তাই রথযাত্রায় নিজেদের কর্মী দিয়ে ইট মেরে প্রচারে আসতে চাইছে বিজেপি ।’’

7. নেতাদের মুখে কথার ফুলঝুরি

রাজনীতিতে ব্যক্তি আক্রমণ নতুন নয় । আগেও বহু ক্ষেত্রে এ-রকম উদাহরণ দেখা গিয়েছে । কিন্তু 2021-এর বিধানসভা নির্বাচনের আগে সবকিছুকে ছাপিয়ে গিয়েছে । ব্যক্তি আক্রমণ থেকে ইসুভিত্তিক । তৃণমূল-বিজেপি নেতারা একে অপরকে আক্রমণ শানাতে ব্যস্ত ।

8. মঙ্গলবার দিশার জামিন সংক্রান্ত নির্দেশ দেবে আদালত

পুলিশের বক্তব্য, টুলকিটে এমন একটি লিঙ্ক দেওয়া হয়েছিল, যার মাধ্যমে খলিস্তানিদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব । পাশাপাশি, দিশার বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ এনেছে পুলিশ । সোমবার পর্যন্ত দিশাকে নিজেদের হেপাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ । মঙ্গলবার মামলার পরবর্তী শুনানি ।

9. ভোটের ঝড় তুলতে ময়দানে টুম্পা...

কখনও লাভলি তো কখনও টুম্পা । ভোটের বাজারে হিট নাম এরাই । তৃণমূল শুনিয়েছিল ‘‘খেলা হবে ।’’ সবাই যখন খেলার কথা বলছিলেন তখনই সক্কলকে ছাপিয়ে গিয়ে মদনদা গেয়েছিলেন ‘‘ও.. লাভলি ।’’ তবে পিছিয়ে নেই বামেরাও ৷ এবার ময়দানের বাকি সবাইকে টেক্কা দিতে টুম্পার হাত ধরে চ্যালেঞ্জ জানাতে আসরে এবার বামেরা । 28 শের ব্রিগেড আহ্বানে লালপার্টির নতুন স্লোগান... ‘‘টুম্পা সোনা ৷’’

10. পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি উদ্বেগজনক, কেন্দ্র-রাজ্য আলোচনার বার্তা নির্মলার

পেট্রল ও ডিজ়েলের দাম একটি ন্যায্য সীমার মধ্যে নামিয়ে আনার জন্য কেন্দ্র ও রাজ্যগুলিকে একসঙ্গে আলোচনায় বসা উচিত বলে মনে করছেন নির্মলা সীতারমন ।

ABOUT THE AUTHOR

...view details