1. দিল্লি নিয়ে কেন্দ্রের বিল রুখতে রাজধানী ছুটলেন তৃণমূল সাংসদরা
দিল্লি নিয়ে কেন্দ্রের বিল রুখতে তড়িঘড়ি রাজধানীতে ছুটলেন তৃণমূল সাংসদরা ৷ তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন এ কথা জানিয়েছেন ৷ এই বিল নিয়ে আলোচনা স্থগিত রাখতে রাজ্যসভার চেয়ারম্যানের কাছে চিঠিও দিয়েছেন তিনি ৷
2. "মিথ্যে বলে নন্দীগ্রামের বদনাম করছেন", মমতার আঘাত নিয়ে তোপ মোদির !
তৃণমূলের খেলা শেষ হবে, বিকাশ আরম্ভ হবে ৷ বাংলায় দরকার বিজেপি সরকার ৷ কাঁথির সভায় এ কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের আঘাত প্রসঙ্গে তৃণমূলের বিরুদ্ধে মিথ্যে কথা বলার অভিযোগ করেছেন তিনি ৷
3. সিপিএমই হাত ধরে বাংলায় বিজেপিকে এনেছে, বিষ্ণুপুরে তোপ মমতার
বুধবার বাঁকুড়ার বিষ্ণুপুরে নির্বাচনী প্রচারে জনসভা করলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ বাংলায় বিজেপির উত্থানের জন্য একযোগে দুষলেন সিপিএম দল ও তৃণমূলের ‘গদ্দার’দের ৷ তাঁর অভিযোগ, সিপিএমই বাংলায় বিজেপিকে হাত ধরে এনে ঢুকিয়েছে ৷
4. ডাবল মিউটেশনের নয়া স্ট্রেন ভারতের 18টি রাজ্যে
করোনা ডাবল মিউটেশনের নয়া স্ট্রেনের সন্ধান ভারতের বিভিন্ন রাজ্যে ৷ প্রায় 18টি রাজ্যে এমন একাধিক স্ট্রেন পাওয়া গিয়েছে ৷ যা চিন্তা বাড়াচ্ছে স্বাস্থ্য মন্ত্রকের ৷
5. "বাংলার সন্তানই হবে বিজেপির মুখ্য়মন্ত্রী !" মোদির 'বহিরাগত' জবাব
কাঁথির সভা থেকে তৃণমূলের 'বহিরাগত' কটাক্ষের জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর প্রতিশ্রুতি, বাংলার সন্তানই হবে বিজেপির মুখ্যমন্ত্রী ৷