পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Feb 21, 2021, 1:00 PM IST

ETV Bharat / bharat

টপ নিউজ় @ দুপুর 1 টা

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

top 1
top 1

1.ভয়ঙ্কর হয়ে উঠেছে রাজনীতির ভাষা...

ভাষাকে সৎ কাজে ব্যবহার করা যায়, অসৎ কাজেও ৷ সামনে নির্বাচন পশ্চিমবঙ্গে ৷ তার আগে বাংলার রাজনীতিতে যে ভাষা ব্যবহার হচ্ছে তাকে ভাষা দূষণই বলব ৷ এই ভাষার জন্য মানুষ প্রাণ দিয়েছে ৷ লিখছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায় ৷

2.''আমি কি ভুলিতে পারি...'', অমর একুশ স্মরণ পদ্মাপাড়ে

বাংলাদেশে মর্যাদার সঙ্গে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 21 ফেব্রুয়ারির প্রথম প্রহরেই ঢাকার শহিদ মিনারে শ্রদ্ধা জানানো হয় মাতৃভাষার স্বীকৃতির জন্য প্রাণ বলিদান দেওয়া সালাম, জাব্বর, বরকতদের।

3.বিজেপিকে রুখতে তৃণমূলের হাতিয়ার মাতৃভাষা দিবস

একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে বিজেপির বিরুদ্ধে হাতিয়ার করতে চাইছে তৃণমূল কংগ্রেস । বাংলা ও বাংলা ভাষার মর্যাদাকে অক্ষুণ্ণ রাখতে এই দিনটিকে বিশেষভাবে পালন করা উচিত বলে মনে করছে শাসকদল ।

4.'কোরোনার নয়া ভারতীয় স্ট্রেন আরও ভয়ংকর, মুক্তি নেই টিকা নিয়েও'

ভারতে নয়া যে কোরোনার স্ট্রেনের দেখা মিলেছে, তা আরও ভয়ংকর । এমনই দাবি এইমসের অধিকর্তা ডা. রণদীপ গুলেরিয়া । এমনকী টিকা নিয়েও পুরোপুরি রোগ প্রতিহত করা সম্ভব হবে না বলে জানিয়েছেন তিনি ।

5.একুশের বইমেলা ও ঢাকা

ঢাকায় বিশাল বইমেলা হয়। কেবল শুনেছিই, দেখা হয়নি। স্বপ্ন ছিল একুশে ফেব্রুয়ারি ভোরে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি...’ গাইতে গাইতে ঢাকার রাস্তায় খালি পায়ে হাঁটার, শহিদ মিনারে ফুল দেওয়ার, বইমেলা ঘুরে ঘুরে বই কেনার। স্বপ্ন, আশ্চর্য, এক দিন সত্যি হয়। লিখছেন তসলিমা নাসরিন ৷

6.একুশে ফেব্রুয়ারি কী ? উত্তর শুনলে লজ্জায় মাথানত হবে

আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস । অনেক ছাত্রের বলিদানে প্রতিষ্ঠিত হয়েছিল বাংলা ভাষা । কিন্তু সেকথা জানেনই না মালদাবাসীর একটি বড় অংশ । কেউ উত্তর দিতে না পেরে এড়িয়ে গেলেন... কেউ আবার একুশে জুলাই-একুশে ফেব্রুয়ারি মিলিয়ে দিলেন ।

7.বাংলার সৃষ্টি ও কৃষ্টিকে বাঁচিয়ে রাখাই একুশের অঙ্গীকার

1913 সাল থেকে আজ অবধি পেরিয়েছে এক'শো বছরেরও বেশি সময় । এই সময়ের পরিধিতে বাংলা ভাষার অবস্থান বিশ্বে কোথায় ? পৃথিবীর প্রধানত একটি ভাষা হয়ে অন্তর্জালের এই জগতে কীভাবে ছড়িয়ে আছে বাংলা ? পৃথিবীজুড়ে মোট বাংলাভাষীদের সংখ্যা প্রায় 28 কোটির কাছাকাছি ।

8.বঙ্গের ভোটরঙ্গ জমজমাট, স্লোগান যুদ্ধে বিজেপির সুরেলা হাতিয়ার ''পিসি যাও''

বঙ্গে নির্বাচন যত এগিয়ে আসছে, ততই জমজমাট হয়ে উঠছে ভোটরঙ্গ। নতুন নতুন গান, ভিডিয়ো, স্লোগানে একে অপরকে টেক্কা দিতে ব্যস্ত রাজনৈতিক দলগুলি। সেই প্রচেষ্টায় এ বার নবতম সংযোজন করল বিজেপি। গানের সুরে তাদের ডাক, ''পিসি যাও''।

9.14 হাজার ছাড়াল দৈনিক আক্রান্তের সংখ্যা

দেশে ফের করোনা সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী । এখনও পর্যন্ত 1 কোটি 10 লাখ 85 হাজার 173 জনের শরীরে করোনা প্রতিষেধক দেওয়া হয়েছে ।

10.যেখানে যাচ্ছে বিজেপির পরিবর্তনের টায়ার ফেটে যাচ্ছে, কটাক্ষ মদনের

"যেখানে যাচ্ছে বিজেপির পরিবর্তনের টায়ার ফেটে যাচ্ছে ।" বারুইপুরে বললেন মদন মিত্র ৷ তৃণমূল নেতা আরও বলেন, "ফানুস হয়ে যাবে তারা । তৃণমূল কংগ্রেস রাজ্যে 250 আসন পেয়ে ক্ষমতায় আসবে ।" এদিন সভামঞ্চে নিজের 'কুমড়ো-গান' গেয়ে শোনান মদন মিত্র ।

ABOUT THE AUTHOR

...view details