1.অখণ্ড ভারতের কথা মনে রাখতে হবে, বিশ্বভারতীর সমাবর্তনে বললেন মোদি
আজ বিশ্বভারতীর সমাবর্তনে ভার্চুয়াল মাধ্যমে অংশ নেন প্রধানমন্ত্রী তথা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের আচার্য নরেন্দ্র মোদি।
2.নেতারাই এখন অভিনেতা, বিজেপিতে যাচ্ছি না! সোজাসাপটা সোহিনী
তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন না। সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো পোস্ট করে সাফ এ কথা জানিয়ে দিয়েছেন অভিনেত্রী সোহিনী সরকার। তাঁকে নিয়ে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে বলে জানিে বিরক্ত প্রকাশ করেছেন অভিনেত্রী।
3.শাকিব-ভাজ্জি... আর কাকে কেকেআর ক্রয় করল
হিমাচল প্রদেশের 23 বছরের ডানহাতি বোলার বৈভব অ্যারোরাকে দলে নিল কলকাতা নাইট রাইডার্স ৷ তাঁর বেস প্রাইস 20 লাখ টাকাতেই তাঁকে দলে নেয় শাহরুখ খানের দল ৷
4.অন্ধকারের সেরা নিদর্শন গুজরাত, মোদিকে নিশানা ব্রাত্য বসুর
গুজরাতের পরিস্থিতি , কৃষক আন্দোলন-সহ একাধিক বিষয়ে নরেন্দ্র মোদিকে আক্রমণ করলেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা ব্রাত্য বসু ।
5.নেতাজির অবদান ভোলা যাবে না, ন্যাশনাল লাইব্রেরিতে নেতাজি স্মরণ শাহর
আজ ন্যাশনাল লাইব্রেরির স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধাজ্ঞাপনের এক অনুষ্ঠানে অংশ নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । সেখানেই নেতাজি থেকে ক্ষুদিরাম বসু, ঋষি অরবিন্দ-র মতো মনীষীদের কথা স্মরণ করেন তিনি ।