1.রাজ্যসভা থেকে ইস্তফা দীনেশ ত্রিবেদির
আজ রাজ্যসভায় অধিবেশন চলাকালীন তিনি পদত্যাগ করার কথা ঘোষণা করেন ।
2.দীর্ঘ 11 মাস পর খুলল স্কুল, বিঘ্ন ঘটাল বনধ
কোরোনার কারণে 2020 সালের মার্চ মাস থেকেই বন্ধ হয়ে পড়ে স্কুল-কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান । দীর্ঘ 11 মাস পর আজ থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত খোলার নির্দেশ দিয়েছে রাজ্য শিক্ষা দপ্তর । বনধ উপেক্ষা করে সমস্ত বিধি-নিষেধ মেনে স্কুলে পৌঁছায় ছাত্রছাত্রী থেকে শিক্ষক-শিক্ষাকারা ।
3. প্রশাসনের ভূমিকাকে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের সঙ্গে তুলনা বিমানের
গতকাল বাম ছাত্র-যুবদের নবান্ন অভিযানে পুলিশি অত্যাচারের প্রতিবাদে মিছিলে পা মেলালেন বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, আবদুল মান্নান-রা । পা মেলান বাম-কংগ্রেসের কর্মী-সমর্থকরা । বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু পুলিশ প্রশাসনের গতকালের ভূমিকাকে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের সঙ্গে তুলনা করেন ।
4.লালার মামলায় সিঙ্গল বেঞ্চের রায়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ, কয়লাপাচার তদন্তে স্বস্তি সিবিআইয়ের
কয়লাপাচার কাণ্ডে রাজ্য়ে তদন্ত চালাচ্ছে সিবিআই৷ এর আগে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ রায় দিয়েছিল, রেলের এলাকায় বিনা বাধায় তদন্ত করতে পারবেন কেন্দ্রীয় গোয়েন্দারা৷ তবে রাজ্য়ের আওতাধীন অঞ্চলে তদন্তের জন্য নবান্নের অনুমতি লাগবে৷
5.চিন প্রশ্নে নেহরুকে টেনে রাহুলকে কটাক্ষ মন্ত্রীর
চিন নিয়ে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তোপ দেগেছিলেন রাহুল গান্ধী। তাঁর সমালোচনার জবাব দিতে গিয়ে তাঁর ঠাকুরদা তথা প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে টেনে আনলেন কেন্দ্রীয় মন্ত্রী জি কিষান রেড্ডি।