শুভেন্দুর পদত্যাগের পর খেজুরিতে তৃণমূলের 6টি কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ
গতকালই মন্ত্রিত্ব ছেড়েছেন শুভেন্দু অধিকারী ৷ মুখ্যমন্ত্রীর কাছে পদত্যাগ পাঠিয়ে মন্ত্রিত্ব ছাড়েন ৷ দলের সঙ্গে বেশ কিছুদিন ধরে দূরত্ব তৈরি হয়েছিল শুভেন্দু অধিকারীর ।
2. ডোমজুড়ে BJP-র মণ্ডল সভাপতিকে ছাদ থেকে ঠেলে ফেলে দেওয়ার অভিযোগ
BJP সূত্রে খবর , জখমদের মধ্যে রয়েছেন ডোমজুড় 4 নম্বর মণ্ডলের সভাপতি শেখ নিজামউদ্দিনও ।
3. "পিসি আর ভাইপো ছাড়া তৃণমূলে আর কেউ থাকবে না"
আজ সকালে দশঘড়ায় উপস্থিত হয়ে প্রথমেই স্বচ্ছ ভারত অভিযানে অংশগ্ৰহণ করে ঝাড়ু হাতে রাস্তা ঝাঁট দেন । এরপর সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হয়ে তিনি বলেন , " মমতা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়াতে বলেছিলেন , তৃণমূল ত্যাগী ।"
4. কয়লা নিয়ে আরও সক্রিয় CBI, রাজ্যের 30 জায়গায় চলছে তল্লাশি
গোরু ও কয়লা পাচার নিয়ে এর আগে CBI-এর সদর দপ্তরের স্পেশাল ইন্টেলিজেন্স ইউনিটের DIG প্রেম গৌতম সমস্ত তথ্য নিয়ে গিয়েছেন দিল্লিতে । এর আগে কয়লা পাচারের অন্যতম কিংপিন বলে অভিযুক্ত অনুপ মাঝির বাড়িতে তল্লাশি চালায় CBI ।
5. শুভেন্দু BJP-তে এলে তাঁকে স্বাগত : কৈলাস বিজয়বর্গীয়
শুভেন্দু অধিকারীর মন্ত্রিত্ব ছাড়ার প্রসঙ্গে প্রশ্ন করা হলে কৈলাস বিজয়বর্গীয় বলেন , " মমতা বন্দ্যোপাধ্যায়ের অহংকার , দুর্নীতির রাজনীতি নিয়ে শুভেন্দু অনেকদিন থেকেই বিরক্ত ছিলেন । যদি শুভেন্দু BJP-তে যোগ দেন , তাহলে তাঁকে স্বাগত জানানো হবে । "