পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

টপ নিউজ় @ রাত 9 টা

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধূলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

top-news-at-a-glanc
top-news-at-a-glanc

By

Published : Mar 8, 2021, 9:00 PM IST

1. স্ট্রান্ড রোডের বহুতলে আগুন

স্ট্রান্ড রোডের বহুতলের 13 তলায় আগুন লাগার ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে প্রথমে দমকলের ছয়টি ইঞ্জিন আসলেও পরে অতিরিক্ত তিনটি ইঞ্জিন এনে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে ।

2. নারী দিবসে বিজেপিতে যোগ দিয়ে সম্মানিত হলাম: সোনালি

"আজকে আন্তর্জাতিক নারী দিবস ৷ আজকে আমি বিজেপিতে যোগ দিয়ে সম্মানিত হলাম ।" বিজেপিতে যোগদান করার পর মন্তব্য করলেন সাতগাছিয়ার বিধায়ক সোনালি গুহ । সোমবার তিনি আরও বলেন, "বিজেপি একটি জাতীয় দল। এই দল শৃঙ্খলাবদ্ধভাবে চলে ।"

3. কোনদিন হয়তো দেশের নামটাই মোদি হয়ে যাবে, কটাক্ষ মমতার

সম্প্রতি আমেদাবাদে মোতেরা স্টেডিয়ামের নাম বদল করা হয়েছে ৷ নতুন নাম নরেন্দ্র মোদি স্টেডিয়াম ৷ এই নিয়ে বেশ কয়েকদিন ধরে দেশজুড়ে বিতর্ক চলছে ৷ সেই বিতর্কের রেশ টেনে মমতা বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষ, কোনদিন হয়তো দেশের নামটাই মোদি হয়ে যাবে !

4. জনসংযোগেই কি বাজিমাত করবেন মলয় ঘটক?

বেজে গেছে ভোটের দামামা । বিধায়কের 5 বছরের কাজে কতটা খুশি আমজনতা ? দৈনন্দিন জীবনযুদ্ধে কতটা পাশে পেলেন বিধায়ককে ? ইটিভি ভারতকে কী বলল আসানসোল উত্তরের ভোটদাতারা ?

5. নারী দিবসে মহিলা সুরক্ষা নিয়ে তরজায় মমতা-লকেট

ভোটের হাওয়া গরম । চলছে আক্রমণ, পালটা আক্রমণ । ভোটযুদ্ধ শুরুর আগে বাগযুদ্ধে তপ্ত বঙ্গ রাজনীতি । লেগেই আছে ঠোকাঠুকি ।

6. ঘাসফুলে টিকিট না পেয়ে পদ্মশিবিরে একঝাঁক নেতা

শুধুমাত্র প্রার্থীতালিকায় জায়গা না পাওয়া তৃণমূল নেতারাই নয়, টিকিট পেয়েও ঘাসফুল ছেড়ে পদ্মে নাম লেখালেন মালদার হবিবপুরের প্রার্থী সরলা মুর্মু ।

7. ধর্ষণের শীর্ষে আমেদাবাদ-উত্তরপ্রদেশ, নারী দিবসে মোদিকে আক্রমণ মমতার

আজ আন্তর্জাতিক নারী দিবস ৷ আজকের এই দিনটিকে তৃণমূল কংগ্রেস নারীমুক্তি দিবস হিসেবে পালন করছে ৷ তাই কলকাতায় কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং মিছিল করে তৃণমূল ৷ তার পর সভা থেকে নরেন্দ্র মোদি ও অমিত শাহকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

8. 18 মার্চ ফের রাজ্যে মোদি

ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আগামী 18 মার্চ পুরুলিয়ায় ও 20 মার্চ কাঁথিতে জনসভা করবেন তিনি ৷

9. বিনামূল্যে গ্যাস দিয়ে দেখাক মোদি সরকার, চ্যালেঞ্জ ছুঁড়লেন মমতা

আজ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আয়োজিত মিছিলের শেষে সভা থেকে গ্যাসের দাম নিয়ে কেন্দ্রের মোদি সরকারকে কড়া ভাষায় আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মোদির দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে তিনি জানালেন, বিনামূল্যে গ্যাস দিয়ে দেখাক মোদি সরকার ৷

10. ভাঙছে সামাজিক ট্যাবু, কর্মস্থলে যৌন হেনস্থায় সরব আজকের নারী

কর্মস্থলে যৌন হেনস্থা থেকে রক্ষায় ভারত সরকারের আইন রয়েছে ৷ চাইলেই সেই আইনের সুবিধা পেতে পারেন মেয়েরা ৷ প্রত্যেক অফিসে ইন্টার্নাল কমপ্লেন কমিটি রাখা বাধ্যতামূলক ৷ যদি কোনও সংস্থা তা না রাখে তবে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে ৷

ABOUT THE AUTHOR

...view details