পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

টপ নিউজ় @ সকাল 11 টা

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

top-news-at-a-glanc
top-news-at-a-glanc

By

Published : Dec 24, 2020, 11:01 AM IST

1. সুস্থের সংখ্যা 97 লাখ ছুঁইছুঁই , 24 ঘণ্টায় মৃত 312

গত 24 ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছে 29 হাজার 791 জন । এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছে 96 লাখ 93 হাজার 173 জন ।

2.আজ বিশ্বভারতীর শতবর্ষ উদযাপনে ভার্চুয়ালি বক্তব্য প্রধানমন্ত্রীর

বেলা 11টায় অনুষ্ঠানে যোগ দেবেন নরেন্দ্র মোদি ৷ গতকাল নিজেই টুইট করে জানান তিনি ৷ এছাড়াও বিশ্বভারতীর শতবর্ষ উদযাপনে উপস্থিত থাকবেন রাজ্যপাল জগদীপ ধনকড় ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল ৷

3. কলকাতায় 14.6 ডিগ্রি সেলসিয়াস, বছর শেষে জাঁকিয়ে শীতের সম্ভাবনা

নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝার প্রবেশ করার সম্ভাবনা রয়েছে জম্মু-কাশ্মীর উপত্যকায় । এর প্রভাবে উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশে তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস । এর প্রভাবে ডিসেম্বর মাসের শেষ কয়েকদিন জাঁকিয়ে শীত পড়বে কলকাতা-সহ গোটা রাজ্যে ।

4. কোহলির কড়া সমালোচনা, ভারতীয় ক্রিকেটে বৈষম্যের অভিযোগ গাভাসকরের

নিজের কলামে গাভাসকর লিখেছেন, "আইপিএল-এর প্লে-অফ যখন চলছিল, তখন প্রথমবার নটরাজন বাবা হয় ৷ কিন্তু ওকে বলা হয়েছিল অস্ট্রেলিয়া সিরিজ়ের জন্য ঘরে ফিরতে পারবে না ৷ উলটোদিকে টিমের ক্যাপ্টেন প্রথম টেস্ট খেলেই বাবা হবে বলে দেশে ফিরে আসছে ৷"

5. "ট্যাব পেতে 28 ডিসেম্বরের মধ্যে ব্যাঙ্কের তথ্য দেওয়া সম্ভব নয়"

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এত সংখ্যক ট্যাব কোনও সংস্থা একসঙ্গে সরবরাহ করতে পারবে না । তাই ট্যাবের বদলে ওই সাড়ে নয় লাখ পড়ুয়াকে দশ হাজার টাকা করে দেওয়া হবে । গতকাল দক্ষিণ 24 পরগনার জেলা পরিদর্শকের তরফে বলা হয়, 28 ডিসেম্বরের মধ্যে পড়ুয়াদের ব্যাঙ্কের আপলোড করতে হবে । কিন্তু, নির্ধারিত সময়ের মধ্যে কোনওভাবেই এই কাজ করা সম্ভব নয় বলে জানাচ্ছেন রাজ্যের প্রধান শিক্ষকদের একাংশ ।

6.যুব মোর্চার কর্মীর গ্রেপ্তারিতে উত্তপ্ত খড়দা; বিক্ষোভ, লাঠিচার্জ

বুলেটের মুক্তির দাবিতে দফায় দফায় খড়দা থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী-সমর্থকরা । দীর্ঘক্ষন পথ অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভও দেখান তাঁরা।

7.বাংলাকে গুজরাত হতে দেব না : মমতা

ক্ষমতায় এলে বাংলাকে গুজরাত বানাবেন । একাধিকবার একথা শোনা গিয়েছে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । একই কথা শোনা গিয়েছে অন্য বিজেপি নেতাদের গলাতেও । আজ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলাকে গুজরাত হতে দেবেন না ।

8.বাউলের ঘরে শাহর মধ্যাহ্নভোজকে কটাক্ষ পার্থর, পালটা আক্রমণ দিলীপের

ভোটের হাওয়া গরম । চলছে আক্রমণ, পালটা আক্রমণ । ভোটযুদ্ধ শুরুর আগে বাগযুদ্ধে তপ্ত বঙ্গ রাজনীতি । লেগেই আছে ঠোকাঠুকি ।

9."ভারতের হয়ে চ্যাম্পিয়নশিপ বেল্ট জেতা আমার স্বপ্ন", একান্ত সাক্ষাৎকারে বললেন ঋতু ফোগাট

ভারতের বাঘিনী, বর্তমানে এই নামেই বেশি পরিচিত ভারতের মহিলা মিক্সড মার্সাল আর্ট ফাইটার ঋতু ফোগাট ৷ জমারি টরেসকে হারিয়ে তাঁর এমএমএ প্রো-রেকর্ড 4-0 অপরাজিত থাকার রেকর্ড গড়েছেন ফোগাট ৷ ইটিভি ভারতকে দেওয়া একটি সাক্ষাৎকারে রেসলিং কেরিয়ার ছেড়ে এমএমএ ফাইটার হওয়ার গল্প শোনালেন তিনি ৷

10.এক্সক্লুসিভ : ভারতীয় ফুটবলারদের কাছে সেরা প্ল্যাটফর্ম আইএসএল, বললেন হালিচরণ

জুনিয়র পর্যায় থেকে ভারতীয় দলে 2015 সালে সুযোগ পান হালিচরণ নার্জ়ারি । আর এক দশক আগে ইন্ডিয়ান অ্যারোজ়ের হাত ধরে আই-লিগ খেলেন ।

ABOUT THE AUTHOR

...view details