1. ট্রেনের ধাক্কায় মৃত্যু চিত্র সাংবাদিক বিশ্বরূপ বসাকের
বন্ধুদের সঙ্গে গজলডোবা থেকে ফেরার পথে আমবাড়ি রেলগেটে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় তাঁর। নাম বিশ্বরূপ বসাক ।
2. শোভনের সঙ্গে "সৌজন্য সাক্ষাৎ", "শাস্তি" মানতে রাজি তৃণমূল বিধায়ক
দীর্ঘদিন ধরে তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছিলেন দীপক হালদার। একাধিকবার পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে সরবও হয়েছেন সোশাল মিডিয়ায়। সম্প্রতি তাঁর সঙ্গে দলের দলের দূরত্ব ক্রমশ বাড়তে শুরু করেছে।
3. বাবুলকে আইনি নোটিস অভিষেকের
31 ডিসেম্বর একটি সাংবাদিক বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভাইপো বলে উল্লেখ করে বাবুল সুপ্রিয় অপমানজনক মন্তব্য করেছেন বলে অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর । তার জেরে 72 ঘণ্টার মধ্যে বিজেপি সাংসদকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে বলে নোটিসে জানিয়েছেন তৃণমূল সাংসদ ।
4. প্রতিভাবান নেতার অভাব ছিল ইউপিএ-2 সরকারে, শেষ বইয়ে বিস্ফোরক প্রণব
প্রণব মুখোপাধ্যায় গত বছর মারা গিয়েছেন। তার আগে তিনি লিখে গিয়েছেন তাঁর শেষ বই 'দ্য প্রেসিডেন্সিয়াল ইয়ার্স, 2012-2017'। সেই বইয়ে তিনি প্রধানমন্ত্রীর সংসদে বেশিদিন উপস্থিত থাকার পক্ষে সওয়াল করেছেন। এতে সংসদের গরিমা বাড়ে বলে তাঁর মত। তাই তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বইয়েই এই পরামর্শ দিয়ে গিয়েছেন।
5. রাজভবনে মুখ্যমন্ত্রী
রাজ্যপাল ও রাজ্যের মধ্যে সংঘাতের আবহেই আজ রাজভবনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
6. কিষান সম্মান নিধি প্রকল্প নিয়ে মমতাকে চিঠি কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর
নবান্ন থেকে কিষান সম্মান নিধি প্রকল্প চালু করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইমতো রাজ্যের কৃষকদের তালিকা চূড়ান্ত করতে আজ মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে প্রয়োজনীয় নির্দেশিকা জারি করল কেন্দ্র।
7. সৌরভ বিজেপিতে এলে স্বাগত : অরবিন্দ মেনন
সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিজেপি-তে যোগ দিতে পারেন বলে বেশ কয়েকদিন ধরে রাজ্য রাজনীতেত জল্পনা চলছে। এরই মধ্যে তিনি অসুস্থ হয়ে পড়েন। তার পর থেকে রাজ্যের রাজনৈতিক মহলের একাংশ দাবি করে, রাজনৈতিক চাপে অসুস্থ হয়ে পড়েন মহারাজ।
8. কেআইএফএফ-র ভার্চুয়াল উদ্বোধনীতে থাকবেন শাহরুখ
টুইটারে মুখ্যমন্ত্রী লেখেন, "একসঙ্গে আমরা এই প্যানডেমিক পরিস্থিতি কাটিয়ে উঠব । কিন্তু, শো চালিয়ে যেতে হবেই । এবার কেআইএফএফ ভার্চুয়াল মাধ্যমে খুব ছোটো করে পালন করা হবে । আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, 8 জানুয়ারি এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান যেটা ভার্চুয়াল মাধ্যমে পালন করা হবে সেখানে আমার ভাই শাহরুখ খান উপস্থিত থাকবেন ।"
9. সৌমেন্দুকে কেন পদচ্যুত, রাজ্যের কাছে জানতে চাইল হাইকোর্ট
19 মে, 2020 সালে সৌমেন্দু অধিকারীকে কাঁথি পৌরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর চেয়ারম্যান হিসেবে নিয়োগ করে রাজ্য সরকার । এরপর হঠাৎ করে 30 ডিসেম্বর একটি বিজ্ঞপ্তি দিয়ে রাজ্য সরকারের তরফে জানানো হয়, তাঁকে ওই পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
10. সিডনি টেস্টে বিরাটের কোচের বাজি রোহিত
" রোহিত শর্মা আসায় দলের মনোবল অনেকটাই বেড়ে গেছে , রোহিত মহান খেলোয়াড় । রোহিতের মত কেউ হুক বা পুল শট খেলতে পারে না । নতুন বলে বলিয়ান অস্ট্রেলিয়ান বোলারদের বিরুদ্ধে জোরালো প্রত্যাঘাত করতে পারে রোহিত । " বলেন রাজকুমার ।