পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

টপ নিউজ় @ রাত 9 টা - top 9pm

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

top @ 9 pm
টপ নিউজ়

By

Published : Dec 28, 2020, 9:12 PM IST

1. ব্রেন ডেড রোগীর হৃদযন্ত্রে প্রাণ বাঁচল আঠারোর যুবকের

দিল্লির বাসিন্দা বছর আঠারোর আমান । জন্মেছেন ব্লু বেবি সিনড্রোম নামক হৃদযন্ত্রের বিরল সমস্যা নিয়ে । মৃত্যুর দিন গুনতে থাকা সেই আমানকে নতুন জীবন দিল দিল্লি এইমসের চিকিৎসকরা ।

2. কেন্দ্রের মতের বিরোধী বলেই সমালোচিত অমর্ত্য সেন : মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী বলেন, "কেন্দ্রীয় সরকারের সঙ্গে সহমত পোষণ করেন না বলেই অমর্ত্য সেনের সমালোচনা হয়। এটা একেবারেই গ্রহণযোগ্য নয়। ঠিক যেভাবে আমার রাজনৈতিক মতাদর্শের জন্য আমাকে করা হয়।"

3."আপনার দৃঢ় কণ্ঠ আমার শক্তির উৎস", মুখ্যমন্ত্রীকে চিঠি অমর্ত্য সেনের

মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। শান্তিনিকতনে অমর্ত্য সেনের বাড়ি নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে। তাতে ওই অর্থনীতিবিদের পাশে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বার্তা তিনি চিঠি লিখে জানিয়েছিলেন অমর্ত্য সেনকে। আজ তারই উত্তর দিয়ে চিঠি দিয়েছেন এই নোবেলজয়ী অর্থনীতিবিদ।

4. বিশ্বভারতীকে দেওয়া রাস্তা ফিরিয়ে নেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর

সাধারণ মানুষের ব্যবহৃত এই রাস্তা প্রায় সময় বন্ধ করে দেওয়া হত বিশ্বভারতীর তরফে । এই নিয়ে স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ ছিল দীর্ঘদিন ধরে । তারই প্রেক্ষিতে এবার রাস্তা ফেরত নেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ।

5. বুধবার ফের কৃষকদের সঙ্গে বৈঠকে বসতে চলেছে কেন্দ্র

প্রধানমন্ত্রী আগেই বলেছিলেন, সবরকম আলোচনার জন্য প্রস্তুত কেন্দ্র । সেই মতো বুধবার আরও একবার কৃষকদের সঙ্গে আলোচনায় বসতে চলেছে কেন্দ্রীয় সরকার ।

6. মন্ত্রীদের সামনেই চেয়ার ছোড়াছুড়ি, তুমুল বিক্ষোভ নেতাজি ইন্ডোরে

মন্ত্রীদের সামনেই চলল বিক্ষোভ-স্লোগান-চেয়ার ছোড়াছুড়ি । ছেঁড়া হয় হোর্ডিং, ফেস্টুন । ফিরহাদ হাকিম, মলয় ঘটকের সামনেই চলে বিক্ষোভ ।

7. স্থিতিশীল সঙ্গীতশিল্পী নির্মলা মিশ্র, শীঘ্রই নার্সিংহোম থেকে ফিরবেন বাড়ি

আগের থেকে অনেকটা সুস্থ নির্মলা মিশ্র । বর্ষবরণের আগেই ফিরতে পারেন বাড়ি ।

8. মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে সারদার টিভি চ্যানেলে বেতন, সুপ্রিম কোর্টে জানাল সিবিআই

সংবাদ সংস্থার দাবি, সুপ্রিম কোর্টে করা এক আবেদনে সিবিআই জানিয়েছে যে 2013 সালের মে মাস থেকে 2015 সালের এপ্রিল মাস পর্যন্ত এই বেতন দেওয়া হয়েছে। আর এর জন্য মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রতি মাসে 27 লাখ টাকা করে খরচ হয়েছে। সব মিলিয়ে 6.21 কোটি টাকা খরচ হয়েছে। শীর্ষ আদালতে সিবিআই জানিয়েছে যে ওই টিভি চ্যানেলও তদন্তের আওতায় রয়েছে।

9. বিরাট সম্মান, দশকের সেরা ক্রিকেটার কোহলি

পরিবারের নতুন সদস্যের অপেক্ষায় দিন কাটছে । তার মধ্যেই সুখবর পেলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি । আইসিসি- র বিচারে তিন ফরম্যাট মিলিয়ে দশকের সেরা ক্রিকেটারের তকমা পেয়েছেন তিনি । জিতে নিয়েছেন স্যার গ্যারি সোবার্স ট্রফি ।

10.সিঙ্গুরে অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল পার্ক, কী বলছেন কৃষকরা ?

কী চাইছে সিঙ্গুর? শিল্প নাকি জমি ? 2020 সালে এসে কী বলছেন সেখানকরা কৃষকরা?

ABOUT THE AUTHOR

...view details