পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

টপ নিউজ় @ রাত 9 টা - টপ নিউজ় @ রাত 9 টা

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

টপ নিউজ় @ রাত 9 টা
টপ নিউজ় @ রাত 9 টা

By

Published : May 25, 2021, 9:14 PM IST

1.বুদ্ধদেবের শারীরিক অবস্থার অবনতি, ভর্তি হাসপাতালে

19 মে সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ৷ স্ত্রী হাসপাতালে ভর্তি হলেও তিনি হাসপাতালে ভর্তি হতে চাননি ৷ বাড়িতেই চিকিৎসা চলছিল ৷ কিন্তু সোমবার রাত থেকে আকস্মিক তাঁর শরীরের অক্সিজেন লেভেল নামতে শুরু করে । আজ সকালে ডাক্তাররা তাঁর শারীরিক পরীক্ষা করেন এবং তাঁকে হাসপাতালে ভর্তির জন্য সুপারিশ করেন ।

2.যশ পরিস্থিতি খতিয়ে দেখতে আলিপুর আবহাওয়া অফিসে রাজ্যপাল

সুপার সাইক্লোন যশ ধেয়ে আসার আগে আলিপুর আবহাওয়া অফিসে পরিস্থিতি খতিয়ে দেখতে গেলেন রাজ্যপাল জগদীপ ধনকর ৷ জানালেন, আবহাওয়া অফিস আগাম সতর্ক করে দেওয়ায় আগাম পদক্ষেপ করা সম্ভব হয়েছে ৷ এনিয়ে তিনি এদিন রাজ্য সরকারের প্রশংসাও করেছেন ৷

3. শীর্ষ আদালত থেকে আবেদন প্রত্যাহার সিবিআইয়ের, নারদ মামলা হাইকোর্টেই

সুপ্রিম কোর্ট থেকে নারদ মামলার আবেদন প্রত্যাহার করল সিবিআই । আপাতত কলকাতা হাইকোর্টের 5 বিচারপতির বেঞ্চেই ফিরছে মামলা । এদিন সুপ্রিম কোর্টে মামলার সওয়াল-জবাব চলাকালীন সলিসিটর জেনেরাল তুষার মেহেতা বেঞ্চকে জানান, তাঁরা সুপ্রিম কোর্ট থেকে এই আবেদন প্রত্যাহার করছেন ৷ তাঁরা চান মামলার শুনানি কলকাতা হাইকোর্টে হোক ৷

4. আগামী 12 ঘণ্টায় আরও শক্তি বাড়াবে যশ, রাজ্যে শুরু বিক্ষিপ্ত বৃষ্টিপাত

আগামী 12 ঘণ্টার মধ্যে আরও শক্তি বৃদ্ধি করবে যশ ৷ আছড়ে পড়ার সম্ভাবনা ওড়িশার বালাসোরের আশপাশে ৷ ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজ্যে ইতিমধ্যেই শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিপাত ৷

5. ভোট-পরবর্তী হিংসা নিয়ে রাজ্যের জবাব চাইল সুপ্রিম কোর্ট

গত 2 মে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হয় ৷ ওইদিন থেকে বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীরা আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগ ৷

6. কোন জেলায় যশের দাপট হবে কেমন? কী বলছে আবহাওয়া অফিস

ঘূর্ণিঝড় আমফানের ক্ষত এখনও টাটকা ৷ এখনও ঠিক করে সামলাতে পারেনি বঙ্গের উপকূলবর্তী এলাকাগুলি ৷ তার মধ্যেই ফের সিঁদুরে মেঘ দেখছে বঙ্গবাসী ৷ ধেয়ে আসছে আরও এক ঘূর্ণিঝড় যশ ৷ কোন কোন জেলার উপর দিয়ে বয়ে যাবে যশ? কতটা গতিবেগে ঝড় বয়ে যাবে বঙ্গের জেলাগুলির উপর দিয়ে দেখে নেওয়া যাক ৷

7. বুদ্ধদেবের খোঁজ নিতে মীরা ভট্টাচার্যকে ফোন মুখ্যমন্ত্রীর

বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্যকে ফোন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ প্রাক্তন মুখ্যমন্ত্রী কেমন আছেন ? খোঁজ নিলেন তার ৷ দিলেন সবরকম সহযোগিতার আশ্বাস ৷

8. যশ সামলাতে আজ রাতে নবান্নেই থাকছেন মুখ্যমন্ত্রী

বুধবার সকালে যখন ঘূর্ণিঝড় যশ আছড়ে পড়বে, সেই মুহূর্তের পরিস্থিতির দিকে নজর রাখতে তিনি কন্ট্রোল রুমে থাকবেন ৷

9. গতিপথে পরিবর্তন, আগামীকাল ওড়িশার ধামরা বন্দরে আছড়ে পড়তে পারে যশ

আগামীকাল সকালে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে ওড়িশার পারাদ্বীপ ও পশ্চিমবঙ্গ উপকূলে চাঁদবালি ও ধামরা বন্দরের কাছে পৌঁছাবে ৷ এরপর দুপুর নাগাদ ওড়িশার ধামরা বন্দরে আছড়ে পড়বে যশ ৷ তারপর ঝাড়খণ্ডের দিকে ঝড়ের অভিমুখ থাকবে ৷

10. সিবিআই ডিরেক্টর নির্বাচন বৈঠকে, প্রধানমন্ত্রীকে করোনা নিয়ে প্রশ্ন অধীরের

সিবিআই ডিরেক্টর বাছাইয়ের বৈঠকে দেশের করোনা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চেপে ধরলেন অধীর চৌধুরী ৷ যেখানে কেন্দ্রীয় সরকার সঠিকভাবে করোনা মোকাবিলা করতে পারছে না বলে অভিযোগ করেছিন লোকসভায় কংগ্রেসের দলনেতা ৷

ABOUT THE AUTHOR

...view details