1. Russia-Ukraine Crisis : পুতিনের পরমাণু মন্তব্যের মাঝেই ইউক্রেনের জন্য অস্ত্র কিনছে ইউরোপিয় ইউনিয়ন
রাশিয়ার ইউক্রেন আক্রমণের আজ পঞ্চম দিন (Fifth day of Russia and Ukraine conflict) ৷
2. Ukraine-Russia Crisis : অপারেশন গঙ্গায় সোম সকালেই দেশে ফিরলেন 249 জন
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে দেশে ফেরানো হচ্ছে আটকে থাকা ভারতীয় পড়ুয়াদের ৷
3. West Bengal Weather Update : বইমেলার উদ্বোধনে বাধা হবে না বৃষ্টি, পূর্বাভাস হাওয়া অফিসের
বইপক্ষেও কি কাঁটা হতে পারে বৃষ্টি (West Bengal Weather Update) ?
4. Firhad Hakim on Bengal strike : "বাংলা এগিয়ে যাচ্ছে, বিজেপির ডাকা বনধ হবে না", মন্তব্য ফিরহাদের
সোমবার বিজেপির ডাকা 12 ঘণ্টার বনধ প্রসঙ্গে প্রতিক্রিয়া ফিরহাদ হাকিমের ৷
5. Government Notice on Bengal Strike: সরকারি নির্দেশিকা, বনধের দিন অফিস না-গেলে কাটা যাবে বেতন
সরকারি কোনও কর্মী বনধকে সমর্থন করে ছুটি নেন সেক্ষেত্রে তাঁর চাকরি জীবন থেকে একদিন কমে যাবে বলে জানিয়ে দিয়েছে নবান্ন।