পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সকাল 9 টার টপ নিউজ় - Top News at 9 AM

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

Top News at 9 AM
Top News at 9 AM

By

Published : Nov 21, 2021, 9:19 AM IST

1.Shootout in Canning : এসএসকেএমে মৃত্যু হল ক্যানিংয়ের গুলিবিদ্ধ যুব তৃণমূল নেতার

গতকাল ক্যানিংয়ে রাতে নিজের বাড়ির সামনে গুলিবিদ্ধ হন যুব তৃণমূল নেতা মহরম শেখ (Canning Trinamool Youth Congress leader shot dead) ৷

2. West Bengal Weather Forecast : দিনের আকাশে থাকবে রোদ, সন্ধের ইডেনে ঝরতে পারে ঘাম

এই ক'দিন প্রধানত আকাশ পরিষ্কার থাকছে ৷ তবে সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে যাওয়ায় শীতের আমেজ উধাও হয়েছে ৷ নভেম্বরের শেষেও শহরবাসীর জন্য শীতের কোনও বার্তা জানায়নি আলিপুর আবহাওয়া অফিস (Alipore Meteorological Centre Weather Forecast) ৷

3. Viral Audio of Saumitra khan : "রাজ্যে লোকসভায় মাত্র তিনটি আসন পাবে বিজেপি", ভাইরাল সৌমিত্রর অডিয়ো ক্লিপ

ভাইরাল অডিয়ো টেপে সৌমিত্র খাঁকে বলতে শোনা গিয়েছে, "2024 সালের লোকসভা নির্বাচনে রাজ্যে বিজেপি মাত্র 3টি আসনে জয়লাভ করবে । তৃণমূল 39টি আসন পাবে । শুভেন্দু অধিকারী একটা সিটও জিতবে না পূর্ব মেদিনীপুরে ।"

4. Eden Gardens : ভারত-নিউজিল্যাণ্ড ম্যাচের আগে শহরে শিথিল নাইট কার্ফু

ইডেন ম্যাচের জন্য নৈশ কার্ফু শিথিল করার সিদ্ধান্ত নিল নবান্ন । রাত এগারোটার বদলে রাত বারোটা পর্যন্ত শিথিলতা থাকবে । শনিবার সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়ার সঙ্গে কথা বলে এই সিদ্ধান্ত জানিয়েছেন রাজ্যের মুখ্যসচিব ৷

5. Habra High School Student Agitation : স্কুল খুলতেই পরীক্ষার নোটিস, হাবড়ায় অবস্থান বিক্ষোভে পড়ুয়ারা

স্কুল খুলতে না খুলতেই পরীক্ষার রুটিন ৷ একমাসের মধ্যে পরীক্ষা ৷ কিন্তু কীভাবে তা সম্ভব ? পরীক্ষার সময় বাড়ানোর আর্জি জানিয়ে প্রধান শিক্ষকের ঘরের সামনে বিক্ষোভে সামিল পড়ুয়ারা (Habra High School student demonstration) ৷

6. Rahul Dravid visits Eden Gardens : তিলোত্তমায় পৌঁছেই ইডেনের বাইশ গজে 'দ্য ওয়াল'

রবিবার ইডেনে ভারত-নিউজিল্যান্ড ম্যাচকে কেন্দ্র করে ইতিমধ্যেই উন্মাদনার ঝড় উঠেছে শহর জুড়ে। শনির বিকেলে ইডেনে সেই উন্মাদনা আরও প্রশ্রয় পেল 'জেন্টলম্য়ান' দ্রাবিড়কে দেখে ৷ তবে এই উন্মাদনাকে কেন্দ্র করে যাতে কোনও অপ্রিয় ঘটনা শহরের বুকে না-ঘটে সেজন্য তৎপর রয়েছে কলকাতা পুলিশ।

7. Camel Recover From Malda : বাঁশবাগান থেকে উদ্ধার 5টি উট, নেপথ্যে কি পাচারচক্র ?

জালালপুরের একটি বাঁশবাগানে হানা দিয়ে পাঁচটি উদ্ধার করল চাঁচল থানার পুলিশ (Camel Recover From Malda) ৷ উটগুলির রক্ষণাবেক্ষণের জন্য প্রাণী বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগের পাশাপাশি কীভাবে উটগুলি এখানে এল, তা জানতে ইতিমধ্যে বিভাগীয় তদন্ত শুরু করেছে পুলিশ । প্রাথমিকভাবে পুলিশের অনুমান, উটগুলিকে পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল । সকলের নজর এড়াতে বাঁশবাগানে উটগুলিকে বেঁধে রাখা হয়েছিল । এর আগেও এই এলাকায় উট পাচারের ঘটনা সামনে এসেছে । পুরোনো সূত্র ধরে এই তদন্তে দিশা খুঁজছে পুলিশ ৷

8. Ashok Gehlot Cabinet Resigned : রাজস্থানে গেহলত মন্ত্রিসভা থেকে পদত্যাগ সমস্ত মন্ত্রীর

মনে করা হচ্ছে মন্ত্রী পদ নিয়ে দলের অন্দরের ক্ষোভ মেটাতেই দিল্লিতে কংগ্রেস শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনার পর এই মন্ত্রীদের পদত্যাগের নির্দেশ দেন অশোক গেহলত ৷

9. Fire in Siliguri : শিলিগুড়িতে ডাম্পিং গ্রাউন্ডে আগুন

শিলিগুড়ি সংলগ্ন ইস্টার্ন বাইপাসের ডনবস্কো মোড়ের কাছে জেলার একমাত্র ডাম্পিং গ্রাউন্ডে আগুন (Fire at Siliguri dumping ground) ৷ এখানে মাঝে মধ্যেই আবর্জনার স্তুপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ৷ শনিবার রাতে এই আবর্জনার স্তুপে আগুন লাগায় ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা ৷

10. Digha Tourist Death : দিঘায় কাঁকড়া খেয়ে প্রাণ গেল কলকাতার যুবকের

দিঘায় বেড়াতে এসে আর বাড়ি ফেরা হল না কলকাতার বেহালার বাসিন্দা সৌম্যদীপ শিকদারের ৷ 22 বছরের সৌম্যদীপ শুক্রবারই পরিবারের সদস্যদের সঙ্গে দিঘা আসেন ৷ শনিবার স্থানীয় একটি রেস্তোরাঁয় দুপুরের খাওয়ার পরই অসুস্থ হয়ে পড়েন তিনি ৷ পরে তাঁর মৃত্যু হয় ৷ পরিবারের দাবি, ওই যুবকের অ্যালার্জির সমস্যা ছিল ৷ তা সত্ত্বেও ভাতের সঙ্গে চিংড়ি, কাঁকড়া খান তিনি ৷ তার জেরেই এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন সৌম্যদীপের মাসি ৷

ABOUT THE AUTHOR

...view details