পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

টপ নিউজ় সকাল 9 টা - TOP NEWS @ 9 AM

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধূলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

টপ নিউজ় সকাল 9 টা
টপ নিউজ় সকাল 9 টা

By

Published : Oct 15, 2021, 9:15 AM IST

1.PM Narendra Modi : বিজয়া দশমীতে প্রধানমন্ত্রীর উপহার, দেশ পাবে 7টি নতুন প্রতিরক্ষা সংস্থা

অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ড থাকবে না, কিন্তু তাকে 7টি নতুন প্রতিরক্ষা কোম্পানিতে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ এই কোম্পানিগুলি 100% সরকারি মালিকানাভুক্ত হবে ৷ আজ বিজয়া দশমীতে দেশের উদ্দেশে ভাষণে এ কথা জানাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

2. J&K Army-Terrorist Gunfight : পুঞ্চে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে নিহত সেনা জওয়ান, জখম বেশ কয়েকজন

কাশ্মীরে সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে নিহত হলেন এক জওয়ান ৷ পুঞ্চের ভিম্বার গালি এলাকার কাছে ভাতা ধুরিয়ান গ্রামে জঙ্গি ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ বাধে ৷ সেই সংঘর্ষেই মৃত্যু হয়েছে এক সেনা জওয়ানের ৷ আরও কয়েকজন জওয়ান জখম হয়েছেন বলেও জানা গিয়েছে ৷

3. Sushmita Sen : কেন কথায় কথায় "দুগ্গা দুগ্গা" বলেন সুস্মিতা সেন ?

কেন কথায় কথায় দুগ্গা দুগ্গা (Dugga Dugga) বলেন অভিনেত্রী সুস্মিতা সেন (Sushmita Sen)? পুজোর দিনে নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় তা খোলসা করলেন তিনি ৷

4. Durga Puja : নবমীর রাতে বনগাঁয় হেঁটে ঠাকুর দেখলেন মন্ত্রী শান্তনু ঠাকুর, বাজালেন ঢাক

নবমীর রাতে বনগাঁয় রেল গেট থেকে মতিগঞ্জ মোড় পর্যন্ত প্রায় 4 কিলোমিটার রাস্তা হেঁটে সাধারণ মানুষের সঙ্গে ঠাকুর দেখলেন বনগাঁর সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর । বনগাঁ একনম্বর রেল গেটে গাড়ি রেখে দেহরক্ষীদের নিয়ে হঠাৎই হাঁটতে শুরু করেন মন্ত্রী ৷ দর্শনার্থীদের সঙ্গে জনসংযোগও সারেন ৷ সঙ্গে ছিলেন বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনীয়া, গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর ও স্থানীয় বিজেপি নেতৃত্ব । তার মধ্যেই মতিগঞ্জ ঐক্য সম্মিলনী পুজো মণ্ডপে মায়ের মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে প্রদীপ জ্বালিয়ে আরতি করেন শান্তনু ৷ পাশাপাশি ঢাকও বাজান ৷

5. KKR vs CSK : আইপিএল ফাইনালে 9 বছর আগের পুনরাবৃত্তি চায় কেকেআর

2021 আইপিএলে শুরুতে বিপরীত মেরুতে ছিল চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স ৷ প্রথম ম্যাচ হারলেও টানা পাঁচ ম্যাচ জিতে স্বপ্নের প্রত্যাবর্তন করেছিল ধোনি অ্যান্ড কোং ৷ আর প্রথম ম্যাচ জিতলেও পরের চার ম্যাচ হেরেছিল মরগ্যানবাহিনী ৷ এই দুই দলই শুক্রবার চতুর্দশ আইপিএল ফাইনালে আমনে-সামনে ৷

6. Puja Parikrama : থিমের মাধ্যমে প্রয়াত মৃৎশিল্পীকে শ্রদ্ধার্ঘ্য বাগুইআটির বন্ধুমহল ক্লাবের

মৃৎশিল্পী অরুণ কুমার পালকে থিমের মাধ্যমে শ্রদ্ধার্ঘ্য বাগুইআটির অশ্বিনী নগর বন্ধুমহল ক্লাবের ৷ প্রয়াত শিল্পীর নামেই তাদের এবারের থিম 'অরুণ' । অরুণ কুমার পাল ছিলেন এই ক্লাবের দীর্ঘদিনের প্রতিমা শিল্পী । এই পরিস্থিতিতে মাস্ক যে কতটা দামি তা বোঝাতে প্রতিমাকে সোনার মাস্ক পরিয়েছেন পুজো উদ্যোক্তারা ৷

7. Road Accident : মিরিকে 500 ফুট গভীর খাদে গাড়ি, মৃত 2

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধা সাড়ে ছটা নাগাদ শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়া ব্লকের শিব মন্দির এলাকার এক পরিবার চারচাকার গাড়ি করে মিরিক থেকে ফিরছিল। গাড়িতে মোট ছয় জন যাত্রী ছিলেন ৷

8. Aryan Khan : এখনই ছাড়া পাচ্ছেন না শাহরুখ-পুত্র, 20 অক্টোবর জামিনের আবেদনের রায়

এদিন বিচারক জানান, এই মামলার রায়দান হবে আগামী বুধবার ৷ ততদিন জেলেই থাকতে হবে তাঁকে ৷

9. Eastern Railway : বুর্জ খলিফায় ভিড় নিয়ন্ত্রণে আসরে পূর্ব-রেল, বিধাননগর স্টেশনে থামবে না ডাউন ট্রেন

শ্রীভূমির বুর্জ খলিফা দেখতে উপচে পড়ছে ভিড় ৷ এই অবস্থায় আজ থেকে কোনও দর্শনার্থীকে মণ্ডপে ঢুকতে না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় ৷ এবার বিধাননগর স্টেশনে ডাউন লাইনে কোনও ট্রেন না থামানোর সিদ্ধান্ত নিল পূর্ব-রেল ৷

10. Kalyan Banerjee : দুর্গার সামনে কেঁদে কীসের জন্য ক্ষমা চাইলেন তৃণমূল সাংসদ ?

পুজো করতে করতে আবেগাপ্লুত তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ৷ কখনও মন্ত্রোচ্চারণ, কখনও আরতি তো কখনও ধুনুচি নাচ ৷ আবার একসময় হাউ হাউ করে মায়ের কাছে কেঁদে ক্ষমা প্রার্থনা করলেন তৃণমূল সাংসদ ৷

ABOUT THE AUTHOR

...view details