পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

টপ নিউজ় @ সকাল 9 টা - TOP NEWS @ 9 AM

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

টপ নিউজ় @ সকাল 9 টা
টপ নিউজ় @ সকাল 9 টা

By

Published : Oct 5, 2021, 9:09 AM IST

1.WhatsApp : বিশ্বজুড়ে ব্যাহত হোয়াটসঅ্যাপ, ফেসবুক পরিষেবা

তিনটি অ্যাপের মালিক হল ফেসবুক ৷ তাদের তরফে দুঃখপ্রকাশ করে বার্তা দেওয়া হয় ৷ দ্রুত পরিষেবা শুরুর আশ্বাস দেওয়া হয়েছে ৷

2. Pandora Papers : প্যান্ডোরা পেপারসে সচিনদের বিরুদ্ধে কর দুর্নীতির অভিযোগের তদন্ত করবে কেন্দ্র

এর আগে আন্তর্জাতিক ক্ষেত্রে একাধিক নামী ব্যক্তিত্বের হিসেব বহির্ভূত লেনদেন নিয়ে 5 বছর আগে প্রকাশিত হয়েছিল 'পানামা পেপারস' ৷ মনে করা হচ্ছে 'প্যান্ডোরা পেপারস'-এ এর তিন গুণ বেশি নাম আছে ৷ প্রায় 2 বছরের গোপন তদন্তের পর এই রিপোর্ট তৈরি করা হয়েছে ৷

3. CSK vs DC : ধোনিদের হারিয়ে লিগ তালিকায় শীর্ষে পন্থের দিল্লি

'সেকেন্ড বয়' দিল্লিকে বড় রানের টার্গেট দিতে পারেনি 'ফার্স্ট বয়' চেন্নাই ৷ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম ব্যাটিং করে দিল্লি ঋষভ পন্থদের সামনে মাত্র 137 রানের লক্ষ্যমাত্রা রেখেছিল ধোনি অ্যান্ড কোং ৷ রুদ্ধশ্বাস লড়াই জিতে লিগ তালিকায় এক নম্বরে উঠে এল ঋষভ পন্থের দিল্লি ৷

4. Lakhimpur Kheri violence : অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে লখিমপুরের ঘটনার তদন্ত, ঘোষণা যোগী সরকারের

যে চারজন কৃষক মারা গিয়েছেন, তাদের পরিবারকে 45 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে ৷ 10 লক্ষ টাকা করে আহতদেরও সাহায্য করা হবে ৷ নিহত চারজনের পরিবারের একজনকে চাকরি ৷ ঘোষণা উত্তরপ্রদেশ সরকারের ৷

5. Kolkata Fire : 25টি ইঞ্জিন নিয়ে সাড়ে সাত ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে কলুটোলার আগুন

25টি ইঞ্জিন নিয়ে সাড়ে সাত ঘণ্টার চেষ্টায় কলুটোলার আগুন নিয়ন্ত্রণে আনলেন দমকল কর্মীরা ৷ এদিন সকাল সওয়া সাতটা নাগাদ এলাকার একটি বহুতলে আগুন লাগে ৷ একদিকে প্লাস্টিকের খেলনা এবং অন্যদিকে কাঠের গুদাম থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন ৷

6. Students Arrested : বিকাশ ভবন অভিযানে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ

মিছিল আটকাতে আগে থেকেই ব্যারিকেড করে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল। ব্যারিকেড ভেঙে বিকাশ ভবনের সামনে এগোতে গেলে বাম ছাত্র সমর্থকদের সঙ্গে খণ্ডযুদ্ধ হয় পুলিশের ৷ ছাত্রছাত্রীদের আটক করে গাড়িতে তোলা হয় ৷

7. Nobel Prize: নোবেল মেডিসিন পুরস্কার জয় 2 মার্কিন বিজ্ঞানীর

শারীরবিদ্যা ও মেডিসিনে নোবেল পুরস্কার (Nobel Prize) পেলেন আমেরিকার দুই বিজ্ঞানী ডেভিড জুলিয়াস (David Julius) ও আর্ডেম প্যাটাপৌশন (Ardem Patapoutian) ৷

8. Aryan Khan: আরিয়ান ও তাঁর দুই বন্ধুকে 7 অক্টোবর পর্যন্ত হেফাজতে পাঠাল আদালত

মুক্তি পাননি শাহরুখ খানের পুত্র আরিয়ান খান (Aryan Khan) ৷ তাঁকে 7 অক্টোবর পর্যন্ত এনসিবি হেফাজতে পাঠিয়েছে মুম্বইয়ের এসপ্ল্যানেড আদালত ৷

9. Corona in Bengal : দৈনিক সংক্রমণ কমল অনেকটাই, চার জেলায় মৃত 12

আগেরদিনের তুলনায় রাজ্যে অনেকটাই কমল করোনার দৈনিক সংক্রমণ ৷ তবে বেড়েছে মৃত্যু ৷ কলকাতায় মৃত্যু হয়েছে 3 জনের ৷ উত্তর 24 পরগনায় মৃত্যু হয়েছে 5 জনের ৷

10. North Bengal Medical College : নতুন অক্সিজেন প্ল্যান্ট চালু উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রাজ্যের সবচেয়ে বড় অক্সিজেন প্ল্যান্ট চালু হল আজ ৷ এদিন প্ল্যান্টের উদ্বোধন করেন ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের উপাচার্য সুহৃতা পাল। উপস্থিত ছিলেন হাসপাতালের অন্য আধিকারিকরা ৷

ABOUT THE AUTHOR

...view details