1.রাজ্যে পৌঁছল কেন্দ্রীয় বাহিনী, ভোটে কোথায় কত কোম্পানি?
ভোটের নির্ঘণ্ট এখনও প্রকাশিত হয়নি। তার আগেই রাজ্যে চলে এল কেন্দ্রীয় বাহিনী। ইতিমধ্যেই 12 কোম্পানি বাহিনী এসে গিয়েছে। আজই আসছে আরও 30 কোম্পানি বাহিনী।
2.ধৃত বেআইনি বাংলাদেশি শরণার্থী একজন বিজেপি নেতা, সরব কংগ্রেস
মুম্বইয়ে গ্রেপ্তার হয়েছিলেন বেআইনি বাংলাদেশি শরণার্থী। তিনি আসলে স্থানীয় বিজেপি নেতা। এ কথা প্রকাশ্যে আসতেই এ নিয়ে সরব হয়েছে কংগ্রেস। দলের মুখপাত্র সচিন সাওয়ান্ত টুইটে লিখেছেন, ''সিএএ-তে কি বিজেপি নেতাদের জন্য বিশেষ কোনও ব্যবস্থা রেখেছেন অমিত শাহ?''
3.21শের 21: নজরে থিম, ফিরে দেখা ইতিহাস
2021 সালের 21 ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালত হচ্ছে দুই বাংলায়। এই বিশেষ দিনে উলটে দেখা যাক ইতিহাসের পাতা। জেনে নেব এ বছরের একুশের থিম।
4.নামখানায় অমিত শাহকে কালো পতাকা দেখানো মহিলা কে ?
নামখানায় বিজেপির সভায় গিয়েছিলেন শিক্ষিকা ঐক্যমঞ্চের প্রথম সারির 4 নেত্রী । এদের মধ্যে ছিলেন শিক্ষক ঐক্যমঞ্চের সভানেত্রী ছবি চাকিদাস হাজরা, পার্শ্ব শিক্ষিকা মিলি বিশ্বাস, কম্পিউটার শিক্ষকা আফতেমা কানিজা ও অনিমা নাথ ।
5.আগে জোটের আসন সমঝোতা, পরে ব্রিগেড সমাবেশে যাওয়ার সিদ্ধান্ত আব্বাসের
দলের তরফে 70 থেকে 80 টি আসন চেয়েছিল আব্বাস সিদ্দিকির ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ৷ কিন্তু এখনও রফা সূত্র মেলেনি তিন দলের পক্ষ থেকে ৷ সেকারণে আব্বাসের স্পষ্ট বার্তা, জোটের আসন সমঝোতা না হলে 28 ফেব্রুয়ারি ব্রিগেডের সভায় যোগ দেবে না সেকুলার ফ্রন্ট ৷