পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

টপ নিউজ় @ সকাল 9 টা - সেরা দশটি খবর একনজরে

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

top 9
top 9

By

Published : Feb 7, 2021, 9:03 AM IST

1.একগুচ্ছ সরকারি কর্মসূচি, দলীয় সভা, আজ রাজ্যে মোদি

বিপিসিএল নির্মিত এলপিজি আমদানি টার্মিনাল ও উর্জা গঙ্গা প্রকল্পের অন্তর্গত ধোবি-দুর্গাপুর প্রাকৃতিক গ্যাস পাইপলাইন জাতির উদ্দেশে উৎসর্গ করবেন ৷ টুইট করে জানালেন প্রধানমন্ত্রী । রয়েছে অধিকারী গড়ের রাজনৈতক সভাও ৷

2.শুভেন্দুর বিজেপিতে যোগদানের পর প্রথমবার অধিকারী-গড়ে মোদি

রবিবার শিল্পশহর হলদিয়ায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদানের পর এই প্রথম অধিকারী গড়ে পা রাখবেন মোদি৷ ফলে তিনি কী বার্তা দেন, সেই দিকেই তাকিয়ে সকলে৷

3.ভোরে মুম্বই-দিল্লিতে বিধ্বংসী আগুন

থানের খাজুরি এলাকায় মহারাষ্ট বিদ্যুৎ সরবরাহ কম্পানির একটি অফিসে আগুন লাগে । অন্যদিকে, দিল্লিতে ওখলা ফেজ 2 এলাকার সঞ্জয় কলোনিতে আগুনে ভস্মীভূত বেশ কয়েকটি বাড়ি ।

4.ভেবেচিন্তে কথা বলুন, সচিনকে পরামর্শ পাওয়ারের

কৃষক আন্দোলেনের সমর্থনে রিয়ানা সহ একাধিক আন্তর্জাতিক তারকার টুইটের পর হ্যাসট্য়াগ 'ঐক্যবদ্ধভারত'-এ টুইট করেন সচিন তেণ্ডুলকর ৷ এরপর অনুরাগীদের ক্ষোভের মুখে পড়তে হয় তাঁকে । এবার ক্রিকেটের বাইরের বিষয়ে সচিনকে ভেবেচিন্তে কথা বলার পরামর্শ দিলেন এনসিপি প্রধান শরদ পাওয়ার ।

5.চাক্কা জ্য়াম আর রাকেশের হুঙ্কারে প্রাণ পাচ্ছে কৃষক বিক্ষোভ

গতকাল চাক্কা জ্যামের দিন কৃষক নেতা রাকেশ টিকায়েত জানিয়ে দেন, আগামী গান্ধি জয়ন্তী অর্থাৎ 2 অক্টোবরের মধ্যে কেন্দ্রকে নয়া কৃষি আইন প্রত্যাহার করতে হবে ৷ না হলে আন্দোলন নিয়ে নতুন পরিকল্পনার কথা ভাবতে হবে ।

6.মার্চ থেকেই টিকা পাবেন পঞ্চাশোর্ধরা, জানালেন হর্ষ বর্ধন

প্রথম দফায় টিকা দেওয়া হয়েছে করোনা মোকাবিলায় নিযুক্ত প্রথম সারির যোদ্ধাদের । এবার পরবর্তী পর্যায়ে যাঁদের বয়স 50 বছরে বেশি, তাঁদের টিকা দেওয়া হবে । মার্চ মাস থেকেই শুরু হয়ে পরবর্তী পর্যায়ের টিকাকরণ ।

7.আত্মবিশ্বাসী নাড্ডা, গেরুয়া ধ্বজা উড়িয়ে সূচনা পরিবর্তন যাত্রার

বিজেপির রাজনৈতিক কৌশলের সঙ্গে রথযাত্রার সম্পর্ক নতুন নয় । তবে বাংলায় আইনি মারপ্যাঁচের মধ্যে পড়ে রথযাত্রার নাম বদলে পরিবর্তন যাত্রা করতে হয়েছে । তবে তাতেও দমে যেতে রাজি নন নাড্ডা-কৈলাসরা । রথের আকারে ট্যাবলো সাজিয়েই শুরু হল পরিবর্তন যাত্রার ।

8.ফের কলকাতায় নাবালিকাকে যৌন হেনস্থা, গ্রেপ্তার অভিযুক্ত

ফের কলকাতা শহরে যৌন হেনস্থার শিকার হল এক নাবালিকা৷ কয়েকদিন আগে কলকাতার জোড়াবাগান এলাকায় 9 বছরের এক শিশুকন্যাকে যৌন নিগ্রহের পর খুনের অভিযোগ উঠেছিল৷ এবার ঘটনাস্থল রিজেন্ট পার্ক থানা৷ পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে ৷

9.বড় ব্যবধানে জয়ের দিনে মন জুড়ানো মনবীরের গোল

চলতি আইএসএলে সবচেয়ে বড় ব্যবধানে জিতল আন্তেনিও লোপেজ হাবাসের ছেলেরা । তিরিশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রইল তারা ।

10.কৃষক আন্দোলনের সমর্থনে নিশ্চুপ বলিউড, গর্জে উঠলেন নাসিরুদ্দিন

কৃষক আন্দোলন নিয়ে মুখে কুলুপ এঁটেছেন বলিউডের মাথারা । অন্যায় দেখে চুপ করে থাকাটা আরও বড় অন্যায়, মন করিয়ে দিলেন নাসিরুদ্দিন শাহ ।

ABOUT THE AUTHOR

...view details