1.একগুচ্ছ সরকারি কর্মসূচি, দলীয় সভা, আজ রাজ্যে মোদি
বিপিসিএল নির্মিত এলপিজি আমদানি টার্মিনাল ও উর্জা গঙ্গা প্রকল্পের অন্তর্গত ধোবি-দুর্গাপুর প্রাকৃতিক গ্যাস পাইপলাইন জাতির উদ্দেশে উৎসর্গ করবেন ৷ টুইট করে জানালেন প্রধানমন্ত্রী । রয়েছে অধিকারী গড়ের রাজনৈতক সভাও ৷
2.শুভেন্দুর বিজেপিতে যোগদানের পর প্রথমবার অধিকারী-গড়ে মোদি
রবিবার শিল্পশহর হলদিয়ায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদানের পর এই প্রথম অধিকারী গড়ে পা রাখবেন মোদি৷ ফলে তিনি কী বার্তা দেন, সেই দিকেই তাকিয়ে সকলে৷
3.ভোরে মুম্বই-দিল্লিতে বিধ্বংসী আগুন
থানের খাজুরি এলাকায় মহারাষ্ট বিদ্যুৎ সরবরাহ কম্পানির একটি অফিসে আগুন লাগে । অন্যদিকে, দিল্লিতে ওখলা ফেজ 2 এলাকার সঞ্জয় কলোনিতে আগুনে ভস্মীভূত বেশ কয়েকটি বাড়ি ।
4.ভেবেচিন্তে কথা বলুন, সচিনকে পরামর্শ পাওয়ারের
কৃষক আন্দোলেনের সমর্থনে রিয়ানা সহ একাধিক আন্তর্জাতিক তারকার টুইটের পর হ্যাসট্য়াগ 'ঐক্যবদ্ধভারত'-এ টুইট করেন সচিন তেণ্ডুলকর ৷ এরপর অনুরাগীদের ক্ষোভের মুখে পড়তে হয় তাঁকে । এবার ক্রিকেটের বাইরের বিষয়ে সচিনকে ভেবেচিন্তে কথা বলার পরামর্শ দিলেন এনসিপি প্রধান শরদ পাওয়ার ।
5.চাক্কা জ্য়াম আর রাকেশের হুঙ্কারে প্রাণ পাচ্ছে কৃষক বিক্ষোভ
গতকাল চাক্কা জ্যামের দিন কৃষক নেতা রাকেশ টিকায়েত জানিয়ে দেন, আগামী গান্ধি জয়ন্তী অর্থাৎ 2 অক্টোবরের মধ্যে কেন্দ্রকে নয়া কৃষি আইন প্রত্যাহার করতে হবে ৷ না হলে আন্দোলন নিয়ে নতুন পরিকল্পনার কথা ভাবতে হবে ।