পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

টপ নিউজ় @ সকাল 9 টা - টপ নিউজ

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

TOP NEWS @ 9 AM
TOP NEWS @ 9 AM

By

Published : Dec 26, 2020, 9:07 AM IST

  1. একগুচ্ছ কর্মসূচি নিয়ে 2 দিনের সফরে অসমে অমিত শাহ

আজ অসম দর্শন অনুষ্ঠানে আট হাজার নামঘর তৈরির জন্য আর্থিক সহায়তা তুলে দেবেন অমিত শাহ । সাংস্কৃতিক ও পর্যটন কেন্দ্র হিসেবে "বাতদ্রব থান" উন্নয়নের ভিত্তিপ্রস্তর স্থান করবেন । এছাড়াও অসমে তিনি 9টি আইন কলেজ এবং গুয়াহাটিতে একটি মেডিকেল কলেজেরও শিলান্যাস করবেন ।

2. বাড়ি বিতর্ক নিয়ে অমর্ত্য সেনকে চিঠি লিখে পাশে দাঁড়ালেন মমতা

নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শান্তিনিকেতনে অমর্ত্য সেনের বাড়ি নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, সেই নিয়েই মুখ্যমন্ত্রী চিঠি লিখেছেন। চিঠিতে সরাসরি কারও নাম লেখেননি মুখ্যমন্ত্রী। কিন্তু কার্যত বিজেপি ও সংঘ পরিবারের সমালোচনা করেছেন।

3. প্রধানমন্ত্রী অর্ধসত্য কথা বলছেন, অভিযোগ মমতার

প্রধানমন্ত্রী কিষান সম্মাননিধির টাকা বাংলার কৃষকদের পেতে দেওয়া হচ্ছে না। এভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপরই এনিয়ে বিবৃতি দেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

4. সকালে টিকিট কেটে সন্ধেয় কোটিপতি রাজমিস্ত্রি

বৃহস্পতিবার সকালে 150 টাকার লটারি কাটেন উত্তম মাইতি । আর তাতেই জেতেন এক কোটি টাকার প্রথম পুরস্কার ।

5. প্রধানমন্ত্রীর সুরে সুর মিলিয়ে রাজ্যের কৃষিনীতির সমালোচনায় রাজ্যপাল

প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধির টাকা থেকে বাংলার কৃষকদের বঞ্চিত করা হচ্ছে বলে আজ সকালেই মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন নরেন্দ্র মোদি । এবার সেই একই কথা শোনা গেল পশ্চিমবঙ্গের রাজ্যপালের মুখেও । অনেকটা প্রধানমন্ত্রীর সুরেই সুর মেলিয়ে রাজ্য সরকারের কৃষি সংক্রান্ত নীতির সমালোচনা করেন তিনি ।

6. মমতার সরকারের জন্যই দুর্দশার শিকার বাংলার কৃষকরা, সরাসরি আক্রমণ মোদির

প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধির টাকা বাংলার কৃষকদের পেতে দেওয়া হচ্ছে না। শুক্রবার সরাসরি এভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন কৃষকদের সঙ্গে কথা বলার জন্য ভার্চুয়াল কনফারেন্স করেন প্রধানমন্ত্রী। সেই কনফারেন্সে ভাষণ দিতে গিয়ে তিনি সরাসরি আক্রমণ করেন বাংলার মুখ্যমন্ত্রীকে।

7. বড়দিনে জমজমাট পার্ক স্ট্রিট

অন্য বছরের থেকে এবারের বড়দিনটা একটু আলাদা ৷ নিউ নর্মালে এটাই প্রথম ক্রিসমাস পালন । আর বড়দিনের সন্ধ্যায় জনজোয়ার পার্ক স্ট্রিটে । রাত যত বেড়েছে, বেড়েছে পার্ক স্টিটের রাস্তায় মানুষের ঢল ।

8. বিশ্বের কনিষ্ঠতম মেয়র কেরালার আরিয়া

বিশ্বের কনিষ্ঠতম মেয়র হচ্ছেন কেরালার আরিয়া রাজেন্দ্রন ৷ সম্প্রতি নির্বাচনে এলডিএফ-এর জয়ের পর 21 বছরের আরিয়ার নাম তিরঅনন্তপুরম পৌরসভার মেয়র হিসেবে সুপারিশ করা হয়েছে । যখন অ্যামেরিকার জন টাইলার হ্যামনস ওকলাহোমার 47তম মেয়র নির্বাচিত হয়েছিলেন, তখন বিশ্বের কনিষ্ঠতম মেয়র হিসেবে শিরোনামে এসেছিলেন তিনি । এবার 21 বছরের আরিয়া তিরুঅনন্তপুরমের মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন ।

9. অশ্বিনের ঘূর্ণি, শুরুতেই চাপে অস্ট্রেলিয়া

বিরাটের অনুপস্থিতিতে দলের দায়িত্ব রাহানের কাঁধে । ভারতের হয়ে আন্তর্জাতিক টেস্টে অভিষেক হল শুভমন ও মহম্মদ সিরাজ়ের ।

10. 2020-তে তারাদের দেশে তারকারা

প্রায় নিঃশব্দে কেটে গেল গোটা একটা বছর । সঙ্গী হয়ে উঠল নতুন কিছু শব্দ, দিয়ে গেল একাকিত্ব আর দূরত্ব । আমাদের ছেড়ে গেলেন অনেকে । 2020-র বিনোদন জগতও বেশ কয়েকজন স্বজন হারাল । থেকে গেল তাঁদের সৃষ্টি ।

ABOUT THE AUTHOR

...view details