পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

টপ নিউজ় @ সন্ধে 7 টা - top news@7pm

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

top news@7pm
টপ নিউজ় @ সন্ধে 7 টা

By

Published : Oct 12, 2021, 7:10 PM IST

1.2-18 বছর বয়সীদের জন্য কোভ্যাকসিনে ছাড়পত্র দিতে ডিসিজিআই’কে সুপারিশ এসইসি'র

করোনার দ্বিতীয় ঢেউয়ে বহু মানুষের প্রাণহানি ঘটেছে ৷ তার পরই অপ্রাপ্তবয়স্কদের ভ্যাকসিনেশন নিয়ে তোড়জোড় শুরু হয় ৷ এইমস সহ দেশের বিভিন্ন সরকারি এবং বেসরকারি হাসপাতালে 2 থেকে 18 বছর বয়সীদের মধ্যে ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয় ৷ যার পরেই সাবজেক্ট এক্সপার্ট কমিটি, ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার কাছে শিশুদের জন্য কোভ্যাকসিনে ছাড়পত্র দিতে সুপারিশ করল ৷

2.রাজনৈতিক দৃষ্টি দিয়ে মানবাধিকার লঙ্ঘন বিচার করা হয়, বিরোধীদের তোপ মোদির

কিছু লোক কিছু কিছু ঘটনায় মানবাধিকার লঙ্ঘন দেখতে পেলেও একই রকম অন্য ঘটনায় তা চোখে পড়ে না তাদের ৷ শুধুমাত্র রাজনৈতিক স্বার্থের চশমা দিয়ে একে দেখা হয় ৷ এ ধরনের বাছাই করা চিন্তাভাবনা দেশের গণতন্ত্রের জন্য ক্ষতিকর, বললেন প্রধানমন্ত্রী ৷

3.মহাসপ্তমীর সাজে মোহময়ী কাজল, বাড়ির পুজোয় শুরু হই-হুল্লোড়

মহাসপ্তমীর সাজে মোহময়ী রূপে ধরা দিলেন অভিনেত্রী কাজল (Kajol)৷ মুম্বইয়ে তাঁর বাড়ির দুর্গাপুজোয় (Durga Puja) শুরু হয়ে গিয়েছে হই-হুল্লোড় ৷ চলল ফোটোসেশন ৷

4.নবান্নের চোদ্দতলায় আগুন, দমকলের 3টি ইঞ্জিনের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে

নবান্নের চোদ্দতলায় আগুন ৷ সঙ্গে সঙ্গেই আতঙ্ক ছড়ায় ৷ পুলিশের তরফ থেকে তড়িঘড়ি ধোঁয়া দেখে দমকলকে খবর দেওয়া হয় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের 3টি ইঞ্জিন ৷ তারা তড়িঘড়ি আগুনের উৎস খুঁজে বের করে আগুন নেভানোর কাজ শুরু করে ৷ বিশেষ ক্ষয়ক্ষতির খবর নেই বলেই নবান্ন সূত্রে জানা গিয়েছে ৷ পুজোর ছুটির কারণে নবান্নে তেমন কোনও কর্মী উপস্থিত ছিলেন না ৷ বিশেষ করে 14 তলার যেখানে আগুন লেগেছিল সেখানে কেউ ছিল না ৷ কী কারণে এবং কোথা থেকে আগুন লেগেছে তা খতিয়ে দেখা হচ্ছে ৷

5.বঙ্গে দুর্গার আরাধনা মধ্যেই নীরবে গোয়ায় সংগঠন সাজাচ্ছে তৃণমূল

গায়ক লাকি আলি থেকে প্রাক্তন সাঁতারু তথা অভিনেত্রী নাফিসা আলির সঙ্গে গতকালই দেখা করেন ডেরেক ও’ব্রায়েন। গোয়া নিয়ে তাঁদের মধ্যে একপ্রস্থ কথাও হয়েছে।

6.বাল্য বিবাহকে কখনওই আইনি স্বীকৃতি নয়, বিতর্কের মধ্যে সাফাই গেহলতের

2009 সালের বিবাহ নথিভুক্তকরণ আইনে সংশোধন ঘটিয়ে সম্প্রতি বিধানসভায় নয়া বিল পাশ করায় রাজস্থান সরকার । সেই নিয়ে সমালোচনার ঝড় ওঠে ৷ বিরোধী রাজনীতিকরা যেমন গেহলত সরকারের বিরুদ্ধে বাল্য বিবাহকে আইনি স্বীকৃতি দেওয়ার অভিযোগ তোলেন, তেমনই রাজ্যের মহিলা এবং শিশু নিরাপত্ত কমিশনও সরকারের সমালোচনায় সরব হয় ৷

7.পুজোয় ক্লাবে আর্থিক অনুদান ভোট কেনার কৌশল, মমতাকে তোপ দিলীপের

দুর্গাপুজোয় ক্লাব ও পুজো কমিটিগুলিকে সরকারি অনুদান দেওয়া নিয়ে ফের একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা খড়গপুরের সাংসদ দিলীপ ঘোষ ৷ অভিযোগ করলেন, সরকারি টাকা ক্লাবগুলিকে দিয়ে কোষাগারের ক্ষতি করছেন মুখ্য়মন্ত্রী ৷ পাশাপাশি, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজ্যের উন্নয়নের জন্য বরাদ্দ টাকা ক্লাবগুলিকে দিয়ে ভোট কেনার অভিযোগ করেছেন দিলীপ ৷ এ দিন পশ্চিম মেদিনীপুরে বেশ কয়েকটি পুজোতে অতিথি হিসেবে যান দিলীপ ঘোষ ৷ সেখানে ঢাকও বাজাতে দেখা যায় তাঁকে ৷

8.আমলারা রাজনৈতিক ভৃত্যে পরিণত হয়েছেন, ক্ষোভপ্রকাশ রাজ্যপালের

আমলাতন্ত্রের কাজে অস্বচ্ছতা এবং প্রশাসনিক কাজে অপরাধমূলক কার্যকলাপ বন্ধ হওয়া উচিত বলে মন্তব্য করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ আজ দু’সপ্তাহের জন্য উত্তরবঙ্গ সফরে গিয়ে রাজ্যের মুখ্যসচিব এবং অন্য সব প্রশাসনিক আমলাদের ভূমিকার সমালোচনা করেন তিনি ৷

9.মোদি-শাহের গুজরাতে 100 আসনে নতুন প্রার্থী দেওয়ার পরিকল্পনা বিজেপির

2017 সালের বিধানসভা ভোটে গুজরাতে 112টি আসন জিতেছিল বিজেপি ৷ 100 আসনে নতুন মুখ আনতে গেলে অধিকাংশ বিধায়ককেই বদল করতে হবে ৷

10.সেনা অভিযানে উপত্যকায় 30 ঘণ্টায় নিহত 7 জঙ্গি, শহিদ 5 জওয়ান

জম্মু-কাশ্মীরে সোমবার থেকে জঙ্গি অভিযানে নেমেছে সেনা ৷ মঙ্গলবার দুপুরের পরেও অব্যাহত সংঘর্ষ ৷ সেনার গুলিতে নিহত 7 জঙ্গি ৷ অভিযানে গিয়ে প্রাণ হারিয়েছেন 5 ভারতীয় জওয়ান ৷

ABOUT THE AUTHOR

...view details