পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

TOP NEWS : টপ নিউজ @ সন্ধে 7 টা - Sujan Chakraborty

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

টপ নিউজ
top-news-at-7-pm

By

Published : Jan 16, 2022, 7:07 PM IST

  1. দুঃখিত এবং বিস্মিত, বাংলার ট্যাবলো বাতিল নিয়ে মোদিকে চিঠি মমতার

কেন্দ্রের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

2. সংক্রমণের দৈনিক হারে গরমিল, খতিয়ান তুলে ধরে খোঁচা অমিতের

12 জানুয়ারি রাজ্যের দৈনিক করোনা সংক্রমণের হার নিয়ে সমালোচনা চলছেই ৷ সুজন চক্রবর্তীর (Sujan Chakraborty) পর এনিয়ে মুখ খুললেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য ৷ রবিবার টুইটারে বিষয়টি নিয়ে সরব হন তিনি ৷

3. লক্ষ্যের মুকুটে নয়া পালক, বিশ্ব চ্যাম্পিয়নকে হারিয়ে ইন্ডিয়া ওপেন জিতলেন বাঙালি শাটলার

আজ ইন্ডিয়া ওপেনে ছেলেদের সিঙ্গলসের ফাইনালে বিশ্ব চ্যাম্পিয়নকে হারিয়ে খেতাব জিতলেন লক্ষ্য ৷

4. তিনি তৃণমূল না বিজেপি, জানা নেই কান্দির প্রাক্তন পৌরপ্রধানের !

বিজেপি ছেড়ে বিপাকে মুর্শিদাবাদের কান্দি পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান গৌতম রায় (Goutam Roy) ও তাঁর দুই অনুগামী ৷ গত বুধবার তিনজনই মদন মিত্রের হাত ধরে ‘তৃণমূলে ফিরলেও’ মানতে নারাজ দলের জেলা নেতৃত্ব ! বিধানসভা ভোটের আগে তিনজনই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন ৷

5. কল্যাণের ভাইরাল ভিডিয়ো টুইট অমিত মালব্যের, ইটের বদলে পাটকেল কুণালের

কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়ের ভাইরাল ভিডিয়ো (Kalyan Banerjee viral video) পোস্ট করে মমতা বন্দ্যোপাধ্য়ায় ও অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের (Abhishek Banerjee) মধ্যে দূরত্বের ইঙ্গিত দিয়েছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য (Amit Malviya) ৷ পাল্টা তাঁকেই ঘর সামলানোর পরামর্শ দিয়েছেন কুণাল ঘোষ (Kunal Ghosh) ৷

6. টিকাকরণের বর্ষপূর্তিতে করোনার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর

করোনার টিকাকরণের একবছর পূর্ণ হল আজ (India Complete One Year of Covid Vaccination Drive) ৷ আর সেই উপলক্ষ্যে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, বিজ্ঞানী, গবেষক এবং নাগরিকদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী ৷ সেই সঙ্গে আগামী দিনেও করোনার বিরুদ্ধে ভারতের লড়াই জারি থাকবে বলে জানিয়েছেন তিনি ৷

7. তাসের ঘরের মতো ভেঙে পড়ল রুটদের ব্যাটিং, 4-0 অ্যাসেজ জিতল অস্ট্রেলিয়া

68/0 থেকে 124 রানে সব উইকেট খুঁইয়ে বসল 'থ্রি-লায়ন্স' ৷ প্যাট কামিন্স-স্কট বোল্যান্ডদের পেসের আগুনে ঝলসে 4-0 অ্যাসেজ জিতল ব্যাগি গ্রিনরা ৷ পঞ্চম টেস্টে অস্ট্রেলিয়া জিতল 146 রানে ৷

8. সঙ্কটজনক নারায়ণ দেবনাথ, উদ্বিগ্ন পরিবার

নারায়ণ দেবনাথের শারীরিক অবস্থা আশঙ্কাজনক (Narayan Debnath Health Update) ৷ 23 দিন ধরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ৷ বাবাকে নিয়ে উদ্বেগের কথা ইটিভি ভারতকে জানালেন ছেলে প্রদীপ দেবনাথ ৷

9. কোহলির সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন অনুষ্কা

সামান্য দেরিতে হলেও স্বামীর গৃহীত চরম সিদ্ধান্তে প্রতিক্রিয়া দিলেন বলি অভিনেত্রী ৷ সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্টে বিরাট সিদ্ধান্তকে সমর্থন অনুষ্কার ৷

10. জরুরি ভিত্তিতে ঠাকুরবাড়িতে মহাসংঘের সদস্যদের নিয়ে বৈঠকে শান্তনু ঠাকুর

শনিবারের বৈঠকের পর আজ মতুয়া মহাসংঘের সদস্যদের নিয়ে শান্তনু ঠাকুরের এই জরুরি বৈঠক নিয়ে আলোচনা শুরু হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details